শিক্ষার্থী হয়ে আপনিও কুরআনের সাহায্যকারী হতে পারেন As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
শিক্ষার্থী হয়ে আপনিও কুরআনের সাহায্যকারী হতে পারেন

শিক্ষার্থী হয়েও আপনি কুরআনের সাহায্যকারী হতে পারেন

প্রজেক্টের নামঃ সহীহ কুরআন শিক্ষা ফাউন্ডেশন তথা

  • প্রাথমিক পর্যায়ে শুদ্ধভাবে উচ্চারণ করে কুরআন দেখে ও নামাজে মুখস্ত পড়ার যোগ্যতা অর্জন করার লক্ষে যথা সম্ভব চেষ্টা-ফিকির করা। 
  • ২য় পর্যায়ে প্রাথমিক ফরজ ইলম শিক্ষা করা।
  • ৩য় পর্যায়ে কুরআনের অর্থ বুঝে পড়ার যোগ্যতা অর্জন করার চেষ্টা-ফিকির করা।
  • ৪র্থ পর্যায়ে উক্ত সংস্থাটি কুরআন শিক্ষার পাশাপাশি কুরআনের শিক্ষার্থীদেরকে বিভিন্ন সেবা ও কর্মমূখী শিক্ষা প্রদান করবে, ইনশাআল্লাহ

প্রজেক্টের উদ্দ্যেশ্যঃ আমরা সকলেই যেন দুনিয়া ও আখিরাতে আল্লাহর সাহায্য পেতে পারি এবং উভয় জাহানের সার্বিক কল্যান লাভ করতে পারি।

মহান রব্বুল আলামীন বলেনঃ

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تَنۡصُرُوا اللّٰہَ یَنۡصُرۡکُمۡ  وَ  یُثَبِّتۡ  اَقۡدَامَکُمۡ ﴿۷

 

হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য কর তবে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থানকে সুদৃঢ় করে দেবেন।

আল্লাহকে সাহায্য করার অর্থ, আল্লাহর দ্বীনের সাহায্য করা। আর দ্বীনের সাহায্য হলো

ক. নিজে দ্বীন শিক্ষা লাভ করা।

খ. অন্যকে দ্বীন শিক্ষা দেওয়া।

গ. দ্বীন শিখতে ও শিক্ষা দিতে যাবতীয় উপায়-উপকরণে নিজ জান-মাল খরচ করা।

এই তিনটি কাজ যিনি করলেন, কেমনই যেন তিনি সরাসরী আল্লাহকে সাহায্য করলেন। আর কেই যদি আল্লাহকে সাহায্য করে তবে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে অবশ্যই সরাসরি সাহায্য করবেন, এটা মহান রব্বুল আলামীনের ওয়াদা।

 

এক কথায় আল্লাহ তায়ালা উপায়-উপকরণ অনুযায়ী তাঁর দ্বীনের সাহায্য তাঁর মুমিন বান্দাদের দ্বারাই করেন এই মুমিন বান্দারা আল্লাহর দ্বীনের সংরক্ষণ ও তার দাওয়াত-তাবলীগের কাজ করেন তাই তিনি তাঁদের পৃষ্ঠপোষকতা করেন

(اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ * خَلَقَ الإنْسَانَ مِنْ عَلَقٍ * اقْرَأْ وَرَبُّكَ الأكْرَمُ * الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ * عَلَّمَ الإنْسَانَ مَا لَمْ يَعْلَمْ) (العلق/ 1-5).

(পড়ুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত ​​থেকে। তিলাওয়াত করুন এবং আপনার পালনকর্তা সর্বশ্রেষ্ঠ দয়াময়। যিনি শব্দ শিক্ষা দিয়েছেন।)

ما أروع الكلمة التي أطلقها رسول الله (ص): "إنّما بعثت معلماً".. إنّه التكريم للعلم والعلماء، وللذين يقومون بدور التعليم.. فإنّه يسمّي النبي معلماً.. وبذا ينقل مهام النبوة إلى الإنسان المعلم.. إلى العالم والداعية إلى الله سبحانه، وحامل العلم والوعي والثقافة الهادية.. إنها الكلمة المضيئة في عالم الظلام، والنبراس الهادي في متاهات الجهل، يريد للإنسان المسلم أن يكون عالماً قبل أن يكون عابداً.. يفضل له الاشتغال بالعلم على العبادة، بل العالم هو الهادي إلى طريق الخير والعبادة ومعرفة الله سبحانه.

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কী চমৎকার বাণী দিয়েছেন: “আমাকে একজন শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে।” এটা বিজ্ঞান ও পণ্ডিতদের জন্য এবং যারা শিক্ষার ভূমিকা পালন করে তাদের প্রতি শ্রদ্ধা।

নবী একজন শিক্ষক। এইভাবে, তিনি ভবিষ্যদ্বাণীর মিশনগুলি মানুষের কাছে স্থানান্তরিত করেন এবং সর্বশক্তিমান আল্লাহর দিকে আহ্বানকারী এবং জ্ঞান, সচেতনতা এবং পথপ্রদর্শক সংস্কৃতির বাহক। এটি একটি উজ্জ্বল শব্দ। অন্ধকারের জগতে, এবং জাহেলিয়াতের গোলকধাঁধায় পথপ্রদর্শক। আলেম বনাম শিক্ষক হল পথপ্রদর্শক।

আল্লাহ আরও বলেন

 

 اِنَّ اللّٰهَ اشۡتَرٰی مِنَ الۡمُؤۡمِنِیۡنَ اَنۡفُسَهُمۡ وَ اَمۡوَالَهُمۡ بِاَنَّ لَهُمُ الۡجَنَّۃَ ؕ

 

নিশ্চয় আল্লাহ মুমিনদের থেকে জান্নাতের বিনিময়ে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন তারা

wbðq Avjøvn gywgb‡`i †_‡K Rvbœv‡Zi wewbg‡q Zv‡`i Rvb I gvj µq K‡i wb‡q‡Qb|

 

তোমাদের মধ্যে এমন কিছু লোক তো অবশ্যই থাকা উচিত, যারা মানুষকে নেকি ও কল্যাণের দিকে ডাকবে, সৎকাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে যারা এমন কাজ করবে, তারাই সফলকাম হবে’ (সূরা আলে ইমরানঃ১০৪)

 

عنْ عَبدِ اللهِ بنِ عَمرٍو رضِيَ اللهُ عَنْهُما قالَ: قالَ رَسولُ اللهِ صلى الله عليه وسلم: «بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً، وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلَا حَرَجَ، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ» رَواهُ البُخارِيُّ[1].
 

আব্দুল্লাহ ইবনে আমর রা. থেকে বর্ণিত, রাসূল (সা.) বলেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও প্রচার করো।’ (বুখারীঃ৩৪৬১)

 

عن أنس بن مالكٍ رضي الله عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:  (طلبُ العلم فريضةٌ على كل مسلمٍ)  رواه ابن ماجه (224)

 

মহানবী (সা.) আরও বলেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ। রওয়াহ ইবনে মাজাহ-২২৪।

 

এতএব ইসলামে দ্বীনি ইলম অর্জনের গুরুত্ব অপরিসীম। ইসলামী জীবনাদর্শের ভিত্তি হলো দ্বীনি ইলম অর্জন করে তার দাওয়াত দেওয়া| এর মধ্যে অন্যতম ইবাদাত হলো নামাজ। আর নামাজ শুদ্ধ হওয়ার পূর্ব অন্যতম শর্ত হলো ক্বেরাত শুদ্ধ করে পড়া।

সুতারাং আমরা প্রতিটি মুসলিম ভাই-বোনদের নামাজ শুদ্ধ করার লক্ষ্যে কুরআনকে শুদ্ধ উচ্চারণে পড়ার কার্যক্রমকে ফরজ ও দাওয়াতকে জরুরী মনে করি।

আর এই সহীহ করে কুরআন শিক্ষার দাওয়াতের মাধ্যমে আমরা (আন-নাজাত মাদরাসা ও এতিমখানা ও অন্যান্য আলেম ওলামাগণ) মুসলিম ভাই-বোনদের নামাজ শুদ্ধ করার লক্ষ্যে কুরআনকে শুদ্ধ উচ্চারণে দেখে ও মুখস্ত করে পড়ার যোগ্যতা তৈরীর লক্ষ্যে সহীহ কুরআন শিক্ষা ফাউন্ডেশন গঠন করেছি এবং এর অধিনে কুরআন শিক্ষার উন্মুক্ত প্ল্যাটফর্ম  তৈরী করেছি। পাশাপাশি অনেক সামর্থবান মুসলিম ভাই-বোনগণ তাদের জান-মাল খরচ করে এই খেদমতকে সকলের নিকট পৈাছে দেওয়ার জন্য আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আল্লাহ তায়ালা আমাদের সকলের এই খেদমতকে কবুল করুন, আমিন।

 

আয়োজন ও বাস্তবায়নে-সহীহ কুরআন শিক্ষা ফাউন্ডেশন এর সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও মুসলিম ভাই-বোন

 

 

Follow us @Facebook
Visitor Info
100
as on 14 Dec, 2024 03:55 AM
©EduTech-SoftwarePlanet