SQSF-দ্বীনিয়াত মুয়াল্লিম ও মুয়াল্লিমা প্রশিক্ষণ কেন্দ্র: 01764 444 731 Sqsf Deeniyat Teacher`S Training Centre আস-সালামু আলাইকুম। SQSF-কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরী (আত্নশুদ্ধির সফটওয়্যার)।
SQSF-দ্বীনিয়াত মুয়াল্লিম ও মুয়াল্লিমা প্রশিক্ষণ কেন্দ্র।

SQSF-দ্বীনিয়াত মুয়াল্লিম ও মুয়াল্লিমা প্রশিক্ষণ কেন্দ্র: 01764 444 731 *ফেসবুক পেইজ লিংক

সুপ্রিয় ভাই-বোন ! আমাদের প্রশিক্ষণ ও সার্ভিস সম্পর্কে জানতে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে

আপনাকে যে সফটওয়্যারগুলো ইনস্টল করতে হবে তার লিংক সমূহঃ

ক) সহীহ কুরআন শিক্ষা অ্যাপ   খ) কমচ্যাট (এপস ইনস্টল করতে উপর ক্লিক করুন)।

ক্লাস দেখতে প্রতিদিন সকাল/বিকাল পুরুষ শাখা রাত ১০ টায় এবং

মহিলা শাখায়  কমচ্যাট/হোয়াটস্যাপে 01764 444 731 যোগাযোগ করুন।

বিশ্বব্যাপী প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষককে SQSF-দ্বীনিয়াত সেন্টার ও স্মার্ট লাইব্রেরী এবং মানসিক রোগের কাউন্সেলিং সেন্টারের সাথে ‍যুক্ত করাই আমাদের অন্যতম লক্ষ উদ্দেশ্য, আল্লাহ সহায় হোন, আমিন। বিস্তারিত জানতে মনোযোগ দিয়ে পড়ুন।

প্রশিক্ষণের সময় সুচী প্রতি সোম, মঙ্গল, বুধবার রাত ৯.৩০-১০.৩০টা, ইনশা আল্লাহ।

অনলাইনে পড়ানোর শিক্ষক ও শিক্ষিকা আবশ্যক 

প্রতিষ্ঠানের নামঃ SQSF দ্বীনিয়াত সেন্টার ও স্মার্ট লাইব্রেরী। www.sqsf.org

 এটি একটি অনলাইনে কুরআন শিক্ষার সেন্টার। আমাদের সাথে প্রায় ১ লক্ষ ১৪ হাজার অভিভাবক ও শিক্ষার্থী যুক্ত আছে। এমেরিকা, সুইডেন, সিংগাপুর সহ বিশ্বব্যাপী শিক্ষার্থী আছে আলহামদুলিল্লাহ। মেয়ে শিক্ষার্থীদের জন্য আমাদের প্রচুর শিক্ষিকা আবশ্যক। আমরা ১০০ শিক্ষিকাদেরকে ফ্রি প্রশিক্ষণ দিয়ে পড়ানোর জন্য প্রস্তত করতে চাই। 

শর্ত
১. কুরআন শুদ্ধ থাকতে হবে।
২. নুরানি মুয়াল্লিম প্রশিক্ষণ থাকলে ভালো।
৩. হাফেজা হলে অগ্রাধিকার। 
৪. স্মার্ট ফোন/ট্যাব/লেপটপ/ডেক্সটপ কম্পিউটার থাকতে হবে। যে কোন একটি থাকলে চলবে।

সুবিধা 
১. প্রশিক্ষণ দিয়ে সার্টিফিকেট অর্জন করলে ৬ মাসের মধ্যে অনলাইনে কুরআন পড়িয়ে ৫-৫০০০০/- টাকা পর্যন্ত হাদিয়ার ব্যবস্থা হবে, ইনশাআল্লাহ। 
২. নিজ ঘরে বসে পড়াবেন। কোথাও যেতে হবে না।

প্রশিক্ষণের শিডিউল 
১.প্রতি সপ্তাহে ৩ দিন ৩ ঘন্টা অনলাইনে ক্লাস। পুরুষ ও মহিলা পৃথক ক্লাস হবে।
২. তিন মাস ধারাবাহিকভাবে চলবে। 
৩. পরীক্ষা হবে ও সার্টিফিকেট দেওয়া হবে, ইনশাআল্লাহ। 
৪. সার্টিফিকেট এর মান অনুযায়ী সহায়তা করা হবে, ইনশাআল্লাহ। 

নিয়মাবলী
১. কুরআন তেলাওয়াত পাঠাতে হবে। 
২. বায়োডাটা পাঠাতে হবে হবে। 
৩. শিক্ষিকার ক্ষেত্রে নিজ অভিভাবক/মাহরামের পরিচয় জানাতে হবে।
৪. ১০০ টাকা ফি দিয়ে আবেদন ফরম পুরণ কর‍তে হবে।
৫. প্রশিক্ষণ একদম ফ্রি। 

যেভাবে যুক্ত হবেন
১. অনলাইনের আবেদন ফরমের লিংকে গিয়ে আবেদন করতে হবে।
২. হোয়াটসঅ্যাপ এর মত কমচ্যাট নামে একটা এপস লিংক দেয়া থাকবে তা ইন্সটল করে বায়োডাটা ও কুরআন তেলাওয়াত পাঠাতে হবে।

নিচে লিংক সমূহ দেয়া হলোঃ
আপনি যে সফটওয়্যারগুলোর মাধ্যমে অনলাইনে কুরআনের ক্লাস করবেন তার ডাউনলোড লিংক।

১. SQSF দ্বীনিয়াত সেন্টার ও স্মার্ট লাইব্রেরী।   https://play.google.com/store/apps/details?id=com.sqsf.app

২.  কমচ্যাট  https://play.google.com/store/apps/details?id=com.ccp.comm

আবেদন ফরমের লিংক   https://sqsf.org/Online_Admission.html

বিস্তারিত জানতে পরিচয় দিয়ে ম্যাসেজ করুন 01764 444 731 (কল না দিলে খুশি হবো)  www.sqsf.org

ক্লাসের ডেমো দেখতে ক্লিক করুন  https://youtu.be/rLzjKuKodRA 

'SQSF=তাসহীহুল কুরআন (সহীহ কুরআন) শিক্ষা ফাউন্ডেশন কি ও কেন বিস্তারিত জানতে নিচের লিংক গুলোতে ক্লিক করুন।

ক. তাসহীহুল কুরআন শিক্ষা ফাউন্ডেশন কি ও কেন?
খ. 'SQSF-দ্বীনিয়াত সেন্টার' পরিচিতি
গ. 'SQSF-দ্বীনিয়াত সেন্টার' এর লিফলেট
ঘ. 'SQSF-স্বাস্থ্যসেবা প্রজেক্ট' কি ও কেন? পরিচিতি
ঙ. Sqsf Home Tutor Center_প্রাইভেট শিক্ষক ও শিক্ষিকা সেন্টার
চ.‘SQSF-দ্বীনিয়াত মুয়াল্লিম ও মুয়াল্লিমা প্রশিক্ষণ কেন্দ্র’ কি ও কেন? পরিচিতি
ছ. প্রাথমিকভাবে কার্যক্রম বুঝার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। দেখতে এখানে ক্লিক করুন
জ. বাংলাদেশের ৬৪টি জেলায় SQSF। নিজ জেলায় যোগদান করতে এখানে ক্লিক করুন। কাজ চলমান...
ঝ. সমাজ সেবায় ভুমিকরা রাখতে হলে আগে ভালো মানুষ হতে হবে। নিকৃষ্ট মানুষ কারা? আগে জানতে হবে।
ঞ. ইসলামের প্রচার-প্রসার ও প্রযুক্তির ব্যবহার
ট. রক্তের গ্রুপিং, রক্তদান ও রক্তদাতাদের তালিকা প্রণয়ন কর্মসূচি। 
ঠ. কওমী মাদরাসা ভিত্তিক রক্তদান কর্মসূচী
ড. কিভাবে ডাক্তারের সাথে কথা বলবেন? দেখতে এখানে ক্লিক করুন।

ঢ. প্রশিক্ষণ সংক্রান্ত ওলামায়ে কেরামদের অনূভুতি দেখতে এখানে ক্লিক করুন। 

       ক) মাওলানা মীর ইদরীস দা.বা. বয়ান করছেন। শিক্ষার্থীরা অনুভূতি শেয়ার করছে।  খ) SQSF প্রশিক্ষণ কর্মশালা নিয়ে অনুভূতি। হাটহাজারী চট্টগ্রাম।

       গ) SQSF_দ্বীনিয়াত সেন্টার এর শিক্ষক প্রশিক্ষণ চলছে।

কোর্স ফি প্রযোজ্য

প্যাকেজ ক) (ভর্তি ফরম-১০০/-, কোর্স ফি ২৫০০/-)। প্রশিক্ষণ অনলাইনে হবে। মাসিক বেতন আপাতত মওকুফ।

প্যাকেজ খ) (ভর্তি ফরম-১০০/-, ভর্তি ফি ১০০০/- মাসিক বেতন ২০০/-

 ভর্তি কনফার্ম করতে নগদ/বিকাশেঃ 01764 444 731,   ফি সেন্ড মানি করে নিচের লিংকে গিয়ে ফরম পূরণ করে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করুন।

ফরমের লিংক পেতে এখানে ক্লিক করুন।

ফরমের ১ম লাইনে Sahih Quran Shikkha Foundation সিলেক্ট করুন।

             ২য় লাইনে ‘১২ নং ‍Sqsf-দ্বীনিয়াত মুয়াল্লিম প্রশিক্ষণ সেন্টার’ সিলেক্ট করুন। এরপর নাম লিখে বাকী তথ্য দিয়ে ফরম পূরণ করে সাবমিট অপশনে চাপ দিন।

 

ভর্তি ফি পরিশোধ করুনঃ নগদ: বিকাশ:01764 444 731 (Personal),  

ব্যাংক_হিসাব_নং 0431010001944
Annajat Hifjul Quran Balok o Balika Madrasha
Union Bank Ltd. Mirpur-10, Dhaka,Bangladesh

 

'SQSF-তাসহীহুল কুরআন শিক্ষা ফাউন্ডেশন কি ও কেন বিস্তারিত জানতে নিচের লিংক গুলোতে ক্লিক করুন।

ক. তাসহীহুল কুরআন শিক্ষা ফাউন্ডেশন কি ও কেন?
খ. 'SQSF-দ্বীনিয়াত সেন্টার' পরিচিতি
গ. 'SQSF-দ্বীনিয়াত সেন্টার' এর লিফলেট
ঘ. 'SQSF-স্বাস্থ্যসেবা প্রজেক্ট' কি ও কেন? পরিচিতি
ঙ. Sqsf Home Tutor Center_প্রাইভেট শিক্ষক ও শিক্ষিকা সেন্টার
চ.‘SQSF-দ্বীনিয়াত মুয়াল্লিম ও মুয়াল্লিমা প্রশিক্ষণ কেন্দ্র’ কি ও কেন? পরিচিতি
ছ. প্রাথমিকভাবে কার্যক্রম বুঝার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। দেখতে এখানে ক্লিক করুন
 

 

Follow us @Facebook
Visitor Info
100
as on 18 Jul, 2025 11:03 PM
©EduTech-SoftwarePlanet