ফ্রি সেমিনার। স্মার্ট শিক্ষক, স্কুল ও মাদরাসা বিষয়ক।​ Free seminars on smart teachers, schools and madrasah As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
ফ্রি সেমিনার। স্মার্ট শিক্ষক, স্কুল ও মাদরাসা বিষয়ক

স্মার্ট শিক্ষক, স্কুল ও মাদরাসা বিষয়ক ফ্রি সেমিনার​

Free seminars on smart teachers, schools and madrasah.

আলোচ্য বিষয়ঃ
১. প্রযুক্তির এই যুগে কিভাবে আমরা শিক্ষার্থীর আদব-কায়দা, জ্ঞান ও দক্ষতায় যোগ্য করে তুলতে পারি?
২.শিক্ষার্থী দিন দিন আদব-কায়দা হারিয়ে ফেলছে, পড়াশোনায় চরম অমনোযোগী, শাসন করলে উল্টো প্রতিক্রিয়া দেখায়, শিক্ষার্থী ক্লাসে পড়ে না। করণীয় কি?
৩. সু-শৃঙ্খল ক্লাস রুম বা প্রতিষ্ঠান কিভাবে গড়া যাবে?
৪. আমি শিক্ষক, প্রযুক্তির এই যুগে আমার কি কোন প্রস্তুতি, অতিরিক্ত দক্ষতা ও কলা কৌশলের প্রয়োজন আছে কি?
৫. আমি শিক্ষার্থীর জন্য একজন প্রিয় শিক্ষক হতে চাই। তা কিভাবে বাস্তবে রুপ দেয়া যাবে?
৬. অনলাইনে কিভাবে বহিবির্বেশ্বে কুরআনসহ বিভিন্ন সাবজেক্ট পড়াবেন?
৭. স্মার্ট শিক্ষক প্রশিক্ষণ কি ও কেন?
৮. আদর্শ সমাজ বিনির্মাণে আমি একজন শিক্ষক/ইমাম/খতিব কিভাবে আরও কাযর্ক্রর ভূমিকা রাখতে পারি?

 

SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়ার) সেন্টার এর স্মার্ট প্রশিক্ষণ গ্রহণ করলে আপনার যে লাভ হবে।

আপনি যে সকল কাজ সমাজে খুব সহজে বাস্তবায়ণ করতে পারবেন, ইনশাআল্লাহ।

১.নিজেকে একজন স্মার্ট শিক্ষক হিসেবে প্রস্তুত করা 
২.প্রতিষ্ঠানে নিজেকে একজন যোগ্য ও দক্ষ, আদর্শবান শিক্ষক হিসেবে প্রমাণিত করা 
৩.নিজেকে সমাজের ১০০% মানুষের মাঝে একজন সমাদৃত গ্রহণযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।
৪.সমাজের অবাধ্য নেশাগ্রস্থ বিভিন্ন অপরাধে যুক্ত সন্তান-শিক্ষার্থীদের কে উল্লেখযোগ্যভাবে আলোর পথে ফিরিয়ে আনতে পারবে
৫. সমাজের সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গের সাথে দ্বীনি নিবন্ধন তৈরি করে আদর্শ নাগরিক তৈরিতে অবদান রাখতে পারবে, ইনশাআল্লাহ।
৬.আপনার সেবা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ।
৭. বিশ্বব্যাপী আপনি অসংখ্য স্মার্ট মক্তব ও কাউনসেলিং সেন্টার প্রতিষ্ঠা করতে পারবেন, ইনশাআল্লাহ।
৮.অসংখ্য আলেম-ওলামা শিক্ষকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন, ইনশাআল্লাহ। 
৯. প্রতিটি থানায়  SQSF এর প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য প্রশিক্ষক আবশ্যক , যারা প্রশিক্ষণ শেষ করে দায়িত্ব পালন করবেন তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান করা হবে ইনশাআল্লাহ।

 

সেমিনারের সময় ও তারিখঃ 

তারিখঃ প্রতি রবিবার অনলাইনে-গুগল মিটে ক্লাস হবে।

অফলাইনে সরাসরী অফিসে-

ঠিকানাঃ ২৬ শেওড়াপাড়া, কাফরুল। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ব্রাঞ্চ-৩ সংলগ্ন। মেট্রোরেলের ২৯৫ নং পিলারের পূর্ব পাশের হাতিল ফার্নিচারের গলি।

বাংলাদেশ সময় রাত ৯.১৫-১০.১৫ পযর্ন্ত।  অফলাইনের সময়ঃ সকাল ০৯-১০টা ও রাত ৭.১৫-০৮.১৫ পর্যন্ত।

হোয়াটসঅ্যাপ #01764444731

ওয়েবসাইট   www.sqsf.org

ফ্রি সেমিনারে যুক্ত হতে হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে ‍জয়েন করুন। 

পুরুষ হলে নিচের লিংকে যুক্ত হতে পারবেন।

স্মার্ট শিক্ষক বিষয়ক ফ্রি সেমিনার এর হোয়াটঅ্যাপ গ্রুপ লিংক। যুক্ত হতে এখানে ক্লিক করুন।

 

মা-বোনদের জন্য নির্ধারিত গ্রুপ। মেহেরবানী করে পুরুষ কেউ যুক্ত হবেন না।

স্মার্ট শিক্ষক বিষয়ক ফ্রি সেমিনার এর হোয়াটঅ্যাপ গ্রুপ লিংক। যুক্ত হতে এখানে ক্লিক করুন।

 

Follow us @Facebook
Visitor Info
100
as on 14 Dec, 2024 03:34 AM
©EduTech-SoftwarePlanet