নেশার টাকা না পেয়ে কিশোরের ‘আত্মহত্যা’ A teenager commits suicide without getting drug money আস-সালামু আলাইকুম। SQSF-কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরী (আত্নশুদ্ধির সফটওয়্যার)।
নেশার টাকা না পেয়ে কিশোরের ‘আত্মহত্যা’

নেশার টাকা না পেয়ে কিশোরের ‘আত্মহত্যা’

নেত্রকোনার দুর্গাপুরে মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে আমগাছে ঝুলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শেখ ফরিদ (১৮) নামের এক কিশোর।

ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: সময় সংবাদ
ঘটনাস্থলে স্থানীয়দের ভিড়। ছবি: সময় সংবাদ
 

সোমবার (০৮ এপ্রিল) সকালে দুর্গাপুর উপজেলা পৌর শহরের দক্ষিণপাড়ার সুসং আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহত ফরিদ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আব্দুল করিমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শেখ ফরিদ নিয়মিত মাদক সেবন করতো। মাদক সেবনের জন্য মায়ের কাছ থেকে টাকা চেয়ে নিত।
গতরাতেও তার মায়ের কাছে ৪০০ টাকা চায় ফরিদ। টাকা না পেয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর রাতে আর বাড়ি ফিরেনি। সোমবার সকালে ঘরের পিছনের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় ফরিদকে দেখতে পায় প্রতিবেশী সাইফুল ইসলাম। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 

এ বিষয়ে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম জানান, মায়ের ওড়না দিয়ে গলায় পেঁচানো অবস্থায় ফরিদ নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Follow us @Facebook
Visitor Info
100
as on 18 Jul, 2025 10:20 PM
©EduTech-SoftwarePlanet