SQSF হোম প্রেজেন্টেশন SQSF Home Presentation As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
SQSF হোম প্রেজেন্টেশন

আস-সালামু আলাইকুম। হে অতিথী আপনাকে ৬৫২টি থানার ৮৭১৯১টি গ্রামসহ বিশ্বব্যাপী নৈতিক ও সামাজিক মূল্যবোধ (তথা নিজের মধ্যে ন্যায়পরায়ণতা-সততা, ভালোবাসা ইত্যাদি ধারণ করা এবং জুলুম, অবিচার, দলীয়করণ, হিংসা, অহংকার ইত্যাদি পরিহার করা) শিক্ষার প্রতিষ্ঠান SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার’ 

এ স্বাগতম। 

তুমি কখনো মনে করো না যে, জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফিল। তবে তিনি তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দেন, যেদিন চক্ষু হবে স্থির। (সূরা ইবরাহীম, আয়াত ৪২)


স্কুল ও আলিয়া এবং কওমী সিলেবাসসহ ইসলামের পূর্ণাঙ্গ সিলেবাসের অপূর্ব সমন্বয়ে আগামী প্রজন্মকে ধর্ম ও কর্মে নৈতিক ও সামাজিক মূল্যবোধ তৈরীর মাধ্যমে সুস্থ ও নিরাপদ সমাজ এবং বৈষম্যহীন ও বেকারত্বমুক্ত  স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলার অবিরাম চেষ্টা...আল্লাহ সহায় হোন, আমিন। ভিডিও লেকচার দেখতে ক্লিক করুন।


যে শিক্ষা জীবনের জড়ত্ব  ঘুচিয়ে আত্মাকে মার্জিত করে না তা প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার উদ্দেশ্য আত্মশক্তির উদ্বোধন। আমাদের শিক্ষা ব্যবস্থায় তা সম্ভব হচ্ছে  না-

বিশিষ্ট কবি মোঃ মুস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ।


আল্লাহ তায়ালা যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী-রাসূল ও কিতাব প্রেরণ করেছেন, যারা উক্ত রাসূল  ও কিতাবের অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ সফল করেছেন। আর যারা অনুসরণ করেন নাই, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন।

 হে সন্তান-শিক্ষার্থী! যদি তোমার এক হাতে  কিতাব ও অন্য হাতে শিক্ষক থাকে তবে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না, ইনশাআল্লাহ্।


সন্তানকে খেলনা না দিলে এক ঘন্টা কাঁদবে, কিন্তু জ্ঞান ও নৈতিক মূল্যবোধ শিক্ষা না দিলে সারা জীবন কাঁদবে। আর নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষা না দিলে কিয়ামতের দিনেও কাঁদবে, আপনিও কাঁদবেন। আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ দান করুন, আমিন।


আগে ভালো মানুষ হতে হবে। 

আমি যদি শত্রুর ভালো কাজের প্রশংসা ও বন্ধুর মন্দ কাজের গঠন মূলক সমালোচনা করতে ব্যর্থ হই, তাহলে আমি এখনো ভালো মানুষ হয়ে উঠতে পারিনি।

আমি তো প্রত্যেক জাতির মধ্যে এ মর্মে রাসুল পাঠিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো ও ‘তাগুত’ বর্জন করো। অতঃপর তাদের মধ্যে কিছুসংখ্যক মানুষকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং কিছুসংখ্যকের জন্য বিপথগামিতা অবধারিত হয়ে যায়। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো, মিথ্যারোপকারীদের কী পরিণতি হয়েছিল। [সুরা : নাহল, আয়াত : ৩৬ (প্রথম পর্ব)]

আবূ যার (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেন, “কোন ভাল কাজকে তুচ্ছ ভেবো না, যদিও তা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করার কাজ হয়।” (মুসলিম ২৬২৬)

ذٰلِكَ الۡكِتٰبُ لَا رَیۡبَ ۚۖۛ فِیۡهِ ۚۛ هُدًی لِّلۡمُتَّقِیۡنَ ۙ﴿۲  এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হিদায়াত।

সফলতা কখনো একদিনে আসে না। দিনের পর দিন শ্রম দিতে হয়। আর ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হয়। সাফল্যের পিছনে ছুটলে তুমি কোনদিন ও সফলতা পাবে না, কর্মের পিছনে ছুটো সাফল্য এমনিতেই তোমার কাছে এসে ধরা দেবে ইনশাআল্লাহ।

وَ مَاۤ اَرۡسَلۡنَا مِنۡ رَّسُوۡلٍ اِلَّا بِلِسَانِ قَوۡمِهٖ لِیُبَیِّنَ لَهُمۡ ؕ فَیُضِلُّ اللّٰهُ مَنۡ یَّشَآءُ وَ یَهۡدِیۡ مَنۡ یَّشَآءُ ؕ وَ هُوَ الۡعَزِیۡزُ الۡحَكِیۡمُ ﴿۴﴾

আর আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষাতেই পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে বর্ণনা দেয়, সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত-৪,সূরা ইব্রাহিম। 

আমাদের মনে রাখা দরকার, জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন এমন এক অপরাধ যা সাধারণত আল্লাহ মাফ করেন না, যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি (যার প্রতি অত্যাচার করা হয়েছে) জালিমকে (অত্যাচারী ব্যক্তিকে) মাফ না করেন। কুরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়বে না, জালেমদের সহযোগী হবে না, তাহলে আগুন (জাহান্নামের) তোমাদেরও স্পর্শ করবে (সূরা হুদ, আয়াত : ১১৩)।

রাসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহতায়ালা জালিমকে দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। অবশেষে যখন পাকড়াও করেন তখন তাকে আর রেহাই দেন না। অতঃপর তিনি এ আয়াত পাঠ করেন, তোমার প্রভুর পাকড়াও এ রকমই হয়ে থাকে, যখন তিনি জুলুমরত জনপদগুলোকে পাকড়াও করেন। তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক, অপ্রতিরোধ্য। (সহিহ বুখারি ও মুসলিম)।


*প্রযুক্তি আগুনের মত। হয়ত আপনাকে সেবা দিবে নতুবা ধ্বংস করবে। সচেতন ভাবে সেবা নেওয়াই বুদ্ধিমানের কাজ।


অরাজকতা আমাদের শত্রু, একে দ্রুত পরাজিত করতে হবে: ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশ।

ফেস দ্যা পিপল

আপনার আশপাশে কি চাঁদাবাজি ও জোর জবরদস্তি করে কোনো ক্ষতি সাধন করছে কেউ? পুরো বিস্তারিত প্রমান সহকারে আমাদেরকে ইমেইল করুন এবং পেজের ইনবক্সে পাঠান। আমরা প্রকাশ করবো জনগণের সামনে। ইমেইল এড্রেসঃ newsfacethepeople@gmail.com


SQSF মোট চারটি সামাজিক প্রেক্ষাপট নিয়ে কাজ করছে, যা সম্পূর্ণ অরাজনৈতিক ও লাভ জনক খালেছ সেবামূলক আদর্শ প্রতিষ্ঠান।

১. SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

২. SQSF-স্মার্ট শিক্ষক ও অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

৩. SQSF-কর্মসংস্থান ও দক্ষতামূলক প্রশিক্ষণ কেন্দ্র (ফ্যামিলি শপ লিমিটেড.কম)। বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।

*কর্মসংস্থান সৃষ্টি বেশি সওয়াবের কাজ  *কর্মসংস্থান বাই `ফ্যামিলি শপ লিমিটেড

فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيراً لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
‘অতপর নামাজ শেষ হলে তোমরা জমিনে (পৃথিবীতে) ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ (জীবিকা) তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা (জীবিকা উপার্জনে) সফলকাম হও।' (সুরা জুমআ : আয়াত ১০)

ধর্মহীন কর্ম শিক্ষা ও কর্মহীন ধর্ম শিক্ষা উভয়ই জাতির জন্য অভিশাপ-হযরত শামসুল হক ফরিদপুরী রহ.

নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস, অন্যের উপকার হচ্ছে সুপার হ্যাপিনেস-ডক্টর মোহাম্মদ ইউনুস

৪. SQSF-বিবাহের তথ্য সেন্টার। বিবাহ দ্বীনের অর্ধেক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আমাদের কার্যক্রমঃ


১.সামাজিক মূল্যবোধ শিক্ষার মাধ্যমে আদর্শবান সন্তান-শিক্ষার্থী তৈরীর স্মার্ট কার্যক্রম ও সুনাগরিক হিসেবে গড়ে তোলে সমাজে আদর্শীক পরিবর্তন বাস্তবায়ন করা।

২.আগামী প্রজন্মকে বাচাঁতে SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সেন্টার। নতুন প্রজন্মকে যোগ্য ও দক্ষ এবং আদর্শবান করে তুলতে আপনার ঘরে, অফিসে, স্কুুল ও মাদরাসায় এবং মসজিদে,মহল্লা ও গ্রামে একটি করে SQSF স্মার্ট লাইব্রেরীর অফলাইন ও অনলাইন ভার্সন গড়ে তুলুন, ইনশাআল্লাহ।  SQSF স্মার্ট লাইব্রেরী নিয়ে ছোট বন্ধুদের অনুভূতি শেয়ার করছে। ৬.২.২৪।

৩.অবাধ্য-নেশাগ্রস্ত ও কিশোরগ্যাং এর সাথে যুক্ত সন্তান-শিক্ষার্থীদেরকে কাউন্সেলিং এর মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনার স্মার্ট পদ্ধতি।

মাদক কে না বলুন


মুরসালিন গোছালো মানুষ হতে চায়। কাউন্সেলিং চলছে। আপনার সন্তানের সুন্দর জীবন গঠন করতে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে।

৪.দেশ ও বহির্বিশ্বে অনলাইন-অফলাইনে স্মার্ট লাইব্রেরীর মাধ্যমে কুরআনসহ বিভিন্ন সাবজেক্ট পড়িয়ে ইসলামের প্রচার-প্রসার ও সামাজিক মূল্যবোধের ভূমিকা রাখা।

​শত শত ইমাম ও খতিব সাহেবানগণ প্রশিক্ষণ গ্রহণ করছেন

 

৫. SQSF-স্মার্ট শিক্ষক ও অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র। স্মার্ট শিক্ষক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সমাজে সচেতনতা বাড়ানো।

৬. ব্যবসায়ীক প্লাটফর্ম ‘ফ্যামিলি শপ লিমিটেড.কম’ এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে কর্মদক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করে বেকারত্ব দূরীকণে সমাজে ভূমিকা রাখা।

প্রাথমিক লক্ষ্য ও কার্যক্রমঃ

বাংলাদেশের ৮ বিভাগের ৬৫২ টি থানার প্রতিটি থানায় ১০০ জন করে ইমাম-খতিব/শিক্ষক-শিক্ষিকা/অভিভাবক-অভিভাবিকাদেরকে স্মার্ট প্রশিক্ষণ প্রদান করে কম্পক্ষে ৬৫,২০০ টি “SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সেন্টার” অফলাইন ও অনলাইন ভার্সনে প্রতিষ্ঠা করা। পর্যায়ক্রমে ঢাকা উত্তরের মোট ৫৪টি ওয়ার্ডে, ঢাকা দক্ষিণের ৭৫টি ওয়ার্ডে এবং ৪৯৫টি উপজেলায় ও ৪৫৭৮টি ইউনিয়নে, পাশাপাশি ৩ লক্ষ ৩১ হাজার ১২৫টি মসজিদের পাশে একটি করে “SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সেন্টার” প্রতিষ্ঠা করা।

আজই আপনি প্রশিক্ষণ নিয়ে বা অর্থ দিয়ে আপনার সমাজে একটি SQSF-স্মার্ট লাইব্রেরী চালু করতে পারবেন, ইনশাআল্লাহ।


সামাজিক মূল্যবোধের শিক্ষা দেবে ‘স্মার্ট লাইব্রেরী’ | Smart Library | SQSF | চ্যানেল আই Positive Think Education 

শিক্ষার্থীরা পরীক্ষার ভয়ে পড়াশোনা না করে, নিজ আগ্রহে পড়াশোনা করবে, তার প্রতি উৎসাহ দেওয়ার জন্যই আমাদের এই উদ্দ্যোগ। ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিংসফটওয়্যার’ শিক্ষার্থীদের নিজের জীবনকে সুন্দর করা ও পড়াশোনায় মনোযোগী হওয়া সহ আদর্শবান হওয়ার জন্য স্মার্টভাবে কাউন্সেলিং এর ব্যবস্থা করেছে।

আজই আপনার সন্তানকে আমাদের কাউন্সেলিং সেন্টারের সাথে ‍যুক্ত করে দিতে পারেন। 

নৈতিক শিক্ষার কাউন্সেলিং ও সৎ কাজ ছাড়া জীবনের সফলতার কোন সমাধান নেই।

তথ্যপ্রযুক্তিতে আসক্তি নয়, হোক ইতিবাচক ব্যবহার

SQSF এর পক্ষ থেকে রাষ্ট্রের ও সমাজের দায়িত্বশীলদের প্রতি খোলা চিঠি প্রদান। 

মাননীয় প্রধান ‍উপদেষ্টা মহোদয়/মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়/রাজনৈতিক দলের দায়িত্বশীল মহোদয়/মন্ত্রী মহোদয় /প্রতিমন্ত্রী মহোদয়/এমপি মহোদয়/প্রশাসনের দায়িত্বশীল মহোদয়/কমিশনার মহোদয়/চেয়ারম্যান মহোদয়/থানার ওসি মহোদয়/বাড়ীর মালিক সভাপতি মহোদয়/ইমাম ও খতিব মহোদয়/সংবাদ কর্মী মহোদয় /সামাজিক সংগঠণের দায়িত্বশীল মহোদয় / স্কুল ও কলেজের প্রিন্সিপাল মহোদয় /কওমী মাদরাসার প্রিন্সিপাল মহোদয়/ কওমী মাদরাসার প্রিন্সিপাল মহোদয়/অভিভাবক-অভিভাবিকা প্রতিনিধি/বিশিষ্ট দানবীর মহোদয়/সমাজ সেবক মহোদয়।


*মাননীয় ড.মুহাম্মদ ইউনূস সমীপে, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার।  *মাননীয় ড. আ ফ ম খালিদ হোসেন সমীপে, উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। *মাননীয় জেনারেল ওয়াকার উজজামান সমিপে  *মাননীয় হযরত মাওলানা মুফতি খলিল আহমাদ কাসেমী দা.বা. সমিপে  *মাননীয় আল্লামা মাহমুদুল হাসান দা.বা. সমীপে *রাজনৈতিক দলের দায়িত্বশীলদের প্রতি খোলা চিঠি। *মাননীয় নাহিদ ইসলাম সমীপে, উপদেষ্টা, আইসিটি বিষয়ক মন্ত্রণালয়। *ড. মহাঃ বশিরুল আলম মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) ইসলামিক ফাউন্ডেশন *মাননীয় মাওলানা মুহাম্মাদ সালমান দা.বা. সমিপে

আগামী প্রজন্মকে বাচাঁতে SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সেন্টার

মোহনা টিভিতে SQSF স্মার্ট লাইব্রেরীর নিউজ। ১০/৬/২৪ইং ইউটিউব 

ফেসবুক 

মোবাইলে আসক্তি। ছেলেক শেকেলে বেধে রাখতে হয়। মোহনা টিভি।

আমাদের সন্তান-শিক্ষার্থীদের কাছ থেকে স্মার্ট-প্রযুক্তি কেড়ে না নিয়ে সঠিক ব্যবহার শিখাতে হবে। প্রযুক্তি আগুনের মত। হয়ত আপনাকে সেবা দিবে নতুবা ধ্বংস করবে। সচেতন ভাবে সেবা নেওয়াই বুদ্ধিমানের কাজ। 

বর্তমানে বাংলাদেশে ৮৭১৯১ টি গ্রাম আছে। গ্রামগুলিতে গড়ে ২৩২টি পরিবার রয়েছে।

প্রথম পর্যায়ে আমরা ৬৫২ টি থানার একজন করে স্মার্ট প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষক-কাউন্সিলর তৈরি করবো, ইনশাআল্লাহ। 

২য় পর্যায়ে উক্ত ৬৫২ জন প্রশিক্ষক-কাউন্সিলর এর মাধ্যমে কমপক্ষে ৮৭১৯৯ জন স্মার্ট শিক্ষক তথা স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সেন্টার প্রতিষ্ঠা করে

উক্তকাউন্সিলরদের মাধ্যমে সমাজে আদর্শ সন্তান-শিক্ষার্থী তৈরী করা এবং যে সকল সন্তান-শিক্ষার্থী অবাধ্য, নেশাগ্রস্ত ও কিশোরগ্যাংসহ বিভিন্ন অপরাধে যুক্ত তাদেরকে আমরা ‘SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সেন্টার’ এর স্মার্ট সিলেবাসের মাধ্যমে কাউন্সেলিং করে আলোর পথে ফিরিয়ে আনার স্মার্ট চেষ্টা অব্যাহত রাখবো, ইনশাআল্লাহ। 

প্রতিটি গ্রামে আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত একজন কাউন্সিলর এর মাধ্যমে মাত্র ৩, ৬, ১২ থেকে ২৪ মাসের মধ্যে সন্তান-শিক্ষার্থীদের মাঝে ‍উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব। ইনশা আল্লাহ। 

আপনার মত সমাজসেবক ও  কিছু দাতা সদস্য, নিষ্ঠাবান কিছু মিডিয়া ব্যক্তিত্ব ও প্রশাসনের সদস্যবৃন্দ,  স্থানীয় এমপি/কমিশনার/চেয়ারম্যান মহোদয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা সহায়তা করলে খুব দ্রুত আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ।  SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার। 

 

ফেসবুক 

নিয়োগ বিজ্ঞপ্তিঃ

কর্মসংস্থান ও সমাজসেবা মূলক প্রোগ্রাম-২০২৪

কতজন আবশ্যকঃ ৬৫২ টি থানার ৮৭১৯১টি গ্রামে অন্তত একজন শিক্ষক ও একজন শিক্ষিকা আবশ্যক।

পেশার ধরণঃ উকিল, ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের চেম্বারদের মত চেম্বার প্রতিষ্ঠা করে সমাজে অবদান রাখা। 

ইনকামের ধরণঃ কম-বেশি তাদের মত ইনকামের ব্যবস্থা, পাশাপাশি সেবামূলক কার্যক্রম পরিচালনা করা।

উক্ত চেম্বার প্রতিষ্ঠা করতে যা যা করণীয়ঃ কম্পক্ষে ১ বছর পর্যন্ত প্রতিদিন কম্পক্ষে ১ ঘন্টা সময় দিয়ে অনলাইন-অফলাইনে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

কাজের ধরণঃ আদর্শ নৈতিক সন্তান তৈরি ও অবাধ্য, নেশাগ্রস্ত, কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধে যুক্ত তাদেরকে কাউন্সেলিং করে আলোর পথে ফিরিয়ে আনার স্মার্ট প্রচেষ্টা। ব্যবসায়ীক প্ল্যাটফর্ম এর মাধ্যমে কর্মসনংস্থান মূলক প্রশিক্ষণ প্রদান করে যুবক-যবতীদেরকে ৮৭১৯১টি গ্রামে কর্মসন্থানের ব্যবস্থা করার অবিরাম চেষ্টা।

কাদের জন্য প্রযোজ্যঃ ইমাম, খতিব, মুহতামিম, শিক্ষক-শিক্ষিকাদের জন্য প্রযোজ্য। বিস্তারিত জানতে বায়োডাটা নিচের হোয়াটসঅ্যাপে সেন্ড করুন। আল্লাহ সহায় হোন, আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।

বাস্তবায়ণেঃ দেশ ও জাতির ধর্মীয় ও সামাজিক দায়িত্বশীল ব্যক্তি বর্গ।

অহিংস বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে কোন জুলুম থাকবে না, ইনশাআল্লাহ।

স্কুলের বারান্দায় বসে স্মার্ট ফোন চালাচ্ছিল। মোবাইলে গেমস ইত্যাদি না খেলে অনেক কিছু শিখতে পারবে আমরা এই দাওয়াত দিলাম। ভালুকা।

SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সেন্টার কি ও কেন?

আমাদের সন্তান-শিক্ষার্থীদের বিভিন্ন বয়সে ও সময়ে বিভিন্ন অবস্থা তৈরী হয়ে থাকে। 
ক) শিক্ষক-অভিভাবক যখন যা বলে তা খুশি মনে মানার চেষ্টা করে।
খ) শিক্ষক-অভিভাবক যখন যা বলে তা শাসনের ভয়ের কারণে মানার চেষ্টা করে।
গ) শিক্ষক-অভিভাবক যখন যা বলে তা মানার চেষ্টা করে না। এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। অজুহাত দেখায়।
ঘ) শিক্ষক-অভিভাবক যখন যা বলে তা সরাসরী অস্বীকার করার চেষ্টা করে। অবাধ্যতায় লিপ্ত হয়। ঘাউড়ামি করে। উল্টো কাজ করার চেষ্টা করে।
ঙ) অবাধ্য, মাদকাসক্ত ও কিশোরগ্যাংসহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত হয়ে পড়ে, এমন সন্তান-শিক্ষার্থী।

আপনার সন্তান-শিক্ষার্থী অবনতির চরম পর্যায়ে পৌঁছার আগেই আপনাকে কার্যকর ভুমিকা পালন করতে হবে। আপনি যত দ্রুত ব্যবস্থা নিবেন ততই আপনার সন্তান-শিক্ষার্থীর ভবিষ্যৎ সুন্দর হবে, ইনশাআল্লাহ। আমরা উক্ত পাঁচ প্রকার সন্তান-শিক্ষার্থী অনুযায়ী স্মার্ট নৈতিক শিক্ষা কোর্স-কারিকুলাম তৈরী করেছি, আলহামদুলিল্লাহ।

একটা গাছ বাঁকা হয়ে বড় হয়ে গেলে পরে আর সোজা করা যায় না, কিন্তু ছোট অবস্থায় সোজা করার অনেক সুযোগ থাকে। এর মানে এই নয় যে আমার অবাধ্য সন্তান-শিক্ষার্থী আর ভালো হবে না। তবে খারাপ পর্যায়ে পৌঁছে গেলে ফিরিয়ে আনা বড় কষ্টকর। এতএব আগে থেকেই আমাদেরকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে।

‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সফটওয়্যার’ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য স্মার্ট সমাধান।


সুদ-ঘুষ নিয়ে বয়ান, চাকরিচ্যুত ইমাম, "একঘরে" চার পরিবার

কিছু কিছু শিক্ষা পাঠ্যবই এর বাহির থেকেও শিখতে হয়। কত চমৎকার । দেখতে এখানে ক্লিক করুন।

যে সকল সন্তান অবাধ্য অথবা নেশাগ্রস্ত বা যে সকল শিক্ষার্থী কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধে যুক্ত


আমরা তাদেরকে আলোর পথে ফিরিয়ে আনতে প্রশাসন ও অভিভাবক এবং শিক্ষকসহ ইমাম খতিব সাহেবানদের সমন্বয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ।

আপনিও সুন্দর সমাজ গঠন করতে অবদান রাখতে আমাদের সাথে যুক্ত হতে পারেন বা আমাদেরকে আপনার সাথে যুক্ত করতে পারেন।


বিপদ থেকে বাচতে মেয়েদেরকে স্মার্টভাবে তথা খুব সহজ ও সুন্দর ভাষায় কাউন্সেলিং করছেন-Mohammad Mohsin PPM 

 

কথায় কথায় রেগে যায় রজনী। হুটহাট করে রেগে যায়। দরজা বন্ধ করে দেয়। এভাবে একদিন রেগে গিয়ে আত্ন হত্যা করে। এটা রাগ নয়। এটা মানসিক রোগ। এর জন্য প্রয়োজন মানসিক কাউন্সেলিং। বিস্তারিত যে বইয়ে পাওয়া যাবে...আত্মহত্যার আত্মকথা। বইটি ঘরে বসে পেতে এখানে ক্লিক করুন।

আমার স্বপ্ন হচ্ছে আপনাদেরকে নিয়ে সু্স্থ সমাজ গঠন করা। মাদক থাকবে না। কিশোরগ্যাং থাকবে না। আপনাদের কাজ হলো শুধু আমাকে ফোন দিবেন। আমি হাজির  হয়ে যাবো ইনশাআল্লাহ। জনাব মোহাম্মাদ মহসিন স্যার, ওসি মিরপুর থানা।

`SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সেন্টার' আপনার মত স্বপ্ন দেখছে। বাংলাদেশের ৬৫২টি থানার সামাজিকভাবে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদেরকে সচেতন-স্মার্ট প্রশিক্ষণ প্রদান করে প্রস্তুত করতে স্মার্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।

 

উক্ত স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সফটওয়্যারে কি কি বিষয় আছে?


ক) আদর্শ সন্তান ও শিক্ষার্থী তৈরী করা বিষয়ক সকল কন্টেন্ট।


খ) বাংলাদেশ সরকারের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল, আলিয়া ও কওমী মাদরাসাসহ বিভিন্ন কিন্ডারগার্টেন এর একাডেমিক পড়াশোনা।


গ) অবাধ্য ও নেশাগ্রস্ত এবং কিশোরগ্যাং সন্তান-শিক্ষার্থীদের কাউন্সেলিং সংক্রান্ত সকল বিষয়।


ঘ) সুনাগরিক ও  আদর্শবান মানুষ হওয়ার সকল বিষয়।


ঙ) স্মার্ট শিক্ষক-শিক্ষিকা, স্মার্ট অভিভাবক-অভিভাবিকা, স্মার্ট ইমাম-খতিব সাহেবানদের প্রশিক্ষণের সকল বিষয়।


চ) স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে অগ্রগামী ভূমিকা পালন করা যাবে যেভাবে? উক্ত বিষয়াবলী। 

কেন আমাদের সন্তানদেরকে সঠিক ব্যবস্থাপনায় প্রযুক্তি শিখাতে হবে? কেন আগামী প্রজন্মকে প্রযুক্তিতে দক্ষ করে তুলতে হবে? শিশুদের ইন্টারনেট থেকে দূরে রেখে যোগ্য নাগরিক গড়ে তোলা যাবে না-সাবেক মাননীয় মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার 

SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার)সেন্টার এর ৮টি লক্ষ্য উদ্দেশ্যঃ

১. স্কুলের শিক্ষার্থীদেরকে আদর্শবান শিক্ষার্থী হিসেবে তৈরী করার স্মার্ট প্রচেষ্টা। বিভিন্ন পুরস্কার ইত্যাদি প্রদান করে উৎসাহ প্রদান করা। 

২. আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আদর্শবান শিক্ষার্থী হিসেবে তৈরী করার স্মার্ট প্রচেষ্টা। বিভিন্ন পুরস্কার ইত্যাদি প্রদান করে উৎসাহ প্রদান করা। 

৩. কওমী মাদরাসার শিক্ষার্থীদেরকে আদর্শবান শিক্ষার্থী হিসেবে তৈরী করার স্মার্ট প্রচেষ্টা। বিভিন্ন পুরস্কার ইত্যাদি প্রদান করে উৎসাহ প্রদান করা। 

৪. আদর্শবান ও সচেতন অভিভাবক-অভিভাবিকা তৈরীর স্মার্ট চেষ্টা। বিভিন্ন পুরস্কার ইত্যাদি প্রদান করে উৎসাহ প্রদান করা।

৫. সকল শ্রেণির শিক্ষক-শিক্ষিকাদেরকে আদর্শবান ও সচেতন এবং স্মার্টভাবে পাঠদান করার ব্যাপারে সহায়তা করার স্মার্ট চেষ্টা করা। বিভিন্ন পুরস্কার ইত্যাদি প্রদান করে উৎসাহ প্রদান করা।

৬. শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক কর্তৃক আদর্শ কন্টেন্ট তৈরী করার মাধ্যমে তাদেরকে এককালীন/মাসিক ভাতা-সম্মানী, পুরস্কার ইত্যাদি প্রদান করে উৎসাহ প্রদান করা।

৭. ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার’ নতুন কারিকুলামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ণে সহায়ক ভূমিকা পালনে বদ্ধপরিকর।

৮. জ্ঞানের চর্চায় অবদান রাখতে লেখক প্রকাশকদের বই বিক্রিতে সহায়তা করা এবং তাদেরকে উৎসাহ প্রদান ও প্রচার-প্রসার করা। পাশাপাশি যাদের বই ও কন্টেন্ট SQSF স্মার্ট লাইব্রেরী  ও কাউন্সেলিং সফটওয়্যার স্মার্ট লাইব্রেরীতে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে এককালীন/মাসিক ভাতা-সম্মানী, পুরস্কার ইত্যাদি প্রদান করে উৎসাহ প্রদান করার।

 

SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সফটওয়্যার এর বাহির ও ভিতরের অংশের বিভিন্ন চিত্র

SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সফটওয়্যার এর মূল কার্যক্রম ৬টি

১. স্কুলের শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক-অভিভাবিকাদের সুন্দর জীবন গঠণে স্মার্ট কাউন্সেলিং এর মাধ্যমে সহায়তা করা।

স্কুল ও SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সফটওয়্যার

২. আলিয়া মাদরাসার শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক-অভিভাবিকাদের সুন্দর জীবন গঠণে স্মার্ট কাউন্সেলিং এর মাধ্যমে সহায়তা করা।

 

৩. কওমী মাদরাসার শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক-অভিভাবিকাদের সুন্দর জীবন গঠণে স্মার্ট কাউন্সেলিং এর মাধ্যমে সহায়তা করা।

৪. অবাধ্য, নেশাগ্রস্ত ও কিশোরগ্যাং সহ বিভিন্ন সামাজিক অপরাধে যুক্ত এমন শিক্ষার্থী-সন্তানদেরকে  শিক্ষক ও অভিভাবক-অভিভাবিকা এবং স্থানীয় প্রসাশনের সহায়তায়  সুন্দর ও আদর্শ জীবন গঠণে স্মার্ট কাউন্সেলিং এর মাধ্যমে সহায়তা করা।  

 

৫. অপরাধ মুক্ত সমাজ ও আদর্শ শিক্ষার্থী-সন্তান এবং শিক্ষা প্রতিষ্ঠান গড়তে শিক্ষক-অভিভাবকসহ ইমাম ও খতিব সাহেবানদের জন্য স্মাট প্রশিক্ষণ প্রদান করা।

 

৬. সমাজের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং দ্বীনের লাইনের দায়িত্বশীল ব্যক্তিবর্গদের সার্বিক পরামর্শ ও সহায়তা গ্রহণ করা।
 

বর্তমান সমাজের বাস্তবতা এবং ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সফটওয়্যার’ কেন প্রয়োজন?

SQSF একটি স্মার্ট সহায়িকা, যা সকল বিষয়ের শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তৈরী করা হয়েছে। স্মার্ট ক্লাস ও পাঠদানের ব্যবস্থা করেছে, আলহামদুলিল্লাহ।

বিস্তারিত জানতে নিচের হোয়াটসঅ্যাপ আইকনে (01764444731) ক্লিক করে পরিচয় দিয়ে আপনার সন্তানকে নিয়ে কি কি সমস্যায় ভুগছেন আমাদেরকে জানান। আমাদের দক্ষ শিক্ষকগণ আপনাকে সহায়তা করতে বদ্ধপরিকর, ইনশাআল্লাহ।

‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সফটওয়্যার’ নতুন কারিকুলামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ণে সহায়ক ভূমিকা পালনে বদ্ধপরিকর।

SQSF স্মার্ট শিক্ষক-অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র।

ইমাম-খতিব ও SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং সফটওয়্যার। ইমাম প্রশিক্ষণ একাডেমি। ইসলামিক ফাউন্ডেশন।

বহির্বিশ্বে প্রায় দেড় কোটি বাংলাদেশের বাঙ্গালী প্রবাসী বসবাস করে, পাশাপাশি ভারতেরও বাঙ্গালী প্রবাসী ছড়িয়ে আছে সারা বিশ্বে। তারাও কুরআন শিখে। পাকিস্তান ভারত ও মিশরের আলেমসমাজ তাদেরকে পড়ায়। বাঙ্গালী প্রবাসীগণ চায় তারা ও তাদের ছেলে মেয়েকে বাঙ্গালী আলেমগণ পড়াক। ঠিক এই জায়গায় ‘SQSF-স্মার্ট শিক্ষক (ইমাম-খতিব) প্রশিক্ষণ কেন্দ্র’ কাজ করছে, আলহামদুলিল্লাহ। এতে করে দেশে বিদেশি মুদ্রা আসায় দেশের লাভ হবে। অন্যদিকে  ইমাম-খতিব সাহেবানগণ মসজিদ কর্তৃক সামান্য বেতনের পাশাপাশি অতিরিক্ত ইনকাম হওয়ায় তাদের পারিবারিক জীবন পরিচালনায় অনেকটা সহজ হবে, ইনশাআল্লাহ।

আমরা খুব সহজে ইমাম-খতিবদের কাছ আজীবন আন্তরিক দোয়া পেয়ে যাব, ইনশাআল্লাহ। আমাদের বাঙ্গালী আলেমসমাজের মাধ্যমে খুব সহজে বহির্বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে পড়বে, ইনশাআল্লাহ।

 

SQSF স্মার্ট প্রশিক্ষণ সম্পর্কে ৬৪ জেলা থেকে শতাধিক আলেমের অভিমত

সুইডেন থেকে ইসমাঈল বাংলা শিখছে

SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং সফটওয়্যার কেন এত কাজ করার চেষ্টা করছে? কি লাভ?
আল্লাহ তায়ালা বলেন, ‘তোমাদের মধ্যে একজন রাসুল প্রেরণ করেছেন, যিনি তাদেরকে তাঁর আয়াতগুলো পড়ে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন। অথচ এর আগে তারা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল।’ 
আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য কর তবে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থানকে সুদৃঢ় করে দেবেন’। আল্লাহকে সাহায্য করার অর্থ, আল্লাহর দ্বীনের সাহায্য করা। আর দ্বীনের সাহায্য হলো ক. নিজে দ্বীন শিক্ষা লাভ করা। খ. অন্যকে দ্বীন শিক্ষা দেওয়া। গ. দ্বীন শিখতে ও শিক্ষা দিতে যাবতীয় উপায়-উপকরণে নিজ জান-মাল খরচ করা।
আল্লাহ তা’আলা বলেন, “তিনি যাকে চান, হিকমত দান করেন। আর যে ব্যক্তি হিকমত লাভ করে সে আসলে বিরাট সম্পদ লাভ করেছে। এই কথা থেকে তেবলমাত্র তারাই শিক্ষা লাভ করে যারা বুদ্ধিমান ও জ্ঞানী।” (সুরা বাকারা : ২৬৯)।
আল্লাহ যাদের কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যে জ্ঞানের আলোকে আল্লাহর সন্তুষ্টির পথ সুষ্পষ্ট দেখতে পায়। হালাল-হারাম, কল্যাণ-অকল্যাণ, আলো ও অন্ধকারের মধ্যে সুষ্পষ্ট পার্থক্য রেখা টানতে পারেন।
মহানবী সা. বলেন ‘মানুষ যখন মারা যায়, তখন তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়, কেবল তিনটি আমল ব্যতীত : (ক) সাদাক্বায়ে জারিয়া (খ) এমন ইলম যা থেকে কল্যাণ লাভ হয় এবং (গ) নেককার সন্তান, যে তার জন্য দো‘আ করে’।
মহানবী সা. বলেন "লোকদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে সেই যে লোকদের জন্য বেশী উপকারী।"

وَ اَنۡزَلۡنَاۤ اِلَیۡكَ الۡكِتٰبَ بِالۡحَقِّ مُصَدِّقًا لِّمَا بَیۡنَ یَدَیۡهِ مِنَ الۡكِتٰبِ وَ مُهَیۡمِنًا عَلَیۡهِ فَاحۡكُمۡ بَیۡنَهُمۡ بِمَاۤ اَنۡزَلَ اللّٰهُ وَ لَا تَتَّبِعۡ اَهۡوَآءَهُمۡ عَمَّا جَآءَكَ مِنَ الۡحَقِّ ؕ لِكُلٍّ جَعَلۡنَا مِنۡكُمۡ شِرۡعَۃً وَّ مِنۡهَاجًا ؕ وَ لَوۡ شَآءَ اللّٰهُ لَجَعَلَكُمۡ اُمَّۃً وَّاحِدَۃً وَّ لٰكِنۡ لِّیَبۡلُوَكُمۡ فِیۡ مَاۤ اٰتٰىكُمۡ فَاسۡتَبِقُوا الۡخَیۡرٰتِ ؕ اِلَی اللّٰهِ مَرۡجِعُكُمۡ جَمِیۡعًا فَیُنَبِّئُكُمۡ بِمَا كُنۡتُمۡ فِیۡهِ تَخۡتَلِفُوۡنَ ﴿ۙ۴۸

আর আমি তোমার প্রতি কিতাব নাযিল করেছি যথাযথভাবে, এর পূর্বের কিতাবের সত্যায়নকারী ও এর উপর তদারককারীরূপে। সুতরাং আল্লাহ যা নাযিল করেছেন, তুমি তার মাধ্যমে ফয়সালা কর এবং তোমার নিকট যে সত্য এসেছে, তা ত্যাগ করে তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। তোমাদের প্রত্যেকের জন্য আমি নির্ধারণ করেছি শরীআত ও স্পষ্ট পন্থা এবং আল্লাহ যদি চাইতেন, তবে তোমাদেরকে এক উম্মত বানাতেন। কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন, তাতে তোমাদেরকে পরীক্ষা করতে চান। সুতরাং তোমরা ভাল কাজে প্রতিযোগিতা কর। আল্লাহরই দিকে তোমাদের সবার প্রত্যাবর্তনস্থল। অতঃপর তিনি তোমাদেরকে অবহিত করবেন, যা নিয়ে তোমরা মতবিরোধ করতে।

পারিবারিক বন্ধন প্রাণবন্ত রাখবেন যেভাবে। শাইখ উমায়ের কোব্বাদী

পৃথিবীর হালচালঃ ভয়ংকর মানবিক বিপর্যয়ের সমাচার।
৭ সন্তানের ফেলে যাওয়া জামালকে বেওয়ারিশ হিসেবে দাফন
সন্তানদের ইসলাম ও আখিরাত কি ও কেন? না শিখানোর পরিনতি। আফসোস। মা অসুস্থ। হাসপাতালে না নিয়ে টিপ সই নিয়ে ব্যস্ত!
ছেলে-পুত্রবধূর অপমান সইতে না পেরে মা-বাবার বিষপান-বাংলা ভিশন

SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং সফটওয়্যার কে বা কারা এবং কিভাবে বাস্তবায়ন করছে?
১. মূল পরিকল্পনায় ও উদ্দ্যোক্তাঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র ধর্মীয় শিক্ষক-মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রশিক্ষক, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন।
২. সফটওয়্যার ডেভোলপম্যান্ট ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও এডুটেক সফটওয়্যার ফার্ম।
৩. সিলেবাস ও কন্টেন্ট ডেভোলপম্যান্ট ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও দক্ষ আলেম এবং শিক্ষক টিম।
৪. অর্থায়নেঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও দ্বীনি ভাই-বোনগণ।
৫. উপদেষ্টা পরিষদঃ দ্বীনি ও সামাজিক লাইনের দায়িত্বশীলগণ। স্কুল, কওমী ও আলিয়া মাদরাসার গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। ইমাম ও খতিব সাহেবানগণ। দানশীল ব্যক্তিবগ। প্রশাসনের দায়িত্বশীলগণ।
৬. মার্কেটিং ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও দক্ষ মার্কেটিং টিম। ইমাম-খতিব, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ।
৭. কাউন্সেলিং ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও উক্ত বিষয়ে দক্ষ ওলামায়ে কেরামগণসহ প্রশাসনের ও সামাজিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
৮. অবাধ্য, নেশাগ্রস্ত ও কিশোরগ্যাংদের কাউন্সেলিং এর মাঠ পর্যায়ে যেভাবে কাজ চলছেঃ থানা ভিত্তিক SQSF এর সামাজিক কার্যক্রম বাস্তবায়ন টিম মেম্বারগণ। নিচে এই বিষয় বিস্তারিত..

অবাধ্য, নেশাগ্রস্ত ও কিশোরগ্যাংদের কাউন্সেলিং এর থানা ভিত্তিক SQSF এর সামাজিক কার্যক্রম বাস্তবায়ন টিম মেম্বারগণদের তালিকার ফরমেট

১. স্থানীয় থানার ওসি মহোদয়, অপরাধ বিভাগের গোয়েন্দা শাখার দায়িত্বশীল।
২. স্থানীয় থানার/এলাকার কমিশনার/চেয়ারম্যান মহোদয়।
৩. স্থানীয় বাড়ীর মালিক সমিতির সভাপতি মহোদয়।
৪. স্থানীয় মসজিদের ইমাম ও খতিব সাহেবানগণ।
৫. স্থানীয় এলাকা/গ্রামের স্কুল-কলেজের প্রিন্সিপাল মহোদয়।
৬. স্থানীয় এলাকা/গ্রামের আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মহোদয়।
৭. স্থানীয় এলাকা/গ্রামের কওমী মাদরাসার প্রিন্সিপাল মহোদয়।
৮. স্থানীয় এলাকা/গ্রামের বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীলগণ।
৯. স্থানীয় এলাকা/গ্রামের আসনের এমপি মহোদয়।
১০. স্থানীয় এলাকা/গ্রামের SQSF এর সচেতন অভিভাক-অভিভাবিকাবৃন্দ।
১১. স্থানীয় এলাকা/গ্রামের সংবাদ কর্মি-কর্মকর্তা, দায়িত্বশীলগণ। মিডিয়া ব্যক্তিবর্গ।
১২.স্থানীয় এলাকা/গ্রামের SQSF এর প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, ইমাম ও খতিব সাহেবানগণ।

★বিস্তারিত জানতে বিভিন্ন লিংক

SQSF কাউন্সেলিং এর মাধ্যমে অবাধ্য ও নেশাগ্রস্ত সন্তান আলোর পথে যেভাবে

মাদক কি ও প্রতিরোধের উপায় কি?

মাদকাসক্তির কারণ ও প্রতিকার এবং মাদকাসক্তের চিকিৎসা

নেশার টাকা না পেয়ে কিশোরের ‘আত্মহত্যা’

ধূমপানে আসক্তি থেকে সন্তানকে মুক্ত করবেন যেভাবে

কিশোর গ্যাং প্রতিরোধে করণীয়

সন্তানের দিকে নজর দিন কেন বিপথে কিশোরেরা?

পৃথিবীর হালচালঃ ভয়ংকর মানবিক বিপর্যয়ের সমাচার

তথ্যপ্রযুক্তি ব্যবহারে শিশুদেরকে রোধ নয়, সচেতনতা জরুরী

প্রযুক্তির যুগে সন্তানের প্রতিপালন

তথ্যপ্রযুক্তিতে আসক্তি নয়, হোক ইতিবাচক ব্যবহার

সন্তানের প্রযুক্তি আসক্তি: মা–বাবার করণীয়

SQSF স্বাস্থ্যসেবা প্রজেক্ট

এসকিউএসএফ স্বাস্থ্যসেবা প্রজেক্ট কি ও কেন?
ফ্রি ডক্টর দেখান-১, প্যানাসিয়া হেলথ অ্যাপ
নোবেল কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিঃ, মিরপুর ৬০ ফিট, ভাঙ্গা ব্রীজ।
রেমিকন হেল্থ সার্ভিসেস লিমিটেড, মিরপুর-১৪
কুরআনি ‍রুহানী চিকিৎসা ও আমল
কওমী মাদরাসা ভিত্তিক রক্তদান কর্মসূচী

SQSF ও নোবেল কেয়ার হসপিটালের উদ্যোগে রক্তের গ্রুপিং করার কার্যক্রম চলছে। মিরপুর দারুল উলুম মাদরাসা, মিরপর-১৩।

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা বলেনঃ

وَ مَا  لَکُمۡ   اَلَّا تُنۡفِقُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰہِ وَ لِلّٰہِ مِیۡرَاثُ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ

'তোমাদের কী হলো যে, তোমরা আল্লাহর পথে ব্যয় করছ না? অথচ আসমানসমূহ ও যমীনের উত্তরাধিকারতো আল্লাহরই (কাজেই তাঁর পথে ব্যয় করলে তোমরা দরিদ্র হয়ে যাবে এ আশঙ্কার কোন কারণ নেই)।'

সূরাঃ ৫৭ আল-হাদীদ আয়াত ১০

SQSF স্মার্ট মকতব প্রকল্প


 ব্যবসায়ীক সিন্ডিকেট ভাঙ্গতে আমাদেরকে ৭৮১৯১ টি গ্রামে ব্যবসায়ীক নেটওয়ার্ক গড়ে তুলতে হবে, ইনশাআল্লাহ।

কর্মসংস্থান সৃষ্টি বেশি সওয়াবের কাজ। কর্মসংস্থান বাই ‘ফ্যামিলি শপ লিমিটেড-Family Shop  ltd’ একটি স্মার্ট ব্যবসায়ীক প্ল্যাটফর্মSQSF এর উদ্যোক্তা তৈরীর ভিশন ও মিশনের ধারাবাহিকতায় আলেম ওলামা ও দ্বীনি ভাই-বোন এবং এলাকার বেকারদের জন্য খুব সহজে কর্মের জীবন সাজানোর স্মার্ট সমাধান। পাশাপাশি কিশোরগ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধে যুক্তদেরকে আলোর পথে ফিরিয়ে এনে কর্মদক্ষতা মূলক প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের স্মার্ট সমাধানের ব্যবস্থা। ব্যবস্থাপনায়-ফ্যামিলি শপ লিমিটেড.কম।

ফেস দ্যা পিপল

আপনার আশপাশে কি চাঁদাবাজি ও জোর জবরদস্তি করে কোনো ক্ষতি সাধন করছে কেউ? পুরো বিস্তারিত প্রমান সহকারে আমাদেরকে ইমেইল করুন এবং পেজের ইনবক্সে পাঠান। আমরা প্রকাশ করবো জনগণের সামনে।  ইমেইল এড্রেসঃ newsfacethepeople@gmail.com


নৈতিক মূল্যবোধ শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান। SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সেন্টার। হিলফুল ফুযুল সংঘটনের স্মার্ট ভার্সন।  Sqsf.org

★আমরা দীর্ঘ গবেষণায় সমাজের সকল সমস্যার মূলে মোট তিনটি কারণ খুঁজে পেয়েছি, উক্ত সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যেই আমাদের এই উদ্দ্যোগ। 

১. কাউন্সেলিং হীনতা তথা শুদ্ধ বুঝ ব্যবস্থা গঠন না হওয়া। অহংকার, হিংসা ইত্যাদি। 
২. বেকারত্ব। ব্যবসায়ীক সিন্ডিকেট। খাবারে ভেজাল। অতিরিক্ত লোভ-লালসা।
৩. বিবাহ - শাদি কঠিন, জেনা ব্যভিচার সহজ,  বিবাহ বহির্ভূত প্রেম-পরকিয়া,  ইত্যাদি। এই সমস্যাগুলোর স্মার্ট সমাধান ই হলো SQSF আলহামদুলিল্লাহ। আসুন সবাই মিলে এই পরিবর্তনে সহায়তা করি।

★আমরা চার শ্রেণীর লোকদের মধ্যে আলাদা করে কাজ করছি। ★একজনকে চার প্রেক্ষিতে কাজ করা জরুরী নয়, তবে একজন চাইলে সকল সেক্টরের প্রশিক্ষণ গ্রহণ করে সামাজিক খেদমত আঞ্জাম দিতে পারবে, ইনশাআল্লাহ। 

★আমাদেরকে আগে ভালো মানুষ হতে হবে। আমি যদি শত্রুর ভালো কাজের প্রশংসা ও বন্ধুর মন্দ কাজের গঠন মূলক সমালোচনা করতে ব্যর্থ হই, তাহলে আমি এখনো ভালো মানুষ হয়ে উঠতে পারিনি।

★আগামী প্রজন্মের সুস্থ সমাজ গঠনের জন্য এই চারটি বিষয়ে একই সাথে কাজ করা জরুরী মনে করি। প্রতিটি বিষয় একে অপরের সাথে যুক্ত। 


১. আদর্শ সন্তান-শিক্ষার্থীদের জন্য -SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সেন্টার।
গ্রুপ লিংক

 

২. আদর্শ শিক্ষক-অভিভাভকের অন্য- SQSF স্মার্ট শিক্ষক-অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র।
গ্রুপ লিংক 

 

৩. বেকার যুবক-যুবতীদের জন্য- SQSF এর কর্মদক্ষতা মূলক প্রশিক্ষণ এবং ফ্যামিলি শপ লিমিটেড.কম ব্যবসায়ীক প্ল্যাটফর্ম। 
গ্রুপ লিংক 

 

৪.নৈতিক মূল্যবোধের পরিবার গঠন করতে সুস্থ আগামী প্রজন্মের সন্তান ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণ করতে-
SQSF পাত্র-পাত্রীদের বিবাহের তথ্য সেন্টার। বিবাহ দ্বীনের অর্ধেক। 

গ্রুপ লিংক 
 

★বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন 
sqsf.org
Familyshopltd.com

বিস্তারিত ভিডিও আলোচনা শুনতে
https://youtu.be/Qu2_fHKSjXk?t=2&feature=shared

★ মোহনা টিভিতে প্রতিবেদন, অবাধ্য, নেশাগ্রস্ত, কিশোর গ্যাং এ যুক্ত সন্তান-শিক্ষার্থীদেরকে আলোর পথে ফিরিয়ে আনতে স্মার্ট লাইব্রেরী 
https://youtu.be/sTuEybrRLio

★ চ্যানেল আই তে প্রতিবেদন, সামাজিক মূল্যবোধ শিক্ষা দেবে স্মার্ট লাইব্রেরী। 

https://www.youtube.com/watch?v=Sr8q8Lzj_Xc

★আপনি জান, মাল ও সময় ব্যয় করে এই মহৎ খেদমত আঞ্জাম দিয়ে সুস্থ সমাজ বিনির্মাণে অংশ গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ 

★প্রতিদিন কম্পক্ষে ২ কাপ চায়ের মূল্য ২০/-, মাসে মাত্র ৬০০/- দিয়ে যে একটি খেদমতে শরিক হতে বা একটি প্রশিক্ষণ গ্রহণ করে সমাজে অবদান রাখতে  পারবেন, ইনশাআল্লাহ। 

★বিস্তারিত আলোচনা করতে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে এই নাম্বারে যোগাযোগ করুন
#01764444731

Follow us @Facebook
Visitor Info
100
as on 14 Dec, 2024 03:26 PM
©EduTech-SoftwarePlanet