সাদাকা‌য়ে জা‌রিয়া প্রজেক্ট As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
সাদাকা‌য়ে জা‌রিয়া প্রজেক্ট

সাদাকা‌য়ে জা‌রিয়া প্রজেক্ট!

সাদাকা‌য়ে জা‌রিয়া প্রজেক্ট!
মাত্র ১০০/৫০০/১০০০/২০০০/৫০০০
বা যে কোনো পরিমান মাসিক দান করে একজন এতিম অসহায় ছাত্রের পূর্ণ বা আং‌শিক দা‌য়িত্ব গ্রহণ করুন। তা‌দের হাফেজ আলেম বানাবার দায়িত্বগ্রহণ করুন। সাদাকা‌য়ে জা‌রিয়ার অং‌শিদার হোন। অনুগ্রহপূর্বক পূর্ণ পোস্ট পড়ুন, এরপর সিদ্ধান্ত গ্রহণ করুন!!

মুহতারাম/মুহতারামা,
“আন-নাজাত হিফজুল কুরআন বালক ও বালিকা মাদরাসা ” দেশের বিজ্ঞ ওলামা-মাশায়েখের তত্ত্বাবধানে পরিচালিত একটি প্রাথমিক ইসলামী শিক্ষা ও গবেষণাকেন্দ্র। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সার্বিক দোয়া ও ই ২০১২ সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দীনী শিক্ষা কার্যক্রম অত্যন্ত সফলতার সাথে আঞ্জাম দিচ্ছে। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি বছর উন্নতি ও অগ্রগতির ধারাবাহিকতা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।
আন-নাজাত মাদরাসা বর্তমান ২০২১ এ প্রতিষ্ঠার ৯ম বর্ষে পদার্পণ করেছে। প্রায় ১৫০+ ছাত্র ও ছাত্রী এবং ১০জন দক্ষ শিক্ষক-শিক্ষিকার নিপুণ পাঠদান ও সুদক্ষ পরিচালনায় কুরআন হাদীসের জ্ঞান অর্জন করছে।
ইতোমধ্যে দেশ-বিদেশের বুজুর্গানে দীন উলামায়ে কেরামের নেক দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে। আমাদের সুদূর প্রসারী পরিকল্পনা আছে।
আপনি অবগত আছেন যে, এসব দীনী প্রতিষ্ঠান আল্লাহর অশেষ রহমত ও মুসলিম ভাইবোনদের সহযোগিতায়-ই পরিচালিত হয়ে থাকে।

আমাদের মারকাযে ৩ ধরনের ছাত্র পড়াশোনা করে থাকে__
১. যারা নিজেদের পূর্ণ ব্যয় নিজেরা বহন করে।
২. যারা নিজেদের আংশিক [৪০%/ ৫০%/৬০%] ব্যয় নিজেরা প্রদান করে।
অবশিষ্টাংশ মারকায সাধারণ বা লিল্লাহফান্ড থেকে ব্যয় করে। বরাবরই এমন ছা‌ত্রের সংখ্যা বেশি।
৩. যারা একবারই অসহায় বা এতিম।
এদের যাবতীয় ব্যয় আমরা দীনদরদী ভাইবোনদের দোয়া ও সহযোগিতায় ব্যবস্থা করে থাকি।

কিছুদিন আগে আমাদের আবেদনে অনেক ভাইবোন সাড়া দিয়েছেন, যাদের মাধ্যমে একাধিক অসহায় এতিমের যাবতীয় ব্যয়ের ব্যবস্থা হচ্ছে আলহামদুলিল্লাহ।

আল্লাহ তাআলা তাঁদের সবার দানকে কবুল করুন। হাদীসের সুসংবাদ অনুযায়ী রাসুল সা. এর সাথে জান্নাতে থাকার তাওফিক দিন।

আপনিও চাইলে প্রতি মাসে সামান্য টাকা দান করে সদকায়ে জারিয়ার অংশীদার হতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হাদীসের সুসংবাদপ্রাপ্ত লোকদের অন্তুর্ভূক্ত হবার তাওফিক দিন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমি ও এতিমের দায়িত্ব গ্রহণকারী জান্নাতে তর্জনী ও মধ্যমা আঙুলের মতো কাছাকাছি থাকবো। সহীহ মুসলিম : ২৯৮৩

বি. দ্র. প্রদেয় দান জাকাত ফান্ড থেকেও দিতে পারবেন। প্রতি মাসে বা বছরের যে কোনো সময় একবারে দিতে পারবেন। তবে রমজানে পরিশোধ করার প্রতি বিশেষ অনু‌রোধ থাক‌বে।

আন-নাজাত মাদরাসা সম্পর্কে জানতে_
+8801764444731
+8801685253531

www.annajatmadrasa.com


#ব্যাংক_হিসাব_নং
0431010001944
Annajat Hifjul Quran Balok o Balika Madrasha
Union Bank Ltd. Mirpur-10, Dhaka

বিকাশ, রকেট, নগদ : +8801764444731 [পারসোনাল]
বিকাশ : +8801685253531 [পার‌সোনাল]
আল্লাহ আমাদের দানকে কবুল করুন। আমীন!
#আমাদের_ইমেইল__

annajatmadrasha@gmail.com
#আমাদের_ইউটিউব_চ্যানেল__
#আমা‌দের_ও‌য়েবসাইট__ 
www.annajatmadrasa.com

#আমাদের_বর্তমান_ঠিকানা ৪৪/৪, উত্তর পীরেরবাগ, ‌৬০ ফিট মাইকের গলি হয়ে কামালের দোকান এর পিছনে আন-নাজাত মাদরাসা। মিরপুর-২, ঢাকা-১২১৬।

 

#আমা‌দের_বিভাগসমূহ_
পৃথক বালক ও বালিকা শাখা
১. নুরানি মক্তব ৩য় শ্রেনী পর্যন্ত
২. ছোট‌দের হিফজ (পৃথক বালক ও বালিকা শাখা)
৩. বয়স্ক-বয়স্কা হিফজ (পৃথক বালক ও বালিকা শাখায়)
৪. মাদানী নেসাব ১ম-২য় বর্ষ
৫. স্কুলের শিক্ষার্থীদের কুরআন শিক্ষা
৬. কর্মজীবীদের জন্য নৈশ কুরআন শিক্ষা বিভাগ

৭. সহীহ কুরআন শিক্ষা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে উন্মুক্ত কুরআন শিক্ষার পাশাপাশি বহুমূখী সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
www.sqsf.org

অনুদান পাঠানোর ঠিকানা নগদ: 01764 444 731 (Personal),  বিকাশ: 01685 253 531 (Personal) 

ব্যাংক_হিসাব_নং 0431010001944
Annajat Hifjul Quran Balok o Balika Madrasha
Union Bank Ltd. Mirpur-10, Dhaka,Bangladesh

Follow us @Facebook
Visitor Info
100
as on 14 Dec, 2024 03:37 AM
©EduTech-SoftwarePlanet