As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
সর্বশেষঃ |
ذٰلِكَ الۡكِتٰبُ لَا رَیۡبَ ۚۖۛ فِیۡهِ ۚۛ هُدًی لِّلۡمُتَّقِیۡنَ এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হিদায়াত। আল-কুরআন SQSF-কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার ও স্মার্ট লাইব্রেরী। `শরীরের সুস্থতার পাশাপাশি মনের সুস্থতাও শান্তির অন্যতম চাবিকাঠি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নৈতিক ও সামাজিক মূল্যবোধ শিক্ষার প্রতিষ্ঠান ‘SQSF-কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার ও স্মার্ট লাইব্রেরী’ এর পক্ষ থেকে আমাদের আগামী প্রজন্মের ছেলে মেয়েরা যেন নৈতিক ও সামাজিক মূল্যবোধের উপর এবং পিতা মাতার বাধ্যগত সন্তান হিসেবে গড়ে উঠে এবং অবাধ্যতাসহ মাদক ও কিশোরগ্যাংয়ের সাথে যেন জড়িয়ে না পড়ে এই বিষয়ে গণসচেতনতামূলক কাউন্সেলিং প্রোগ্রাম বাস্তবায়ণ করার ইচ্ছা পোষণ করেছি,আল হামদুলিল্লাহ। উক্ত প্রোগ্রামে আপনি স্বপরিবারে আমন্ত্রীত। আল্লাহ তায়ালা আমাদেরকে দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ দান করুন, আমিন। আমাদের জন্মের পর থেকে শরীরের সুস্থতার জন্য যেমন নিয়মিত ডাক্তারের পরামর্শ প্রয়োজন, ঠিক তেমনিভাবে আমাদের সন্তানদের জন্য মনের ডাক্তার তথা কাউন্সিলর প্রয়োজন। আমাদের সন্তানদের যেমন শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন, ঠিক তেমনিভাবে একটি কাউন্সেলিং সেন্টার প্রয়োজন। যেখানে তারা মন খুলে সব কথা বলবে এবং প্রয়োজনীয় সকল সমাধান গ্রহণ করে একজন আদর্শবান সন্তান হিসেবে নিজেকে গড়ে তুলবে, ইনশাআল্লাহ। এই কথা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো ততই আমাদের সন্তানদের কল্যাণ হবে, ইনশাআল্লাহ। ★আপনার সন্তান শিক্ষার্থীদের নিয়ে পড়াশোনা ও আচরণে যে সকল সমস্যা ফেস করছেন, তা আমাদের সাথে শেয়ার করুন। সম্পূর্ণভাবে প্রাইভেসি মেইনটেইন করে সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। ★সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য কাউন্সেলিং এর বিকল্প কিছু নেই। প্রথম শ্রেনী থেকেই কাউন্সেলিং শুরু করা উচিৎ। আমরা আপনার সন্তান-শিক্ষার্থীদের মনের ডাক্তার। আস-সালামু আলাইকুম। হে অতিথী আপনাকে ৬৫২টি থানার ৮৭১৯১টি গ্রামসহ বিশ্বব্যাপী নৈতিক ও সামাজিক মূল্যবোধ (তথা নিজের মধ্যে ন্যায়পরায়ণতা-সততা, ভালোবাসা ইত্যাদি ধারণ করা এবং জুলুম, অবিচার, দলীয়করণ, হিংসা, অহংকার ইত্যাদি পরিহার করা) শিক্ষার প্রতিষ্ঠান ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার এবং স্মার্ট শিক্ষক-অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্রে’ স্বাগতম। হিলফুল ফুযুল সংগঠনের স্মার্ট ভার্সন। স্কুল ও আলিয়া এবং কওমী সিলেবাসসহ ইসলামের পূর্ণাঙ্গ সিলেবাসের অপূর্ব সমন্বয়ে আগামী প্রজন্মকে ধর্ম ও কর্মে নৈতিক ও সামাজিক মূল্যবোধ তৈরীর মাধ্যমে সুস্থ ও নিরাপদ সমাজ এবং বৈষম্যহীন ও বেকারত্বমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলার অবিরাম চেষ্টা...আল্লাহ সহায় হোন, আমিন। ভিডিও লেকচার দেখতে ক্লিক করুন। যে সকল সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন? ১. সন্তান-শিক্ষার্থী পড়াশোনায় অমনোযোগী। 2. কথা শুনে না। 3. রেজাল্ট খুবই খারাপ। 4. মোবাইলে আসক্ত। 5. অতিরিক্ত জেদ। 6. স্কুল/মাদ্রাসায় যেতে চায় না, ইত্যাদি ইত্যাদি। ★ঠিকানাঃ ২৬ পূর্ব শেওড়া পাড়া। হাতিলের পিছনের বিল্ডিং এর ৩য় তলায়। ★ হোয়াটসঅ্যাপে সিরিয়াল নিতে পরিচয় দিয়ে ম্যাসেজ করুন #01764444731 যে শিক্ষা জীবনের জড়ত্ব ঘুচিয়ে আত্মাকে মার্জিত করে না তা প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার উদ্দেশ্য আত্মশক্তির উদ্বোধন। আমাদের শিক্ষা ব্যবস্থায় তা সম্ভব হচ্ছে না-বিশিষ্ট কবি মোঃ মুস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। |