মাদানী নেসাব একটি যুগোপোযগী সাত বছর মেয়াদি আলিম কোর্স। আলিম হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আরবী ভাষা জানা। আমরা জানি, কুরআন-হাদীসের সমস্ত কিছু আরবীতে। সুতরাং যে যত আরবী জানবে, তার ইলম অর্জন তত সহজ হবে।
মাদানী নেসাবের বৈশিষ্ট্য এখানেই। এখানে স্বল্প সময়ে, সামান্য কিছু কিতাবের মাধ্যমে সবচেয়ে সহজতম পন্থায় আরবী শিখা যায়। এই সিস্টেমের প্রবর্তক মাওলানা আবু তাহের মিসবাহ সাহেবকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুন।
মাদানী নেসাবের সিলাবাস
প্রথম বর্ষঃ
১. | |
২. | |
এসো আরবী শিখি | |
মিজান ও মুনশাইব | |
সাফওয়াতুল মাসাদির | |
এসো সরফ শিখি |
দ্বিতীয় বর্ষঃ
১ | |
তৃতীয় বর্ষঃ
১ | |
এসো বালাগাত শিখি | |
প্রথম বর্ষঃ |
দ্বিতীয় বর্ষঃ |
তৃতীয় বর্ষঃ |
চতুর্থ বর্ষঃ |
পঞ্চম বর্ষঃ |
ষষ্ঠ বর্ষঃ |
সপ্তম বর্ষঃ |
|
নিজ দায়িত্বে খোজ নিয়ে ভর্তি হতে হবে। আমরা তাদের সাথে যুক্ত নই। এসো আরবী শিখি এর মত ইংলিশ বুক দেখতে এখানে ক্লিক করুন। এক বছরেই প্রতিটি ছাত্র শিখবে আরবি ও ইংরেজি! ঢাকায় মাদরাসা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে মাদানী নেসাব আমি আল্লাহর উপর ভরসা করে বলতে পারি আমাদের এই পদ্ধতিতে পড়ে অন্যান্য মাদরাসায় ১সাপ্তায় যা পড়বে আমাদের ছাত্ররা এক'দিনে তারচেও অনেক অনেক বেশী পড়বে এবং ভালো ছাত্ররা অনেক ভালো হবে এবং অল্প মেধাবীর ছাত্ররাও ভালো ছাত্রের কাতারে চলে আসবে ৷ ইনশাল্লাহ অনুরুপ ইংরেজিতেও প্রথম বর্ষে সীমিত কোটায় ভর্তি চলছে ৷ দ্রুত যোগাযোগ করে আপনার ভর্তি কনফার্ম করে নিন ৷ যোগাযোগ– 01814-063176 যারা জেনারেল ও মাদ্রাসা শিক্ষার সমন্বয়ে মাদানী নেসাব মাদ্রাসা খোঁজছেন তাদের জন্য এই মাদরাসাটি হবে বেস্ট ৷ কারণ এখানের আরবী ও ইংরেজি পাঠদান পদ্ধতি এক এবং এ-দুটি বিষয় একজন উস্তাযেই পড়াবেন এবং উক্ত উস্তাযই সকল ছাত্রদেরকে সর্বদা মনিটরিং করবেন ৷ নিচের লিংকে ভিডিয়োতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, ভিডিয়োটি দেখলে অনেক উপকার হবে https://fb.watch/r5mvYzYZap/?mibextid=Nif5oz আরো যে যে কারণে অনন্য এবং আমাদের পাঠদান পদ্ধতি - ইনশাল্লাহ! আমাদের পাঠদান পদ্ধতি হবে সর্ব স্তরের ছাত্রদের জন্য পান্তাভাতের ন্যায় ৷ যেহেতু এসো আরবী শিখি কিতাবের মূল মূল পয়েন্টগুলো ব্যানারে প্রিন্ট করে ক্লাশ রুমে সাজিয়ে রাখা হবে ৷ আরবী ও ইংরেজি ভাষার মূল মূল পয়েন্টগুলো কী কী? নীচের ছবিগুলো একটু লক্ষ্য করলে সহজে বুঝতে পারবেন - প্রথমে ইংরেজিটা বলি যেন সবার জন্য বুঝা সহজ হয় ৷ যে কোন একটি শব্দ দ্বারা নিম্নের ৬টি বাক্যাংশ হয় - ১ নং ছবিতে সেটিই বুঝানো হয়েছে ৷ দ্বিতীয়ত প্রতিটি বাক্যাংশ দ্বারা ৪ রকমের পূর্ণ বাক্য হয় - ২ নং ছবিতে সেটিই বুঝানো হয়েছে ৷ এ ছকটি যেন প্রতিটি ছাত্রের যেহেনে থাকে সে জন্যে এ ৪টি ছবি ক্লাশ রুমে সর্বদা দেয়ালের সাথে লাগানো থাকবে ৷ দ্বিতীয় ও তৃতীয় খন্ডে একই পদ্ধতি অবলম্বন করা হবে ইনশাল্লাহ ৷ এ-পদ্ধতির উপকারিতা কী? এ -পদ্ধতিতে শিখালে খুব অল্প সময়ে যে কেহ অনেক সহজে আরবী ও ইংরেজি শিখতে পারবে ৷ ইনশাল্লাহ (এসো আরবী শিখি কিতাবের দ্বিতীয় ও তৃতীয় খন্ডে একই পদ্ধতি অনুসরণ করে পাঠদান দেওয়া হবে ৷ ইনশাল্লাহ) এ-পদ্ধতি অবলম্বন করে আমি গত দুই বছর যাবৎ পড়িয়েছি এবং আমার লেখা ইংরেজি বইটিও এ-পদ্ধতিতে লেখেছি, চাইলে আপনি আমার লেখা ইংরেজি বইটি দেখতে পারেন যে উক্ত পদ্ধতিটি কত ফলপ্রসূ ৷ আমাদের অভজ্ঞতা - আলহামদুলিল্লাহ! এসো আরবী শিখি কিতাবটি দীর্ঘ সাত বছর পাঠদান ও আরবী ও ইংরেজি সংক্রান্ত পসিদ্ধ একাধিক কিতাব রচনার পর আমরা নিয়ে এসেছি আরবী ও ইংরেজি শিখানোর কার্যকারী অতি সহজ কিছু কৌশল ৷ আলহামদুলিল্লাহ 2023 সালে মাদানী নেসাবে ১ম বর্ষের কেন্দ্রিয় পরীক্ষায় আমার হাত ধরে ছোট ছোট ছাত্ররা ৬ষ্ঠ, ৭ম, ৯ম, ও ১১তম দু'জন ১৬তম স্থান অর্জন করেছে ৷ উস্তায কতজন? - মাদরাসাতুল মাদীনা ও বাইতুস সালামের ফারেগ ৪ বছর ও ৫ বছর পড়ানোর অভিজ্ঞতা সম্পূর্ণ আরো ৩জন শিক্ষক থাকবেন ৷ কোন বর্ষ পর্যন্ত? - আলহামদুলিল্লাহ! এ বছর ১ম ও ২য় এবং ৩য় বর্ষ পর্যন্ত চালু আছে এবং তিন বিভাগেই ভর্তি চলমান ৷ পর্যায়ক্রমে দাওরায়ে হাদীস তথা সপ্তম বর্ষ পর্যন্ত চালু করা হবে ৷ ইনশাল্লাহ তিন বেলা মানসম্মত খাবার দেওয়া হবে ৷ যোগাযোগ করুন 01814063176 নগদ + বিকাশ পার্সোনাল জামিয়াতুর রাসূল সা.। শামীমবাগ কালভার্ট, মাতুয়াইল শিশু হাসাপাতাল রোড, ঢাকা। |