SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সেন্টার As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
Notice Board

SQSF শিক্ষক প্রশিক্ষণের লিফলেট।
Published on Monday, August 28, 2023


SQSF শিক্ষক প্রশিক্ষণের লিফলেট_SQSF Training leaflet.

প্রতিষ্ঠানের নামঃ

‘SQSF-দ্বীনিয়াত সেন্টার ও স্মার্ট লাইব্রেরী’।

SQSF-মানসিক রোগের কাউন্সেলিং সেন্টার। SQSF-শিক্ষক ও শিক্ষিকা প্রশিক্ষণ কেন্দ্র

১.বহির বিশ্বে প্রায় এক কোটি ৩০ লক্ষ বাঙ্গালী বসবাস করে থাকে, এদের মধ্যে যারা পরিবার নিয়ে বসবাস করছে তাদের ছেলে মেয়েদেরকে কুরআন শিক্ষা কারা দিবে?

২.তাদের সন্তানদেরকে মূলত পাকিস্তান ও ভারতের আলেমগণ কুরআন শিক্ষা দিয়ে যাচ্ছেন।

৩. কিন্তু প্রবাসীরা চায় তাদের সন্তানদেরকে একজন বাঙ্গালী আলেম কুরআন ও ইসলাম শিক্ষা দান করুক। আমরা ঠিক এই চাহিদাটি পূরণ করার স্মার্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি, আলহামদু্লিল্লাহ।

৪. ইমামতি ও শিক্ষতার পাশাপাশি অন্যান্য কর্মে জড়ানোর চেয়ে অধিকতর সহজ ও উপযোগী বিশ্বব্যাপী কুরআন শিক্ষা প্রদান করা। এতে করে কুরআনের খেদমতের পাশাপাশি আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার সুযোগ রয়েছে, আলহামদু্লিল্লাহ।

এটি একটি অনলাইনে কুরআন শিক্ষার সেন্টার। আমাদের সাথে প্রায় ১ লক্ষ ১৪ হাজার অভিভাবক ও শিক্ষার্থী যুক্ত আছে। 

এমেরিকা, সুইডেন, সিংগাপুর সহ বিশ্বব্যাপী শিক্ষার্থী আছে আলহামদুলিল্লাহ। মেয়ে শিক্ষার্থীদের জন্য আমাদের প্রচুর শিক্ষিকা আবশ্যক। আমরা শত শত শিক্ষক ও শিক্ষিকাদেরকে ফ্রি প্রশিক্ষণ দিয়ে পড়ানোর জন্য প্রস্তত করতে চাই। 

 

নিয়োগ বিজ্ঞপ্তি

১. শর্তাবলী
    ক) কুরআন শুদ্ধ থাকতে হবে। খ) নুরানি মুয়াল্লিম প্রশিক্ষণ থাকলে ভালো। গ) হাফেজা হলে অগ্রাধিকার। 

    ঘ) স্মার্ট ফোন/ট্যাব/লেপটপ/ডেক্সটপ কম্পিউটার থাকতে হবে। যে কোন একটি থাকলে চলবে।

২. সুবিধা সমূহঃ
    ক) প্রশিক্ষণ দিয়ে সার্টিফিকেট অর্জন করলে ৬ মাসের মধ্যে অনলাইনে কুরআন পড়িয়ে ৫-৫০০০০/- টাকা   পর্যন্ত হাদিয়ার ব্যবস্থা হবে, ইনশাআল্লাহ। 
   খ) নিজ ঘরে বসে পড়াবেন। কোথাও যেতে হবে না। গ) আপনি যেখানেই থাকেন সেখান থেকে পড়াতে  পারবেন। চাকরী হারাবার ভয় নেই।

৩. প্রশিক্ষণের শিডিউল 
   ক) প্রতি সপ্তাহে ৩দিন ৩ ঘন্টা অনলাইনে ক্লাস। পুরুষ ও মহিলা পৃথক ক্লাস হবে।

   খ) তিন মাস ধারাবাহিকভাবে চলবে। 
   গ) পরীক্ষা হবে ও সার্টিফিকেট দেওয়া হবে, ইনশাআল্লাহ। 

   ঘ) সার্টিফিকেট এর মান অনুযায়ী সহায়তা করা হবে, ইনশাআল্লাহ। 

৪. নিয়মাবলী
    ক) কুরআন তেলাওয়াত পাঠাতে হবে।  খ) ছবিসহ বায়োডাটা পাঠাতে হবে হবে। 
    গ) শিক্ষিকার ক্ষেত্রে নিজ অভিভাবক/মাহরামের পরিচয় জানাতে হবে।

    ঘ) ১০০ টাকা ফি দিয়ে আবেদন ফরম পুরণ কর‍তে হবে। ইমামদের জন্য ফ্রী।
    ঙ) প্রশিক্ষণ একদম ফ্রি। 

৫. যেভাবে যুক্ত হবেন
    ক) অনলাইনের আবেদন ফরমের লিংকে গিয়ে আবেদন করতে হবে।

     খ) হোয়াটসঅ্যাপ এর মত কমচ্যাট নামে একটা এপস লিংক দেয়া থাকবে তা ইন্সটল করে বায়োডাটা ও    কুরআন তেলাওয়াত পাঠাতে হবে।

৬. নিচে লিংক সমূহ দেয়া হলোঃ
    আপনি যে সফটওয়্যারগুলোর মাধ্যমে অনলাইনে কুরআনের ক্লাস করবেন তার ডাউনলোড লিংক।

    ক) SQSF দ্বীনিয়াত সেন্টার ও স্মার্ট  লাইব্রেরী।       https://play.google.com/store/apps/details?id=com.sqsf.app

    খ) কমচ্যাট https://play.google.com/store/apps/details?id=com.ccp.comm

       আবেদন ফরমের লিংক   https://sqsf.org/Online_Admission.html

৭. বিস্তারিত জানতে পরিচয় দিয়ে ম্যাসেজ করুন 01764 444 731

     (কল না দিলে খুশি হবো)  www.sqsf.org

৮. ক্লাসের ডেমো দেখতে ক্লিক করুন  https://youtu.be/rLzjKuKodRA 

 

ক্লাস ম্যানুয়াল

SQSF দ্বীনিয়াত সেন্টার ও স্মার্ট লাইব্রেরী’। SQSF মানসিক রোগের কাউন্সেলিং সেন্টার। ‍SQSF-শিক্ষক ও শিক্ষিকা প্রশিক্ষণ কেন্দ্র সমূহের সংক্ষিপ্ত রুপরেখা

‘একজন কুরআনের শিক্ষক যেভাবে নিজেকে একদম শুরু থেকে প্রস্তুত করে তুলবেন?

১. সর্বোপ্রথম প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ারের ফোন নাম্বার 01764 444 731 নিজ মোবাইলে 

   ‘SQSF স্মার্ট লাইব্রেরী’ নাম দিয়ে সেভ করা। 

২. অনলাইনে পড়ানোর জন্য জরুরী দুটি সফটওয়্যার ইনস্টল করা।

     আপনাকে যে সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে তার লিংক সমূহঃ

     ক) সহীহ কুরআন শিক্ষা অ্যাপ   খ) কমচ্যাট  (অ্যাপস ইনস্টল করতে নামের উপর ক্লিক করুন)।

৩. কমচ্যাট/হোয়াটস্যাপ সফটওয়্যার ইনস্টল করার পর নিজ বায়োডাটা উক্ত কাস্টমার কেয়ারের নাম্বারে  01764 444 731 ছবিসহ পাঠাতে হবে।

৪. SQSF এর অনলাইন আবেদন ফরম পূরণ করা। লিংক/নিয়ম প্রথমে গুগলে গিয়ে যা লিখে সার্চ দিতে হবে  www.sqsf.org>Menu>Login>আবেদন ফরম>বিস্তারিত তথ্য দিয়ে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর প্রতিষ্ঠান কনফার্ম করলে আপনার রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে। আপনার সিমে ম্যাসেজে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠানো হবে। উক্ত আইডি ও পাওয়ার্ড দিয়ে লগিন করবেন।

৫. SQSF-স্মার্ট লাইব্রেরী ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র এর রেজিষ্ট্রেশন তথা নিজ একাউন্ট তৈরী করা।

৬. নিজ সেন্টার কোড ব্যবহার করে হোয়াটস্যাপ/কমচ্যাটে গ্রুপ তৈরী করা।

৭. উক্ত একাউন্ট গুলো কিভাবে ব্যবহার করবেন ও কিভাবে শিক্ষার্থী ব্যবস্থা করবেন এবং পড়াবেন

    তার প্রশিক্ষণ গ্রহণ করা।

৮. প্রশিক্ষণের তিনটি ধাপ থাকবে।

ক) প্রাথমিক প্রশিক্ষণ, যা আজ আপনাদের শিক্ষা দেওয়া হবে/হচ্ছে, ইনশাআল্লাহ।

     খ) বিস্তারিত প্রশিক্ষণ গ্রহণ করা। উক্ত প্রশিক্ষণের সংক্ষিপ্ত বিয়ষবলী, সয়মসূচী ও

         নিয়মবলী নিম্নে আলোচনা করা হলো

৯. প্রশিক্ষণ সময় সূচীঃ সকল প্রশিক্ষণ একদম ফ্রি, আলহামদুলিল্লাহ।

ক) প্রাথমিক সংক্ষিপ্ত প্রেজেন্টেশন ও প্রশিক্ষণঃ ১-৪ ঘন্টা যাবতকাল। খ) অনলাইনে সপ্তাহে তিন দিন তিন ঘন্টা।

গ) সময়ের ব্যাপ্তিকালঃ কম্পক্ষে তিন মাস প্রশিক্ষণ নিতে হবে।

ঘ) বারঃ প্রতি সোম, মঙ্গলবার, বুধবার ঙ) সময়ঃ রাত ৯.৩০-১০.৩০ পর্যন্ত।

চ) অফলাইনের স্পেশাল প্রশিক্ষণঃ আলোচনা সাপেক্ষে যে কোন শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত।

 

১০. প্রশিক্ষণের বিষয়বস্তুঃ

     ক) অনলাইন কি ও কেন?

     খ) কাদের দাওয়াত দিবেন? পৃথিবীতে মোট চার ধরণের লোক আছে। উক্ত ধরণ অনুযায়ী তাদেরকে   দাওয়াত দিতে হবে। যথা A.I.P.P

    (Action minded. Idea minded. Process minded. People minded.)

     এই চার ধরণের লোক বুঝে সু-সম্পর্ক তৈরী ও সম্পর্ক বজায় রাখতে পারার অন্যতম মেথড হিসেবে এটি বেশ সমাদৃত।

     গ) কি বলে দাওয়াত দিবেন? ঘ) কিভাবে দাওয়াত পৌছাবেন? ঙ) কিভাবে শিক্ষার্থীদেরকে আপনার   সেন্টারের সাথে যুক্ত করবেন? চ) প্রথম পযর্যায়ে কিভাবে পড়ানো শুরু করবেন? ছ) কোন কোন সময়ে পড়াবেন? জ) পড়ানোর জন্য আপনার পরিবেশ কেমন হবে? ঝ) পড়ানোর জন্য কি কি সরঞ্জাম প্রস্তুত রাখতে হবে? ঞ) কুরআন ও হাদীসের আলোকে বড়দের দিক নির্দেশনা অনুসরণ করে দাওয়াতে কাজ করতে হবে। ট) জাগতিক লাইনের জরুরী কর্মদক্ষতামূলক প্রশিক্ষণ ইত্যাদি এবং জাগতিক লাইনে ভালো অবস্থান তৈরীর জন্য দুনিয়ার লাইনে যারা বড়,

    তাদের দিক-নিদের্শনাও অনুসরণ করতে হবে। ঠ) একজন আদর্শ, জনপ্রিয় ও স্মার্ট শিক্ষকের ভূমিকা, গুণাবলী ও বৈশিষ্ট্যবলী, কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা।ড) শিক্ষক কিভাবে ইনকাম/বেতন আদায় করবে? তার বিস্তারিত আলোচনা?

১১. কিছু কমন প্রশ্নের উত্তর।

     ক) আমার স্মার্ট ফোন নাই। খ) আমি মোবাইল কম বুঝি। গ) আমি শিক্ষার্থী কিভাবে পাবো? ঘ) আমার      কুরআন শু্দ্ধ নেই। ঙ) আমার এলাকায় নেট পাওয়া যায় না। চ) আমি কিভাবে স্মার্ট লাইব্রেরীর অফলাইন শাখা  খুলতে পারবো এবং তাতে কি লাভ হবে? ছ) এই প্রশিক্ষণ নিলে আমার কি লাভ হবে? জ) আমি কিভাবে ইসলামীক ফাউন্ডেশনের বইসহ অন্যান্য বই-পুস্তক বিক্রি করবো এবং এতে আমার লাভ কি? ঝ) আমি অনলাইনে পড়াতে চাই না, এই প্রশিক্ষণ নিয়ে আমার কি লাভ হবে? ঞ) আমি মাদরাসা/স্কুল/কোচিং সেন্টার/মসজিদের মকতব/গণশিক্ষার মকতব/টিউশনিতে পড়াই, স্মার্ট লাইব্রেরী দিয়ে আমি কি করবো? ইত্যাদি।

 

১২. SQSF ফ্রী ও পেইড ভার্সন একাউন্ট এর বিস্তারিত তথ্যাবলী।

SQSF এর শর্তহীন ফ্রী ভার্সন

১.ফ্রী ডক্টর সার্ভিস (আজীবন একদম ফ্রী বা কমমূল্যে, ইনশাআল্লাহ)। ২. ফ্রী হোমিওপ্যাথিক পরামর্শ

৩. অনলাইনে  কুরআন শিক্ষার জন্য  শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ ফ্রী। ৪. কর্মসংস্থানমূলক বা উদ্দোক্তামূলক ফ্রি প্রশিক্ষণ। ৫. Sqsf দ্বীনিয়াত সেন্টার ও স্মার্ট লাইব্রেরী এর ফ্রী একাউন্ট ব্যবহার। ৬. SQSF টিচার্স ট্রেনিং সেন্টার এর ফ্রি একাউন্ট ব্যবহার।

১৩. SQSF এর শর্তযুক্ত ভার্সন , নিজ নামে রেজিষ্ট্রেশন করা। এই ভার্সনে স্মার্ট সফটওয়ার সংক্রান্ত সকল সার্ভিস আজীবন পাওয়া যাবে, ইনশাআল্লাহ। প্রতিষ্ঠানের সকল সার্ভিস পদ্ধতি ব্যবহারের সুযোগ।

১. Sqsf দ্বীনিয়াত সেন্টার ও স্মার্ট লাইব্রেরীর একাউন্ট নিজ নামে ব্যবহার।

২. SQSF টিচার্স ট্রেনিং সেন্টারের একাউন্ট নিজ নামে ব্যবহার।

৩. কর্মসংস্থান বাই ফ্যামিলি শপ লিমিটেড এর প্রশিক্ষণ ও একাউন্ট সার্ভিস

ইমামদের জন্য সকল প্রশিক্ষণ একদম ফ্রী

সৌজন্যে

ইমাম প্রশিক্ষণ একাডেমিইসলামীক ফাউন্ডেশন

 তাসহীহুল কুরআন (সহীহ কুরআনশিক্ষা ফাউন্ডেশন

01764 444 731 www.sqsf.org

Follow us @Facebook
Visitor Info
100
as on 14 Dec, 2024 04:07 PM
©EduTech-SoftwarePlanet