As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
ইমাম ও খতিবদের জন্য SQSF স্মার্ট ইমাম ও খতিব প্রশিক্ষণ কেন্দ্র
SQSF-Smart Imam and Khatib Training Center for Imams and Khatibs
SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার
(ইমামতি আসলে আজব এক চাকুরী! অধিকাংশ মসজিদের বাস্তব চিত্র তুলে ধরলেন ভাইটি। আমরা তাকে চিনি না। ফেসবুক থেকে সংগৃহীত)
বহির্বিশ্বে প্রায় দেড় কোটি বাংলাদেশের বাঙ্গালী প্রবাসী বসবাস করে, পাশাপাশি ভারতেরও বাঙ্গালী প্রবাসী ছড়িয়ে আছে সারা বিশ্বে। তারাও কুরআন শিখে। পাকিস্তান ভারত ও মিশরের আলেমসমাজ তাদেরকে পড়ায়। বাঙ্গালী প্রবাসীগণ চায় তারা ও তাদের ছেলে মেয়েকে বাঙ্গালী আলেমগণ পড়াক। ঠিক এই জায়গায় ‘SQSF-স্মার্ট শিক্ষক (ইমাম-খতিব) প্রশিক্ষণ কেন্দ্র’ কাজ করছে, আলহামদুলিল্লাহ। এতে করে দেশে বিদেশি মুদ্রা আসায় দেশের লাভ হবে। অন্যদিকে ইমাম-খতিব সাহেবানগণ মসজিদ কর্তৃক সামান্য বেতনের পাশাপাশি অতিরিক্ত ইনকাম হওয়ায় তাদের পারিবারিক জীবন পরিচালনায় অনেকটা সহজ হবে, ইনশাআল্লাহ। আমরা খুব সহজে ইমাম-খতিবদের কাছ আজীবন আন্তরিক দোয়া পেয়ে যাব, ইনশাআল্লাহ। আমাদের বাঙ্গালী আলেমসমাজের মাধ্যমে খুব সহজে বহির্বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে পড়বে, ইনশাআল্লাহ। আমরা এই প্রজেক্টটি বাস্তবায়ন করতে চাই। এক্ষেত্রে আপনার সকল ধরনের পরামর্শ ও সহায়তা কামনা করছি। এ ইমামগণ যত শিক্ষার্থীদেরকে পড়াবেন ও যত ক্লাস করবেন এবং যত গুলো স্মার্ট মক্তব চালু করবেন, আমরা সকল ক্ষেত্রেই সাদকায়ে জারিয়া হিসেবে সাওয়াব পাব, ইনশাআল্লাহ। আমাদের মতে কোটি টাকা খরচ করেও এত সাওয়াব পাওয়ার রাস্তা পাওয়া বা বানানো মুশকিল। |
SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার ব্যবহার করে নিজ নিজ মসজিদে একটি করে SQSF স্মার্ট মকবত বাস্তবায়ন করতে পারবেন, যেখানে মুসল্লীদেরকে কম্পক্ষে নামাজের জন্য স্মার্টভাবে ৫টি সূরা বিশুদ্ধকরে শিখিয়ে তাদের ক্বেরাত শুদ্ধকরে নামাজকে শুদ্ধ করার ব্যবস্থা করতে পারছেন, ইনশাআল্লাহ। |
SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার ব্যবহার করে মসজিদ ভিত্তিক সকালের মকতবকে স্মার্ট মকতবে রুপান্তর করতে পারছেন। |
SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার ব্যবহার করে স্কুলমূথী শিক্ষার্থী ও বয়স্ক মুসল্লীদের সময় অনুযায়ী অফলাইন ও অনলাইনে একাধিক ব্যাচ করে ইসলামের প্রাথমিক ও ফরজী ইলমের শিক্ষার ব্যবস্থা করে মসজিদের নববীর মত জিন্দা মসজিদ বাস্তবায়ণ করতে পারছেন। |
SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার এর রুপরেখায় অফলাইনের স্মার্ট লাইব্রেরী বাস্তবায়ণ এবং ইসলামীক বই বিক্রির ব্যবস্থা করতে পারছেন |
মুফতি মোঃ আরিফুল ইসলাম।
★সিনিয়র ধর্মীয় শিক্ষক, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ব্রাঞ্চ-৩, দিবা। শেওড়াপাড়া, কাফরুল, ঢাকা।
★প্রধান এডমিন, SQSF স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার।
তাসহীহুল (সহীহ) কুরআন শিক্ষা ফাউন্ডেশন। sqsf.org
★প্রধান প্রশিক্ষক, SQSF স্মার্ট শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ কেন্দ্র। Sqsf.org
★প্রতিষ্ঠাতা পরিচালক, SmartMadrasaOschool.org কামিন সুন
প্রধান এডমিন, Familyshopltd.com
প্রযুক্তি আগুনের মত। হয়ত আপনাকে সেবা দিবে নতুবা ধ্বংস করবে। সচেতন ভাবে সেবা নেওয়াই বুদ্ধিমানের কাজ।