আস-সালামু আলাইকুম। SQSF-কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরী (আত্নশুদ্ধির সফটওয়্যার)।
আস-সালামু আলাইকুম। হে অতিথী আপনাকে ৬৫২টি থানার ৮৭১৯১টি গ্রামসহ বিশ্বব্যাপী নৈতিক ও সামাজিক মূল্যবোধ (তথা নিজের মধ্যে ন্যায়পরায়ণতা-সততা, ভালোবাসা ইত্যাদি ধারণ করা এবং জুলুম, অবিচার, দলীয়করণ, হিংসা, অহংকার ইত্যাদি পরিহার করা) শিক্ষার প্রতিষ্ঠান ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার’ এ স্বাগতম। তুমি কখনো মনে করো না যে, জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফিল। তবে তিনি তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দেন, যেদিন চক্ষু হবে স্থির। (সূরা ইবরাহীম, আয়াত ৪২) স্কুল ও আলিয়া এবং কওমী সিলেবাসসহ ইসলামের পূর্ণাঙ্গ সিলেবাসের অপূর্ব সমন্বয়ে আগামী প্রজন্মকে ধর্ম ও কর্মে নৈতিক ও সামাজিক মূল্যবোধ তৈরীর মাধ্যমে সুস্থ ও নিরাপদ সমাজ এবং বৈষম্যহীন ও বেকারত্বমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলার অবিরাম চেষ্টা...আল্লাহ সহায় হোন, আমিন। ভিডিও লেকচার দেখতে ক্লিক করুন। যে শিক্ষা জীবনের জড়ত্ব ঘুচিয়ে আত্মাকে মার্জিত করে না তা প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার উদ্দেশ্য আত্মশক্তির উদ্বোধন। আমাদের শিক্ষা ব্যবস্থায় তা সম্ভব হচ্ছে না- বিশিষ্ট কবি মোঃ মুস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। আল্লাহ তায়ালা যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী-রাসূল ও কিতাব প্রেরণ করেছেন, যারা উক্ত রাসূল ও কিতাবের অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ সফল করেছেন। আর যারা অনুসরণ করেন নাই, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। হে সন্তান-শিক্ষার্থী! যদি তোমার এক হাতে কিতাব ও অন্য হাতে শিক্ষক থাকে তবে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না, ইনশাআল্লাহ্। সন্তানকে খেলনা না দিলে এক ঘন্টা কাঁদবে, কিন্তু জ্ঞান ও নৈতিক মূল্যবোধ শিক্ষা না দিলে সারা জীবন কাঁদবে। আর নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় শিক্ষা না দিলে কিয়ামতের দিনেও কাঁদবে, আপনিও কাঁদবেন। আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ দান করুন, আমিন। আমি যদি শত্রুর ভালো কাজের প্রশংসা ও বন্ধুর মন্দ কাজের গঠন মূলক সমালোচনা করতে ব্যর্থ হই, তাহলে আমি এখনো ভালো মানুষ হয়ে উঠতে পারিনি। আমি তো প্রত্যেক জাতির মধ্যে এ মর্মে রাসুল পাঠিয়েছি যে তোমরা আল্লাহর ইবাদত করো ও ‘তাগুত’ বর্জন করো। অতঃপর তাদের মধ্যে কিছুসংখ্যক মানুষকে আল্লাহ সৎ পথে পরিচালিত করেন এবং কিছুসংখ্যকের জন্য বিপথগামিতা অবধারিত হয়ে যায়। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো, মিথ্যারোপকারীদের কী পরিণতি হয়েছিল। [সুরা : নাহল, আয়াত : ৩৬ (প্রথম পর্ব)] আবূ যার (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেন, “কোন ভাল কাজকে তুচ্ছ ভেবো না, যদিও তা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করার কাজ হয়।” (মুসলিম ২৬২৬) ذٰلِكَ الۡكِتٰبُ لَا رَیۡبَ ۚۖۛ فِیۡهِ ۚۛ هُدًی لِّلۡمُتَّقِیۡنَ ۙ﴿۲ এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হিদায়াত। সফলতা কখনো একদিনে আসে না। দিনের পর দিন শ্রম দিতে হয়। আর ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হয়। সাফল্যের পিছনে ছুটলে তুমি কোনদিন ও সফলতা পাবে না, কর্মের পিছনে ছুটো সাফল্য এমনিতেই তোমার কাছে এসে ধরা দেবে ইনশাআল্লাহ। وَ مَاۤ اَرۡسَلۡنَا مِنۡ رَّسُوۡلٍ اِلَّا بِلِسَانِ قَوۡمِهٖ لِیُبَیِّنَ لَهُمۡ ؕ فَیُضِلُّ اللّٰهُ مَنۡ یَّشَآءُ وَ یَهۡدِیۡ مَنۡ یَّشَآءُ ؕ وَ هُوَ الۡعَزِیۡزُ الۡحَكِیۡمُ ﴿۴﴾
আর আমি প্রত্যেক রাসূলকে তার কওমের ভাষাতেই পাঠিয়েছি, যাতে সে তাদের কাছে বর্ণনা দেয়, সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সঠিক পথ দেখান। আর তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আয়াত-৪,সূরা ইব্রাহিম। আমাদের মনে রাখা দরকার, জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন এমন এক অপরাধ যা সাধারণত আল্লাহ মাফ করেন না, যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি (যার প্রতি অত্যাচার করা হয়েছে) জালিমকে (অত্যাচারী ব্যক্তিকে) মাফ না করেন। কুরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়বে না, জালেমদের সহযোগী হবে না, তাহলে আগুন (জাহান্নামের) তোমাদেরও স্পর্শ করবে (সূরা হুদ, আয়াত : ১১৩)। রাসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহতায়ালা জালিমকে দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। অবশেষে যখন পাকড়াও করেন তখন তাকে আর রেহাই দেন না। অতঃপর তিনি এ আয়াত পাঠ করেন, তোমার প্রভুর পাকড়াও এ রকমই হয়ে থাকে, যখন তিনি জুলুমরত জনপদগুলোকে পাকড়াও করেন। তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক, অপ্রতিরোধ্য। (সহিহ বুখারি ও মুসলিম)। *প্রযুক্তি আগুনের মত। হয়ত আপনাকে সেবা দিবে নতুবা ধ্বংস করবে। সচেতন ভাবে সেবা নেওয়াই বুদ্ধিমানের কাজ। আপনার আশপাশে কি চাঁদাবাজি ও জোর জবরদস্তি করে কোনো ক্ষতি সাধন করছে কেউ? পুরো বিস্তারিত প্রমান সহকারে আমাদেরকে ইমেইল করুন এবং পেজের ইনবক্সে পাঠান। আমরা প্রকাশ করবো জনগণের সামনে। ইমেইল এড্রেসঃ newsfacethepeople@gmail.com SQSF মোট চারটি সামাজিক প্রেক্ষাপট নিয়ে কাজ করছে, যা সম্পূর্ণ অরাজনৈতিক ও লাভ জনক খালেছ সেবামূলক আদর্শ প্রতিষ্ঠান। ১. SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ২. SQSF-স্মার্ট শিক্ষক ও অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ৩. SQSF-কর্মসংস্থান ও দক্ষতামূলক প্রশিক্ষণ কেন্দ্র (ফ্যামিলি শপ লিমিটেড.কম)। বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন। *কর্মসংস্থান সৃষ্টি বেশি সওয়াবের কাজ *কর্মসংস্থান বাই `ফ্যামিলি শপ লিমিটেড। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيراً لَّعَلَّكُمْ تُفْلِحُونَ ধর্মহীন কর্ম শিক্ষা ও কর্মহীন ধর্ম শিক্ষা উভয়ই জাতির জন্য অভিশাপ-হযরত শামসুল হক ফরিদপুরী রহ. নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস, অন্যের উপকার হচ্ছে সুপার হ্যাপিনেস-ডক্টর মোহাম্মদ ইউনুস ৪. SQSF-বিবাহের তথ্য সেন্টার। বিবাহ দ্বীনের অর্ধেক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
নৈতিক শিক্ষার কাউন্সেলিং ও সৎ কাজ ছাড়া জীবনের সফলতার কোন সমাধান নেই। তথ্যপ্রযুক্তিতে আসক্তি নয়, হোক ইতিবাচক ব্যবহার
|
SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সেন্টার কি ও কেন?
‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সফটওয়্যার’ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য স্মার্ট সমাধান। সুদ-ঘুষ নিয়ে বয়ান, চাকরিচ্যুত ইমাম, "একঘরে" চার পরিবার কিছু কিছু শিক্ষা পাঠ্যবই এর বাহির থেকেও শিখতে হয়। কত চমৎকার । দেখতে এখানে ক্লিক করুন। যে সকল সন্তান অবাধ্য অথবা নেশাগ্রস্ত বা যে সকল শিক্ষার্থী কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধে যুক্ত আমরা তাদেরকে আলোর পথে ফিরিয়ে আনতে প্রশাসন ও অভিভাবক এবং শিক্ষকসহ ইমাম খতিব সাহেবানদের সমন্বয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ। বিপদ থেকে বাচতে মেয়েদেরকে স্মার্টভাবে তথা খুব সহজ ও সুন্দর ভাষায় কাউন্সেলিং করছেন-Mohammad Mohsin PPM
কথায় কথায় রেগে যায় রজনী। হুটহাট করে রেগে যায়। দরজা বন্ধ করে দেয়। এভাবে একদিন রেগে গিয়ে আত্ন হত্যা করে। এটা রাগ নয়। এটা মানসিক রোগ। এর জন্য প্রয়োজন মানসিক কাউন্সেলিং। বিস্তারিত যে বইয়ে পাওয়া যাবে...আত্মহত্যার আত্মকথা। বইটি ঘরে বসে পেতে এখানে ক্লিক করুন। |