As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
আস-সালামু আলাইকুম। হে অতিথী আপনাকে ৬৫২টি থানার ৮৭১৯১টি গ্রামসহ বিশ্বব্যাপী নৈতিক ও সামাজিক মূল্যবোধ (তথা নিজের মধ্যে ন্যায়পরায়ণতা-সততা, ভালোবাসা ইত্যাদি ধারণ করা এবং জুলুম, অবিচার, দলীয়করণ, হিংসা, অহংকার ইত্যাদি পরিহার করা) শিক্ষার প্রতিষ্ঠান ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার’ এ স্বাগতম। তুমি কখনো মনে করো না যে, জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফিল। তবে তিনি তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দেন, যেদিন চক্ষু হবে স্থির। (সূরা ইবরাহীম, আয়াত ৪২) স্কুল ও আলিয়া এবং কওমী সিলেবাসসহ ইসলামের পূর্ণাঙ্গ সিলেবাসের অপূর্ব সমন্বয়ে আগামী প্রজন্মকে ধর্ম ও কর্মে নৈতিক ও সামাজিক মূল্যবোধ তৈরীর মাধ্যমে সুস্থ ও নিরাপদ সমাজ এবং বৈষম্যহীন ও বেকারত্বমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলার অবিরাম চেষ্টা...আল্লাহ সহায় হোন, আমিন। ভিডিও লেকচার দেখতে ক্লিক করুন। যে শিক্ষা জীবনের জড়ত্ব ঘুচিয়ে আত্মাকে মার্জিত করে না তা প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার উদ্দেশ্য আত্মশক্তির উদ্বোধন। আমাদের শিক্ষা ব্যবস্থায় তা সম্ভব হচ্ছে না- বিশিষ্ট কবি মোঃ মুস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। আল্লাহ তায়ালা যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী-রাসূল ও কিতাব প্রেরণ করেছেন, যারা উক্ত রাসূল ও কিতাবের অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ সফল করেছেন। আর যারা অনুসরণ করেন নাই, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। হে সন্তান-শিক্ষার্থী! যদি তোমার এক হাতে কিতাব ও অন্য হাতে শিক্ষক থাকে তবে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না, ইনশাআল্লাহ্। সন্তানকে খেলনা না দিলে এক ঘন্টা কাঁদবে, কিন্তু জ্ঞান ও নৈতিক মূল্যবোধ শিক্ষা না দিলে সারা জীবন কাঁদবে। আর নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষা না দিলে কিয়ামতের দিনেও কাঁদবে, আপনিও কাঁদবেন। আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ দান করুন, আমিন। আমি যদি শত্রুর ভালো কাজের প্রশংসা ও বন্ধুর মন্দ কাজের গঠন মূলক সমালোচনা করতে ব্যর্থ হই, তাহলে আমি এখনো ভালো মানুষ হয়ে উঠতে পারিনি।
আমি তো প্রত্যেক জাতির মধ্যে এ মর্মে রাসুল পাঠিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো ও ‘তাগুত’ বর্জন করো। অতঃপর তাদের মধ্যে কিছুসংখ্যক মানুষকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং কিছুসংখ্যকের জন্য বিপথগামিতা অবধারিত হয়ে যায়। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো, মিথ্যারোপকারীদের কী পরিণতি হয়েছিল। [সুরা : নাহল, আয়াত : ৩৬ (প্রথম পর্ব)] আবূ যার (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেন, “কোন ভাল কাজকে তুচ্ছ ভেবো না, যদিও তা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করার কাজ হয়।” (মুসলিম ২৬২৬) ذٰلِكَ الۡكِتٰبُ لَا رَیۡبَ ۚۖۛ فِیۡهِ ۚۛ هُدًی لِّلۡمُتَّقِیۡنَ ۙ﴿۲ এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হিদায়াত।
সফলতা কখনো একদিনে আসে না। দিনের পর দিন শ্রম দিতে হয়। আর ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হয়। সাফল্যের পিছনে ছুটলে তুমি কোনদিন ও সফলতা পাবে না, কর্মের পিছনে ছুটো সাফল্য এমনিতেই তোমার কাছে এসে ধরা দেবে ইনশাআল্লাহ।
وَ مَاۤ اَرۡسَلۡنَا مِنۡ رَّسُوۡلٍ اِلَّا بِلِسَانِ قَوۡمِهٖ لِیُبَیِّنَ لَهُمۡ ؕ فَیُضِلُّ اللّٰهُ مَنۡ یَّشَآءُ وَ یَهۡدِیۡ مَنۡ یَّشَآءُ ؕ وَ هُوَ الۡعَزِیۡزُ الۡحَكِیۡمُ ﴿۴﴾
আর আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষাতেই পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে বর্ণনা দেয়, সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত-৪,সূরা ইব্রাহিম।
আমাদের মনে রাখা দরকার, জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন এমন এক অপরাধ যা সাধারণত আল্লাহ মাফ করেন না, যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি (যার প্রতি অত্যাচার করা হয়েছে) জালিমকে (অত্যাচারী ব্যক্তিকে) মাফ না করেন। কুরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়বে না, জালেমদের সহযোগী হবে না, তাহলে আগুন (জাহান্নামের) তোমাদেরও স্পর্শ করবে (সূরা হুদ, আয়াত : ১১৩)। রাসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহতায়ালা জালিমকে দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। অবশেষে যখন পাকড়াও করেন তখন তাকে আর রেহাই দেন না। অতঃপর তিনি এ আয়াত পাঠ করেন, তোমার প্রভুর পাকড়াও এ রকমই হয়ে থাকে, যখন তিনি জুলুমরত জনপদগুলোকে পাকড়াও করেন। তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক, অপ্রতিরোধ্য। (সহিহ বুখারি ও মুসলিম)। *প্রযুক্তি আগুনের মত। হয়ত আপনাকে সেবা দিবে নতুবা ধ্বংস করবে। সচেতন ভাবে সেবা নেওয়াই বুদ্ধিমানের কাজ।
আপনার আশপাশে কি চাঁদাবাজি ও জোর জবরদস্তি করে কোনো ক্ষতি সাধন করছে কেউ? পুরো বিস্তারিত প্রমান সহকারে আমাদেরকে ইমেইল করুন এবং পেজের ইনবক্সে পাঠান। আমরা প্রকাশ করবো জনগণের সামনে। ইমেইল এড্রেসঃ newsfacethepeople@gmail.com SQSF মোট চারটি সামাজিক প্রেক্ষাপট নিয়ে কাজ করছে, যা সম্পূর্ণ অরাজনৈতিক ও লাভ জনক খালেছ সেবামূলক আদর্শ প্রতিষ্ঠান। ১. SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ২. SQSF-স্মার্ট শিক্ষক ও অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ৩. SQSF-কর্মসংস্থান ও দক্ষতামূলক প্রশিক্ষণ কেন্দ্র (ফ্যামিলি শপ লিমিটেড.কম)। বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন। *কর্মসংস্থান সৃষ্টি বেশি সওয়াবের কাজ *কর্মসংস্থান বাই `ফ্যামিলি শপ লিমিটেড। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيراً لَّعَلَّكُمْ تُفْلِحُونَ ধর্মহীন কর্ম শিক্ষা ও কর্মহীন ধর্ম শিক্ষা উভয়ই জাতির জন্য অভিশাপ-হযরত শামসুল হক ফরিদপুরী রহ. নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস, অন্যের উপকার হচ্ছে সুপার হ্যাপিনেস-ডক্টর মোহাম্মদ ইউনুস ৪. SQSF-বিবাহের তথ্য সেন্টার। বিবাহ দ্বীনের অর্ধেক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
নৈতিক শিক্ষার কাউন্সেলিং ও সৎ কাজ ছাড়া জীবনের সফলতার কোন সমাধান নেই।
তথ্যপ্রযুক্তিতে আসক্তি নয়, হোক ইতিবাচক ব্যবহার
|
SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সেন্টার কি ও কেন?
‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সফটওয়্যার’ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য স্মার্ট সমাধান। সুদ-ঘুষ নিয়ে বয়ান, চাকরিচ্যুত ইমাম, "একঘরে" চার পরিবার কিছু কিছু শিক্ষা পাঠ্যবই এর বাহির থেকেও শিখতে হয়। কত চমৎকার । দেখতে এখানে ক্লিক করুন।
যে সকল সন্তান অবাধ্য অথবা নেশাগ্রস্ত বা যে সকল শিক্ষার্থী কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধে যুক্ত আমরা তাদেরকে আলোর পথে ফিরিয়ে আনতে প্রশাসন ও অভিভাবক এবং শিক্ষকসহ ইমাম খতিব সাহেবানদের সমন্বয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ। বিপদ থেকে বাচতে মেয়েদেরকে স্মার্টভাবে তথা খুব সহজ ও সুন্দর ভাষায় কাউন্সেলিং করছেন-Mohammad Mohsin PPM
কথায় কথায় রেগে যায় রজনী। হুটহাট করে রেগে যায়। দরজা বন্ধ করে দেয়। এভাবে একদিন রেগে গিয়ে আত্ন হত্যা করে। এটা রাগ নয়। এটা মানসিক রোগ। এর জন্য প্রয়োজন মানসিক কাউন্সেলিং। বিস্তারিত যে বইয়ে পাওয়া যাবে...আত্মহত্যার আত্মকথা। বইটি ঘরে বসে পেতে এখানে ক্লিক করুন।
আমার স্বপ্ন হচ্ছে আপনাদেরকে নিয়ে সু্স্থ সমাজ গঠন করা। মাদক থাকবে না। কিশোরগ্যাং থাকবে না। আপনাদের কাজ হলো শুধু আমাকে ফোন দিবেন। আমি হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। জনাব মোহাম্মাদ মহসিন স্যার, ওসি মিরপুর থানা। `SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সেন্টার' আপনার মত স্বপ্ন দেখছে। বাংলাদেশের ৬৫২টি থানার সামাজিকভাবে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদেরকে সচেতন-স্মার্ট প্রশিক্ষণ প্রদান করে প্রস্তুত করতে স্মার্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।
SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সফটওয়্যার এর বাহির ও ভিতরের অংশের বিভিন্ন চিত্র
|
||||||||||||||||||||||||
বর্তমান সমাজের বাস্তবতা এবং ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সফটওয়্যার’ কেন প্রয়োজন?
‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সফটওয়্যার’ নতুন কারিকুলামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ণে সহায়ক ভূমিকা পালনে বদ্ধপরিকর। |
SQSF স্মার্ট শিক্ষক-অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র।
ইমাম-খতিব ও SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং সফটওয়্যার। ইমাম প্রশিক্ষণ একাডেমি। ইসলামিক ফাউন্ডেশন।
বহির্বিশ্বে প্রায় দেড় কোটি বাংলাদেশের বাঙ্গালী প্রবাসী বসবাস করে, পাশাপাশি ভারতেরও বাঙ্গালী প্রবাসী ছড়িয়ে আছে সারা বিশ্বে। তারাও কুরআন শিখে। পাকিস্তান ভারত ও মিশরের আলেমসমাজ তাদেরকে পড়ায়। বাঙ্গালী প্রবাসীগণ চায় তারা ও তাদের ছেলে মেয়েকে বাঙ্গালী আলেমগণ পড়াক। ঠিক এই জায়গায় ‘SQSF-স্মার্ট শিক্ষক (ইমাম-খতিব) প্রশিক্ষণ কেন্দ্র’ কাজ করছে, আলহামদুলিল্লাহ। এতে করে দেশে বিদেশি মুদ্রা আসায় দেশের লাভ হবে। অন্যদিকে ইমাম-খতিব সাহেবানগণ মসজিদ কর্তৃক সামান্য বেতনের পাশাপাশি অতিরিক্ত ইনকাম হওয়ায় তাদের পারিবারিক জীবন পরিচালনায় অনেকটা সহজ হবে, ইনশাআল্লাহ।
আমরা খুব সহজে ইমাম-খতিবদের কাছ আজীবন আন্তরিক দোয়া পেয়ে যাব, ইনশাআল্লাহ। আমাদের বাঙ্গালী আলেমসমাজের মাধ্যমে খুব সহজে বহির্বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে পড়বে, ইনশাআল্লাহ।
SQSF স্মার্ট প্রশিক্ষণ সম্পর্কে ৬৪ জেলা থেকে শতাধিক আলেমের অভিমত
সুইডেন থেকে ইসমাঈল বাংলা শিখছে
SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং সফটওয়্যার কেন এত কাজ করার চেষ্টা করছে? কি লাভ? |
আল্লাহ তায়ালা বলেন, ‘তোমাদের মধ্যে একজন রাসুল প্রেরণ করেছেন, যিনি তাদেরকে তাঁর আয়াতগুলো পড়ে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন। অথচ এর আগে তারা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল।’ |
আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য কর তবে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থানকে সুদৃঢ় করে দেবেন’। আল্লাহকে সাহায্য করার অর্থ, আল্লাহর দ্বীনের সাহায্য করা। আর দ্বীনের সাহায্য হলো ক. নিজে দ্বীন শিক্ষা লাভ করা। খ. অন্যকে দ্বীন শিক্ষা দেওয়া। গ. দ্বীন শিখতে ও শিক্ষা দিতে যাবতীয় উপায়-উপকরণে নিজ জান-মাল খরচ করা। |
আল্লাহ তা’আলা বলেন, “তিনি যাকে চান, হিকমত দান করেন। আর যে ব্যক্তি হিকমত লাভ করে সে আসলে বিরাট সম্পদ লাভ করেছে। এই কথা থেকে তেবলমাত্র তারাই শিক্ষা লাভ করে যারা বুদ্ধিমান ও জ্ঞানী।” (সুরা বাকারা : ২৬৯)। |
আল্লাহ যাদের কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যে জ্ঞানের আলোকে আল্লাহর সন্তুষ্টির পথ সুষ্পষ্ট দেখতে পায়। হালাল-হারাম, কল্যাণ-অকল্যাণ, আলো ও অন্ধকারের মধ্যে সুষ্পষ্ট পার্থক্য রেখা টানতে পারেন। |
মহানবী সা. বলেন ‘মানুষ যখন মারা যায়, তখন তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়, কেবল তিনটি আমল ব্যতীত : (ক) সাদাক্বায়ে জারিয়া (খ) এমন ইলম যা থেকে কল্যাণ লাভ হয় এবং (গ) নেককার সন্তান, যে তার জন্য দো‘আ করে’। |
মহানবী সা. বলেন "লোকদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে সেই যে লোকদের জন্য বেশী উপকারী।" |
وَ اَنۡزَلۡنَاۤ اِلَیۡكَ الۡكِتٰبَ بِالۡحَقِّ مُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیۡهِ مِنَ الۡكِتٰبِ وَ مُهَیۡمِنًا عَلَیۡهِ فَاحۡكُمۡ بَیۡنَهُمۡ بِمَاۤ اَنۡزَلَ اللّٰهُ وَ لَا تَتَّبِعۡ اَهۡوَآءَهُمۡ عَمَّا جَآءَكَ مِنَ الۡحَقِّ ؕ لِكُلٍّ جَعَلۡنَا مِنۡكُمۡ شِرۡعَۃً وَّ مِنۡهَاجًا ؕ وَ لَوۡ شَآءَ اللّٰهُ لَجَعَلَكُمۡ اُمَّۃً وَّاحِدَۃً وَّ لٰكِنۡ لِّیَبۡلُوَكُمۡ فِیۡ مَاۤ اٰتٰىكُمۡ فَاسۡتَبِقُوا الۡخَیۡرٰتِ ؕ اِلَی اللّٰهِ مَرۡجِعُكُمۡ جَمِیۡعًا فَیُنَبِّئُكُمۡ بِمَا كُنۡتُمۡ فِیۡهِ تَخۡتَلِفُوۡنَ ﴿ۙ۴۸ আর আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি যথাযথভাবে, এর পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর তদারককারীরূপে। সুতরাং আল্লাহ যা নাযিল করেছেন, তুমি তার মাধ্যমে ফয়সালা কর এবং তোমার নিকট যে সত্য এসেছে, তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরীআত ও স্পষ্ট পন্থা এবং আল্লাহ যদি চাইতেন, তবে তোমাদেরকে এক উম্মত বানাতেন। কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন, তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান। সুতরাং তোমরা ভাল কাজে প্রতিযোগিতা কর। আল্লাহরই দিকে তোমাদের সবার প্রত্যাবর্তনস্থল। অতঃপর তিনি তোমাদেরকে অবহিত করবেন, যা নিয়ে তোমরা মতবিরোধ করতে। |
পারিবারিক বন্ধন প্রাণবন্ত রাখবেন যেভাবে। শাইখ উমায়ের কোব্বাদী
SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং সফটওয়্যার কে বা কারা এবং কিভাবে বাস্তবায়ন করছে? |
১. মূল পরিকল্পনায় ও উদ্দ্যোক্তাঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র ধর্মীয় শিক্ষক-মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রশিক্ষক, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন। |
২. সফটওয়্যার ডেভোলপম্যান্ট ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও এডুটেক সফটওয়্যার ফার্ম। |
৩. সিলেবাস ও কন্টেন্ট ডেভোলপম্যান্ট ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও দক্ষ আলেম এবং শিক্ষক টিম। |
৪. অর্থায়নেঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও দ্বীনি ভাই-বোনগণ। |
৫. উপদেষ্টা পরিষদঃ দ্বীনি ও সামাজিক লাইনের দায়িত্বশীলগণ। স্কুল, কওমী ও আলিয়া মাদরাসার গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। ইমাম ও খতিব সাহেবানগণ। দানশীল ব্যক্তিবগ। প্রশাসনের দায়িত্বশীলগণ। |
৬. মার্কেটিং ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও দক্ষ মার্কেটিং টিম। ইমাম-খতিব, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ। |
৭. কাউন্সেলিং ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও উক্ত বিষয়ে দক্ষ ওলামায়ে কেরামগণসহ প্রশাসনের ও সামাজিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ। |
৮. অবাধ্য, নেশাগ্রস্ত ও কিশোরগ্যাংদের কাউন্সেলিং এর মাঠ পর্যায়ে যেভাবে কাজ চলছেঃ থানা ভিত্তিক SQSF এর সামাজিক কার্যক্রম বাস্তবায়ন টিম মেম্বারগণ। নিচে এই বিষয় বিস্তারিত.. |
অবাধ্য, নেশাগ্রস্ত ও কিশোরগ্যাংদের কাউন্সেলিং এর থানা ভিত্তিক SQSF এর সামাজিক কার্যক্রম বাস্তবায়ন টিম মেম্বারগণদের তালিকার ফরমেট
১. স্থানীয় থানার ওসি মহোদয়, অপরাধ বিভাগের গোয়েন্দা শাখার দায়িত্বশীল। |
২. স্থানীয় থানার/এলাকার কমিশনার/চেয়ারম্যান মহোদয়। |
৩. স্থানীয় বাড়ীর মালিক সমিতির সভাপতি মহোদয়। |
৪. স্থানীয় মসজিদের ইমাম ও খতিব সাহেবানগণ। |
৫. স্থানীয় এলাকা/গ্রামের স্কুল-কলেজের প্রিন্সিপাল মহোদয়। |
৬. স্থানীয় এলাকা/গ্রামের আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মহোদয়। |
৭. স্থানীয় এলাকা/গ্রামের কওমী মাদরাসার প্রিন্সিপাল মহোদয়। |
৮. স্থানীয় এলাকা/গ্রামের বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীলগণ। |
৯. স্থানীয় এলাকা/গ্রামের আসনের এমপি মহোদয়। |
১০. স্থানীয় এলাকা/গ্রামের SQSF এর সচেতন অভিভাক-অভিভাবিকাবৃন্দ। |
১১. স্থানীয় এলাকা/গ্রামের সংবাদ কর্মি-কর্মকর্তা, দায়িত্বশীলগণ। মিডিয়া ব্যক্তিবর্গ। |
১২.স্থানীয় এলাকা/গ্রামের SQSF এর প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, ইমাম ও খতিব সাহেবানগণ। |
★বিস্তারিত জানতে বিভিন্ন লিংক
SQSF কাউন্সেলিং এর মাধ্যমে অবাধ্য ও নেশাগ্রস্ত সন্তান আলোর পথে যেভাবে
মাদকাসক্তির কারণ ও প্রতিকার এবং মাদকাসক্তের চিকিৎসা
নেশার টাকা না পেয়ে কিশোরের ‘আত্মহত্যা’
ধূমপানে আসক্তি থেকে সন্তানকে মুক্ত করবেন যেভাবে
সন্তানের দিকে নজর দিন কেন বিপথে কিশোরেরা?
পৃথিবীর হালচালঃ ভয়ংকর মানবিক বিপর্যয়ের সমাচার
তথ্যপ্রযুক্তি ব্যবহারে শিশুদেরকে রোধ নয়, সচেতনতা জরুরী
প্রযুক্তির যুগে সন্তানের প্রতিপালন
তথ্যপ্রযুক্তিতে আসক্তি নয়, হোক ইতিবাচক ব্যবহার
সন্তানের প্রযুক্তি আসক্তি: মা–বাবার করণীয়
আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ
وَ مَا لَکُمۡ اَلَّا تُنۡفِقُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَ لِلّٰہِ مِیۡرَاثُ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ
'তোমাদের কী হলো যে, তোমরা আল্লাহর পথে ব্যয় করছ না? অথচ আসমানসমূহ ও যমীনের উত্তরাধিকারতো আল্লাহরই (কাজেই তাঁর পথে ব্যয় করলে তোমরা দরিদ্র হয়ে যাবে এ আশঙ্কার কোন কারণ নেই)।'
সূরাঃ ৫৭ আল-হাদীদ আয়াত ১০
ব্যবসায়ীক সিন্ডিকেট ভাঙ্গতে আমাদেরকে ৭৮১৯১ টি গ্রামে ব্যবসায়ীক নেটওয়ার্ক গড়ে তুলতে হবে, ইনশাআল্লাহ।
কর্মসংস্থান সৃষ্টি বেশি সওয়াবের কাজ। কর্মসংস্থান বাই ‘ফ্যামিলি শপ লিমিটেড-Family Shop ltd’ একটি স্মার্ট ব্যবসায়ীক প্ল্যাটফর্মSQSF এর উদ্যোক্তা তৈরীর ভিশন ও মিশনের ধারাবাহিকতায় আলেম ওলামা ও দ্বীনি ভাই-বোন এবং এলাকার বেকারদের জন্য খুব সহজে কর্মের জীবন সাজানোর স্মার্ট সমাধান। পাশাপাশি কিশোরগ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধে যুক্তদেরকে আলোর পথে ফিরিয়ে এনে কর্মদক্ষতা মূলক প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের স্মার্ট সমাধানের ব্যবস্থা। ব্যবস্থাপনায়-ফ্যামিলি শপ লিমিটেড.কম।
আপনার আশপাশে কি চাঁদাবাজি ও জোর জবরদস্তি করে কোনো ক্ষতি সাধন করছে কেউ? পুরো বিস্তারিত প্রমান সহকারে আমাদেরকে ইমেইল করুন এবং পেজের ইনবক্সে পাঠান। আমরা প্রকাশ করবো জনগণের সামনে। ইমেইল এড্রেসঃ newsfacethepeople@gmail.com
নৈতিক মূল্যবোধ শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান। SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সেন্টার। হিলফুল ফুযুল সংঘটনের স্মার্ট ভার্সন। Sqsf.org
★আমরা দীর্ঘ গবেষণায় সমাজের সকল সমস্যার মূলে মোট তিনটি কারণ খুঁজে পেয়েছি, উক্ত সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যেই আমাদের এই উদ্দ্যোগ।
১. কাউন্সেলিং হীনতা তথা শুদ্ধ বুঝ ব্যবস্থা গঠন না হওয়া। অহংকার, হিংসা ইত্যাদি।
২. বেকারত্ব। ব্যবসায়ীক সিন্ডিকেট। খাবারে ভেজাল। অতিরিক্ত লোভ-লালসা।
৩. বিবাহ - শাদি কঠিন, জেনা ব্যভিচার সহজ, বিবাহ বহির্ভূত প্রেম-পরকিয়া, ইত্যাদি। এই সমস্যাগুলোর স্মার্ট সমাধান ই হলো SQSF আলহামদুলিল্লাহ। আসুন সবাই মিলে এই পরিবর্তনে সহায়তা করি।
★আমরা চার শ্রেণীর লোকদের মধ্যে আলাদা করে কাজ করছি। ★একজনকে চার প্রেক্ষিতে কাজ করা জরুরী নয়, তবে একজন চাইলে সকল সেক্টরের প্রশিক্ষণ গ্রহণ করে সামাজিক খেদমত আঞ্জাম দিতে পারবে, ইনশাআল্লাহ।
★আমাদেরকে আগে ভালো মানুষ হতে হবে। আমি যদি শত্রুর ভালো কাজের প্রশংসা ও বন্ধুর মন্দ কাজের গঠন মূলক সমালোচনা করতে ব্যর্থ হই, তাহলে আমি এখনো ভালো মানুষ হয়ে উঠতে পারিনি।
★আগামী প্রজন্মের সুস্থ সমাজ গঠনের জন্য এই চারটি বিষয়ে একই সাথে কাজ করা জরুরী মনে করি। প্রতিটি বিষয় একে অপরের সাথে যুক্ত।
১. আদর্শ সন্তান-শিক্ষার্থীদের জন্য -SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সেন্টার।
গ্রুপ লিংক
২. আদর্শ শিক্ষক-অভিভাভকের অন্য- SQSF স্মার্ট শিক্ষক-অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র।
গ্রুপ লিংক
৩. বেকার যুবক-যুবতীদের জন্য- SQSF এর কর্মদক্ষতা মূলক প্রশিক্ষণ এবং ফ্যামিলি শপ লিমিটেড.কম ব্যবসায়ীক প্ল্যাটফর্ম।
গ্রুপ লিংক
৪.নৈতিক মূল্যবোধের পরিবার গঠন করতে সুস্থ আগামী প্রজন্মের সন্তান ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণ করতে-
SQSF পাত্র-পাত্রীদের বিবাহের তথ্য সেন্টার। বিবাহ দ্বীনের অর্ধেক।
★বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন
sqsf.org
Familyshopltd.com
বিস্তারিত ভিডিও আলোচনা শুনতে
https://youtu.be/Qu2_fHKSjXk?t=2&feature=shared
★ মোহনা টিভিতে প্রতিবেদন, অবাধ্য, নেশাগ্রস্ত, কিশোর গ্যাং এ যুক্ত সন্তান-শিক্ষার্থীদেরকে আলোর পথে ফিরিয়ে আনতে স্মার্ট লাইব্রেরী
https://youtu.be/sTuEybrRLio
★ চ্যানেল আই তে প্রতিবেদন, সামাজিক মূল্যবোধ শিক্ষা দেবে স্মার্ট লাইব্রেরী।
https://www.youtube.com/watch?v=Sr8q8Lzj_Xc
★আপনি জান, মাল ও সময় ব্যয় করে এই মহৎ খেদমত আঞ্জাম দিয়ে সুস্থ সমাজ বিনির্মাণে অংশ গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ
★প্রতিদিন কম্পক্ষে ২ কাপ চায়ের মূল্য ২০/-, মাসে মাত্র ৬০০/- দিয়ে যে একটি খেদমতে শরিক হতে বা একটি প্রশিক্ষণ গ্রহণ করে সমাজে অবদান রাখতে পারবেন, ইনশাআল্লাহ।
★বিস্তারিত আলোচনা করতে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে এই নাম্বারে যোগাযোগ করুন
#01764444731