ভর্তি তথ্য: প্রজেক্ট সম্পর্কে কিছু প্রশ্ন-উত্তর
প্রশ্নঃ একই সাথে একাধিক কোর্স করা যাবে?
উত্তরঃ জি না। একই সাথে একাধিক কোর্স করা যাবে না। একটা শেষ করে অন্যটি গ্রহণ করা যাবে।
প্রশ্নঃ সহীহ কুরআন শিক্ষা প্রজেক্টে কিভাবে যোগদান করতে পারবো?
উত্তরঃ হোয়াটসঅ্যাপে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে ম্যাসেজ করুন #0176 4444 731
এবং বিস্তারিত জানতে ভিজিট করুন www.sqsf.org
প্রশ্নঃ হোয়াটসঅ্যাপে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে ম্যাসেজ দিলে কি হবে?
উত্তরঃ আপনার নির্ধারিত কোর্সের গ্রুপে আপনাকে এড করে দেয়া হবে,
যেখান থেকে আপনি ক্লাস সংক্রান্ত সকল তথ্য পেয়ে থাকবেন।
প্রশ্নঃ ক্লাস রুটিন কোথায় পাওয়া যাবে?
উত্তরঃ ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রশ্নঃ ক্লাস কিভাবে হবে?
উত্তরঃ ভয়েস রেকর্ড ও জুম এর মাধ্যমে ক্লাস নেওয়া হয়ে থাকে।
প্রশ্নঃ সহীহ কুরআন শিক্ষা প্রজেক্টে যোগদান করতে কি কোন ফি দিতে হবে?
উত্তরঃ জি না। তবে প্রজেক্টের অন্যান্য সার্ভিস যেমন স্বাস্থসেবা, সূলভ মূল্যে মেডিসিন ও অর্গানিক পণ্য ইত্যাদি নিতে আইডি কার্ড লাগবে, সেক্ষেত্রে আইডি কার্ড বাবদ ১০০/- দিতে হবে।
প্রশ্নঃ সহীহ কুরআন শিক্ষা প্রজেক্টে আমি অর্থ দিয়ে কুরআনের সহযোগিতা করতে চাই, সুযোগ আছে কি?
উত্তরঃ ১০০/- থেকে শুরু করে দৈনিক/সাপ্তাহিক/মাসিক যে কোন পরিমাণ দিয়ে আপনি দাতা সদস্য হতে পারবেন।
প্রশ্নঃ সহীহ কুরআন শিক্ষা প্রজেক্টে আমি সময় ও শ্রম দিয়ে কুরআনের সহযোগিতা করতে চাই, সুযোগ আছে কি?
উত্তরঃ জি হ্যা। আপনি প্রজেক্টের সেচ্ছাসেবক হিসেবে যোগদান করে নিয়মিত উক্ত প্রজেক্টের সকল সেবা ও খেদতম মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারবেন।
প্রশ্নঃ সহীহ কুরআন শিক্ষা প্রজেক্টে চাকরি তথা কর্মসংস্থানের সুযোগ আছে কি? তা কিভাবে?
উত্তরঃ জি হ্যা। প্রজেক্টের সাথে সম্পর্কীত যে কোন প্রজেক্টে আপনার যোগ্যতা অনুযায়ী চাকরী ও কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে।