আস-সালামু আলাইকুম। SQSF-কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরী (আত্নশুদ্ধির সফটওয়্যার)।
আবেদনপত্র
তারিখ: 28/09/২০২৫ইং
প্রাপক:
মাননীয় ওয়াহিদউদ্দিন মাহমুদ সমীপে,
উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিষয়: বাংলাদেশের সকল স্কুল-কলেজে "কাউন্সেলিং প্রোগ্রাম" চালু করার আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমাদের প্রিয় বাংলাদেশে বর্তমান সময়ে শিক্ষার্থীদের নৈতিক, মানসিক, পারিবারিক ও সামাজিক চাপে ভারসাম্যহীনতা, হতাশা ও বিচ্যুতির হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রতিটি স্কুল ও কলেজে একজন করে শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত বা সমস্যাগ্রস্ত থাকছে, যা সামগ্রিক শিক্ষা পরিবেশকে ব্যাহত করছে।
এই পরিপ্রেক্ষিতে SQSF Counseling Center and Smart Library বাংলাদেশের শিক্ষাঙ্গনে একটি নৈতিক ও মানসিক সাপোর্ট সিস্টেম গঠনের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা মনে করি, প্রতিটি স্কুল-কলেজে সাপ্তাহিক/মাসিক ভিত্তিতে একটি "কাউন্সেলিং প্রোগ্রাম" যুক্ত করলে শিক্ষার্থীদের আচরণ, মনোভাব ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। এটি জঙ্গিবাদ, মাদকাসক্তি, আত্মহত্যা প্রবণতা ইত্যাদি থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে সহায়ক হবে।
SQSF এ লক্ষ্যে পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে। আমাদের রয়েছে অভিজ্ঞ ইসলামিক কাউন্সেলর, আধুনিক ভ্রাম্যমাণ স্মার্ট লাইব্রেরি ও মাল্টিমিডিয়া কাউন্সেলিং ইউনিট। আমরা চাই সরকারের অনুমোদন ও সহযোগিতায় জাতীয় পর্যায়ে এ কার্যক্রম পরিচালনা করতে।
অতএব, বাংলাদেশের সকল স্কুল ও কলেজে "কাউন্সেলিং প্রোগ্রাম" অন্তর্ভুক্ত করার জন্য আপনার সম্মানিত দপ্তরের সদয় বিবেচনা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
সৌজন্যে:
SQSF Counseling Center and Smart Library
উপদেষ্টা: সৈয়দ মোঃ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। গভর্ণর, ইসলামীক ফাউন্ডেশন।
বিনীত,
মুফতি মোঃ আরিফুল ইসলাম
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,
SQSF কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরী
সদর দপ্তর: ২৬, পূর্ব শেওড়াপাড়া, কাফরুল, ঢাকা।
মোবাইল: 01764-444731
ওয়েবসাইট: www.sqsf.org
সংযুক্তি
SQSF COUNSELING CENTER & SMART LIBRARY
এর বিস্তারিত প্রস্তাব। পরিচয়পত্র ও জরুরী কাগজপত্র। আগের আবেদন ও প্রস্তাব
Website: sqsf.org | Email: arifsvision@gmail.com | মোবাইল: 01764-444731
প্রস্তাবনা পত্র
প্রাপক:
মাননীয় শিক্ষা উপদেষ্টা
শিক্ষা মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বিষয়:
প্রতিটি স্কুল-কলেজে Islamic Counseling Center & Smart Library কার্যক্রম যুক্তকরণ এবং SQSF-এর মাধ্যমে ফ্রি ক্যাম্পেইন পরিচালনার অনুমতি ও সহযোগিতা চেয়ে আবেদন।
মাননীয় মহোদয়,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
বাংলাদেশের ৮৭১৯১টি গ্রামে প্রতিনিয়ত বেড়ে চলেছে কিশোর গ্যাং, মাদকাসক্তি, আত্মহত্যার প্রবণতা এবং নৈতিক অবক্ষয়ের মতো ভয়াবহ সামাজিক বিপর্যয়। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা এর সবচেয়ে বড় শিকার। এমন পরিস্থিতিতে প্রয়োজন সময়োপযোগী এবং ইসলামিক মূল্যবোধভিত্তিক কাউন্সেলিং ও জ্ঞানভিত্তিক কার্যক্রম।
SQSF (Social, Quranic, Smart Foundation)
Islamic Counseling Center & Smart Library প্রতিষ্ঠা করে ইতোমধ্যেই দেশের কিছু গ্রামে পাইলট প্রকল্পে কাজ শুরু করেছে। এতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে মানসিক স্বস্তি, নৈতিকতা এবং সামাজিক দায়িত্বশীলতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ সাড়া পাওয়া গেছে।
আমাদের প্রস্তাব:
১. প্রতিটি সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে SQSF-এর Islamic Counseling Center & Smart Library কার্যক্রম যুক্ত করার অনুমতি।
২. মাসে অন্তত একবার করে ফ্রি ইসলামিক কাউন্সেলিং ক্যাম্পেইন চালু করার সুযোগ।
৩. SQSF-এর প্রশিক্ষিত টিমকে বিদ্যালয় পরিসরে কাজ করার অনুমতি প্রদান।
৪. শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরামর্শ, দিকনির্দেশনা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিক অনুমোদন প্রদান।
কার্যক্রমের উদ্দেশ্য:
- শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক প্রশিক্ষণ
- আত্মহত্যা ও মাদকমুক্ত সমাজ গঠন
- কিশোর গ্যাং প্রতিরোধ
- শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থী সমন্বয়ে সুস্থ সমাজ গঠন
উপকারভোগী:
- শিক্ষার্থী
- অভিভাবক
- শিক্ষক
- সম্পূর্ণ সামাজিক পরিবেশ
উপসংহার:
এই উদ্যোগ শুধু শিক্ষা খাত নয়, বরং আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষা এবং একটি সুন্দর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। SQSF প্রয়োজনীয় লোকবল, অভিজ্ঞতা ও প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করতে প্রস্তুত।
সৌজন্যে:
SQSF Counseling Center & Smart Library
Email: arifsvision@gmail.com | ওয়েবসাইট: Sqsf.org
মোবাইল: 01764 444 731
আশা করি মহোদয় অনুগ্রহ করে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় অনুমতি ও অনুপ্রদান নিশ্চিত করবেন।
আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন। আমিন।
বিনীত,
মুফতি মোঃ আরিফুল ইসলাম
সমন্বয়ক, SQSF
তারিখ: ০৫.১০.২০২৫ইং
SQSF এর পক্ষ থেকে রাষ্ট্রের ও সমাজের দায়িত্বশীলদের প্রতি খোলা চিঠি।
An open letter from SQSF to society leaders.
স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আমরাও (আলেমসমাজ, শিক্ষক সমাজ) শিক্ষার খাতসহ সু্স্থ সমাজ বিনির্মাণে উল্লেখযোগ্য অবদান রাখতে চাই।
তারিখ: 28/09/২০২৫ইং
প্রাপক:
মাননীয় ওয়াহিদউদ্দিন মাহমুদ সমীপে,
উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
……………………………………………………………………………………………
{রাষ্ট্রের ও সমাজের দায়িত্বশীলদের প্রতি খোলা চিঠি প্রদান।
(মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়/মন্ত্রী মহোদয় /প্রতিমন্ত্রী মহোদয়/এমপি মহোদয়/প্রজেক্ট পরিচালক মহোদয়/কমিশনার মহোদয়/চেয়ারম্যান মহোদয়/থানার ওসি মহোদয়/বাড়ীর মালিক সভাপতি মহোদয়/ইমাম ও খতিব মহোদয়/সংবাদ কর্মী মহোদয় /সামাজিক সংগঠণের দায়িত্বশীল মহোদয় / স্কুল ও কলেজের প্রিন্সিপাল মহোদয় /কওমী মাদরাসার প্রিন্সিপাল মহোদয়/ কওমী মাদরাসার প্রিন্সিপাল মহোদয়/অভিভাবক-অভিভাবিকা প্রতিনিধি/বিশিষ্ট দানবীর মহোদয়/সমাজ সেবক মহোদয়)}
বিষয়ঃ
‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার’
WWW.SQSF.ORG / WWW.SQSFSMARTLIBRARY.ORG
ক) ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার’ এর প্রেজেন্টেশন দেওয়ার অনুমতি পাওয়া প্রসঙ্গে।
খ) স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আমরাও (আলেমসমাজ, শিক্ষক সমাজ) শিক্ষার খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে চাই এ প্রসঙ্গে।
গ) ইমাম ও খতিব সাহেবানগণ সমাজের অবাধ্য, নেশাগ্রস্ত, কিশোরগ্যাং এর সাথে যুক্ত শিক্ষার্থী-সন্তানদেরকে আলোর পথে
ফিরিয়ে আনার স্মার্ট কাউন্সেলিং এর মাধ্যমে সমাজে আরও কার্যকর ভূমিকা পালন প্রসঙ্গে।
ঘ) স্কুল এবং কওমী ও আলিয়া মাদরাসাগুলোতে ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সফটওয়্যার সংযুক্ত করা
এবং অফলাইনে স্মার্ট লাইব্রেরীর শাখা চালু করে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ণে সহায়তা প্রদান করা প্রসঙ্গে।
ঙ) মহোদয়ের সহায়তা পেলে আমরা পাইলট প্রজেক্ট হিসেবে মোট ৬৫২*১০০=৬৫২০০ জন ইমাম- খতিব সাহেবানগণকে
প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করতে আমরা সকল প্রস্তুতি গ্রহণ করেছি, এ প্রসঙ্গে।
চ) SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার কি কি কাজে সহায়তা করতে পারবে? এ প্রসঙ্গে।
১. ইমাম প্রশিক্ষণ একাডেমির সকল ইমাম-খতিবদেরকে স্মার্ট শিক্ষক প্রশিক্ষণ প্রদান করে বিদেশী মুদ্রা ইনকামে সহায়তা করা।
২. মসজিদ ভিত্তিক গণশিক্ষার সকল শিক্ষক-শিক্ষিকাদেরকে স্মার্ট শিক্ষক প্রশিক্ষণ প্রদান করে শিশুদেরকে স্মার্টভাবে পাঠদান
করার ব্যবস্থা করা।
৩. ৫৬০টি মডেল মসজিদের ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সাথে SQSF স্মার্ট লাইব্রেরীকে যুক্ত করা। প্রতিটি মসজিদের
মকতবকে স্মার্ট মকতবে রপান্তর করা।
৪. ৫০০০টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব ৩০০ টি শেখ রাসেল স্কুল অফ ফিউচার এর সাথে SQSF Smart Library কে
যুক্ত করা, যাতে করে শিক্ষার্থীরা স্মার্টভাবে এবং কার্যকরভাবে ডিজিটাল ডিভাইসগুলো পড়াশোনার কাজে ব্যবহার করতে পারে।
৫. ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রিয় লাইব্রেরীসহ মসজিদ ভিত্তিক সকল লাইব্রেরীতে স্মার্ট লাইব্রেরীর ভার্সন চালু করা।
৬. বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের কর্ণার অনলাইন ও অফলাইনে স্মার্ট লাইব্রেরীতে যুক্ত করা ও কোমলমতি সকল শিক্ষার্থীদের মাঝে তুলে
ধরার স্মার্ট ব্যবস্থা করা।
৭. সকল স্কুল, আলিয়া মাদরাসা ও কওমী মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদেরকে যুক্ত করে আদর্শবান নাগরিক হিসেবে
গড়ে তুলতে SQSF স্মার্ট কাউন্সেলিং এর মাধ্যমে যাবতীয় সহায়তা প্রদান করতে পারবে, ইনশাআল্লাহ।
8. নতুন প্রজন্মকে যোগ্য ও দক্ষ এবং আদর্শবান করে তুলতে প্রতিটি ঘরে, অফিসে, স্কুল ও মাদরাসায় এবং মসজিদে, মহল্লা ও
গ্রামে একটি করে SQSF স্মার্ট লাইব্রেরীর অফলাইন ও অনলাইন ভার্সন গড়ে তোলার স্মার্ট প্রচেষ্টা।
হে প্রিয় মহোদয়! আস-সালামু আলাইকুম।
১. আপনি জেনে খুশি হবেন যে, আমরা সুস্থ্য পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান বির্নিমাণে আপনার সাথে সমাজে অগ্রগামী ভূমিকা পালনে স্মার্টভাবে অংশ গ্রহণ করতে চাই। যে ভূমিকা পালনে আপনি অলরেডি আপনার জীবনের সামগ্রিক পরিশ্রম চালিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ।
আমরা আপনার এই পথের একজন স্মার্ট পথযাত্রী হতে চাই, এমন একটি স্বপ্ন নিয়ে ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার’ এর পথ চলা শুরু।
আমরা গত ২০২১ সন থেকে আনুষ্ঠানিকভাবে সকল কার্যক্রম শুরু করেছি। ২০২২ সালে সরকারীভাবে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ।
একটি বিষ ফোড়া যেমন পুরা শরীরকে বিষিয়ে তোলে, মনকে অশান্ত করে তোলে ঠিক তেমনি একজন অবাধ্য সন্তান-শিক্ষার্থী, নেশাগ্রস্ত সন্তান-শিক্ষার্থী, কিশোরগ্যাংয়ে যুক্ত একজন সন্তান-শিক্ষার্থী পুরা পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠানকে বিষিয়ে তোলে।
শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের বাস্তবতাঃ
শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অনিহা ও ক্লাসে বিশৃঙ্খলা চরম অবনতিতে....।
আদব-কায়দা যেন সোনার হরিণ...।
শিক্ষার্থীদের পরস্পর মারামারি ইত্যাদি...।
বিভিন্ন নেশায় আসক্ত.........।
কিশোর গ্যাংসহ বিভিন্ন ভয়ংকর অপরাধে যুক্ত..........।
শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষকদের প্রতি চরম ক্ষোভ/বদনাম ইত্যাদি...।
একটি সুস্থ্য পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অতিব প্রয়োজন একজন আদর্শ-নৈতিক সন্তান-শিক্ষার্থী। পাশাপাশি যুগ সচেতন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকা এবং ইমাম-খতিব, যারা আমাদের সমাজের মেইন চালিকা শক্তি।
আমরা তাদেরকে স্মার্ট প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মধ্যে একটা নৈতিক-আদর্শিক পরিবর্তন আনতে চাই।
উক্ত প্রচেষ্টার ধারাবাহিকতায় আমরা ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার’ প্রজেক্ট প্রস্তুত করেছি। আপনার সহায়তা পেলে আমরা সুস্থ্য সমাজ বির্নিমাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবো, ইনশাআল্লাহ।
২. আমরা খুব সহজে অনলাইনে প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের মুসল্লী ও স্কুল, মাদরাসার অভিভাবক-অভিভাবিকাদেরকে
সচেতনামূলক জরুরী প্রশিক্ষণ এর ব্যবস্থা করতে পারি।
এ ছাড়াবহির্বিশ্বে প্রায় দেড় কোটি বাংলাদেশের বাঙ্গালী প্রবাসী বসবাস করে, পাশাপাশি ভারতেরও বাঙ্গালী প্রবাসী ছড়িয়ে আছে সারা বিশ্বে। তারাও কুরআন শিখে। পাকিস্তান ভারত ও মিশরের আলেমসমাজ তাদেরকে পড়ায়। বাঙ্গালী প্রবাসীগণ চায় তারা ও তাদের ছেলে মেয়েকে বাঙ্গালী আলেমগণ পড়াক।
ঠিক এই জায়গায় ‘SQSF-স্মার্ট শিক্ষক (ইমাম-খতিব) প্রশিক্ষণ কেন্দ্র’ কাজ করছে, আলহামদুলিল্লাহ। আপনার সরকারের সহায়তায় আমাদের বাঙ্গালী আলেমসমাজের মাধ্যমে খুব সহজে বহির্বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে পড়বে, ইনশাআল্লাহ। আমরা এই প্রজেক্টটি বাস্তবায়ন করতে চাই। এক্ষেত্রে আপনার সকল ধরনের পরামর্শ ও সহায়তা কামনা করছি। সুস্থ সমাজ বির্নিমাণে ইমামগণ যত শিক্ষার্থীদেরকে কাউন্সেলিং করে আলোর পথে ফিরিয়ে আনবেন এবং যত গুলো স্মার্ট মক্তব/ স্মার্ট কাউন্সেলিং সেন্টার/ স্মার্ট শিক্ষক-অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র চালু করবেন, আমরা সকল ক্ষেত্রেই সাদকায়ে জারিয়া হিসেবে সাওয়াব পাব, ইনশাআল্লাহ। যার সুফল এদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী ও অভিভাবক ভোগ করবে, ইনশাআল্লাহ। মহান আল্লাহ তায়ালার দরবারে এই বিশ্বাস ও আশা রাখি।
৩. পাশাপাশি হে প্রিয় মহোদয়, বঙ্গবন্ধু মরহুম শেখ মজিবুর রহমানের যোগ্য কন্যার যোগ্য সৈনিক হিসেবে আরও একধাপ এগিয়ে ইসলামের প্রচারে-প্রসার ও সুস্থ্য সমাজ বিনির্মাণে স্বরণীয় অবদান রাখুন আমরা এই আশা করি। আপনি সব সময় আলেম ও শিক্ষক সমাজের পাশে থাকুন এই দোয়া করি। হে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ দান করুন, আমিন।
আমরা যেভাবে কাজ করার চেষ্টা করছিঃ
১. আমরা বর্তমানে ব্যক্তিগত উদ্যোগে প্রশক্ষণ দিচ্ছি। আমরা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই প্রজেক্ট নিয়ে যেতে চাই। ভবিষ্যতে ‘SQSF-স্মার্ট শিক্ষক (ইমাম-খতিব) প্রশিক্ষণ কেন্দ্র’ এর মাধ্যমে সরকারী/বেসরকারী সহায়তায় প্রশিক্ষণ দিতে চাচ্ছি।
২. দ্বিতীয় পর্যায়ে আমরা SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সেন্টার এর ‘নৈতিক মানুষ গড়ার আদর্শ কোর্স_An ideal course for making moral people’ এর মাধ্যমে সন্তান-শিক্ষার্থীদেরকে শুরু থেকেই আদর্শবান ও সু-নাগরিক হিসেবে গড়ে তোলার স্মার্ট চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ।
৩. আমরা অবাধ্য, নেশাগ্রস্ত ও কিশোরগ্যাং সহ বিভিন্ন সামাজিক অপরাধে যুক্ত এমন শিক্ষার্থী-সন্তানদেরকে শিক্ষক ও অভিভাবক-
অভিভাবিকা এবং স্থানীয় ইমাম-খতিব সাহেবান এবং প্রশাসনের সহায়তায় সুন্দর ও আদর্শ জীবন গঠণে স্মার্ট কাউন্সেলিং এর
চমৎকার আয়োজন করছি, আলহামদুলিল্লাহ।
কেন আমাদের সন্তান-শিক্ষার্থীদেরকে শুরু থেকেই কাউন্সেলিং করতে হবে? আমাদের সন্তান-শিক্ষার্থীদের বিভিন্ন বয়সে বিভিন্ন অবস্থা তৈরী হয়ে থাকে। |
ক) শিক্ষক-অভিভাবক যখন যা বলে তা খুশি মনে মানার চেষ্টা করে। |
খ) শিক্ষক-অভিভাবক যখন যা বলে তা শাসনের ভয়ের কারণে মানার চেষ্টা করে। |
গ) শিক্ষক-অভিভাবক যখন যা বলে তা মানার চেষ্টা করে না। এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। অজুহাত দেখায়। |
ঘ) শিক্ষক-অভিভাবক যখন যা বলে তা সরাসরী অস্বীকার করার চেষ্টা করে। অবাধ্যতায় লিপ্ত হয়। ঘাউড়ামি করে। উল্টো কাজ করার চেষ্টা করে। ৫) অবাধ্যতা, কিশোরগ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধে যুক্ত হয়ে পড়ে, এমন সন্তন-শিক্ষার্থী। |
হে প্রিয় মহোদয়
আমাদের সন্তান-শিক্ষার্থী অবণতির চরম পর্যায়ে পৌঁছার আগেই আমাদেরকে কার্যকর ভুমিকা পালন করতে হবে মনে করি। আপনি যত দ্রুত ব্যবস্থা নিবেন ততই দ্রুত আমাদের সন্তান-শিক্ষার্থীর ভবিষ্যৎ সুন্দর হবে এবং তারা দেশ ও সমাজের জন্য উপকারী হবে, ইনশাআল্লাহ। |
একটা গাছ বাঁকা হয়ে বড় হয়ে গেলে পরে আর সোজা করা যায় না, কিন্তু ছোট অবস্থায় সোজা করার অনেক সুযোগ থাকে। এর মানে এই নয় যে আমার অবাধ্য সন্তান-শিক্ষার্থী আর ভালো হবে না। তবে খারাপ পর্যায়ে পৌঁছে গেলে ফিরিয়ে আনা বড় কষ্টকর। এতএব আগে থেকেই আমাদেরকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। |
একটি সুস্থ্য পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অতিব প্রয়োজন একজন আদর্শ-নৈতিক সন্তান-শিক্ষার্থী। পাশাপাশি যুগ সচেতন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকা এবং ইমাম-খতিব, যারা আমাদের সমাজের মেইন চালিকা শক্তি। আমরা তাদেরকে স্মার্ট প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মধ্যে একটা নৈতিক-আদর্শিক পরিবর্তন আনতে চাই। উক্ত প্রচেষ্টার ধারাবাহিকতায় আমরা ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার’ প্রজেক্টে প্রস্তুত করেছি। আপনার সহায়তা পেলে আমরা সুস্থ্য সমাজ বির্নিমাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবো, ইনশাআল্লাহ। |
উক্ত স্মার্ট লাইব্রেরীতে কি কি বিষয় আছে?
ক) বাংলাদেশ সরকারের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল, আলিয়া ও কওমী মাদরাসাসহ বিভিন্ন কিন্ডারগার্টেন এর
একাডেমিক পড়াশোনা।
খ) ইসলামিক ফাউন্ডেশনের প্রাক-প্রাথমিক ও গণশিক্ষার সকল সিলেবাস। ইমাম প্রশিক্ষণ একাডেমির প্রশিক্ষণের সিলেবাস।
গ) অবাধ্য ও নেশাগ্রস্ত এবং কিশোরগ্যাং সন্তান-শিক্ষার্থীদের কাউন্সেলিং সংক্রান্ত সকল বিষয়।
ঘ) সুনাগরিক, আদর্শবান সন্তান-শিক্ষার্থী তৈরীর সকল বিষয়।
ঙ) স্মার্ট শিক্ষক-শিক্ষিকা, স্মার্ট অভিভাবক-অভিভাবিকা, স্মার্ট ইমাম-খতিব সাহেবানদের প্রশিক্ষণের সকল বিষয়।
চ) স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে অগ্রগামী ভূমিকা পালন করা যাবে যেভাবে? উক্ত বিষয়াবলী।
SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার এর লক্ষ্য উদ্দেশ্য মোট ৮টি |
|||||||||||||
১. স্কুলের শিক্ষার্থীদেরকে আদর্শবান শিক্ষার্থী হিসেবে তৈরী করতে সহায়তা করা। বিভিন্ন পুরস্কার ইত্যাদি প্রদান করে সহায়তা করা ও উৎসাহ প্রদান করা। |
|||||||||||||
২. আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আদর্শবান শিক্ষার্থী হিসেবে তৈরী করতে সহায়তা করা। বিভিন্ন পুরস্কার ইত্যাদি প্রদান করে সহায়তা করা ও উৎসাহ প্রদান করা। |
|||||||||||||
৩. কওমী মাদরাসার শিক্ষার্থীদেরকে আদর্শবান শিক্ষার্থী হিসেবে তৈরী করতে সহায়তা করা। বিভিন্ন পুরস্কার ইত্যাদি প্রদান করে সহায়তা করা ও উৎসাহ প্রদান করা। |
|||||||||||||
৪. আদর্শবান ও সচেতন অভিভাবক-অভিভাবিকা তৈরীতে সহায়তা করা। বিভিন্ন পুরস্কার ইত্যাদি প্রদান করে সহায়তা করা ও উৎসাহ প্রদান করা। |
|||||||||||||
৫. সকল শ্রেণির শিক্ষক-শিক্ষিকাদেরকে আদর্শবান ও সচেতন এবং স্মার্টভাবে পাঠদান করার ব্যাপারে সহায়তা করার স্মার্ট চেষ্টা করা। বিভিন্ন পুরস্কার ইত্যাদি প্রদান করে সহায়তা করা ও উৎসাহ প্রদান করা। |
|||||||||||||
৬. শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক কর্তৃক আদর্শ কন্টেন্ট তৈরী করার মাধ্যমে তাদেরকে এককালীন ও মাসিক ভাতা- সম্মানী, পুরস্কার ইত্যাদি প্রদান করে সহায়তা করা। ৭. ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সফটওয়্যার’ নতুন কারিকুলামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ণে সহায়ক ভূমিকা পালনে বদ্ধপরিকর। ৮. জ্ঞানের চর্চায় অবদান রাখতে লেখক প্রকাশকদের বই বিক্রিতে সহায়তা করা এবং তাদেরকে উৎসাহ প্রদান ও প্রচার- প্রসার করা। পাশাপাশি যাদের বই ও কন্টেন্ট SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সফটওয়্যার স্মার্ট লাইব্রেরীতে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে এককালীন ও মাসিক ভাতা সম্মানী, পুরস্কার ইত্যাদি প্রদান করে সহায়তা করা। |
|||||||||||||
SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং সফটওয়্যার কে বা কারা এবং কিভাবে বাস্তবায়ন করছে? |
|||||||||||||
১. মূল পরিকল্পনায় ও উদ্দ্যোক্তাঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র ধর্মীয় শিক্ষক-মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রশিক্ষক, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন। |
|||||||||||||
২. সফটওয়্যার ডেভোলপম্যান্ট ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও তার নিজস্ব টিম এবং এডুটেক সফটওয়্যার ফার্ম। |
|||||||||||||
৩. সিলেবাস ও কন্টেন্ট ডেভোলপম্যান্ট ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও দক্ষ আলেম এবং শিক্ষক টিম। |
|||||||||||||
৪. অর্থায়নেঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও দ্বীনি ভাই-বোনগণ। |
|||||||||||||
৫. উপদেষ্টা পরিষদঃ দ্বীনি ও সামাজিক লাইনের দায়িত্বশীলগণ। স্কুল, কওমী ও আলিয়া মাদরাসার গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। ইমাম ও খতিব সাহেবানগণ। দানশীল ব্যক্তিবগ। প্রশাসনের দায়িত্বশীলগণ। |
|||||||||||||
৬. মার্কেটিং ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও দক্ষ মার্কেটিং টিম। ইমাম-খতিব, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক- অভিভাবিকাবৃন্দ। |
|||||||||||||
৭. কাউন্সেলিং ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও উক্ত বিষয়ে দক্ষ ওলামায়ে কেরামগণসহ প্রশাসনের ও সামাজিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ। |
|||||||||||||
৮. অবাধ্য, নেশাগ্রস্ত ও কিশোরগ্যাংদের কাউন্সেলিং এর মাঠ পর্যায়ে যেভাবে কাজ চলছেঃ থানা ভিত্তিক SQSF এর সামাজিক কার্যক্রম বাস্তবায়ন টিম মেম্বারগণ। |
|||||||||||||
|
|||||||||||||
|
|||||||||||||
|
ইমামগণ নিয়মিত আমাদের সাথে যুক্ত থেকে কেন সমাজে কাজ করবে?
১. ইমামতির পাশাপাশি কিছু সময় দিয়ে অনলাইন ও অফলাইনে দেশে বিদেশে কুরআন শিক্ষা দিবে।
2. অবাধ্য নেশাগ্রস্ত সন্তান শিক্ষার্থীদের কাউন্সেলিং করে আলোর পথে ফিরিয়ে আনবে।
3. তারা প্রতিদিন ৩/৪ ঘন্টা নামাজের পর ফিল্ডে সমাজ সেবা মূলক কাজ করবে।
4. দেশ ও জাতি গঠনে দায়িত্ব পালন করবে, পাশাপাশি আমরা সরকারি ও বেসরকারিভাবে তাদেরকে অতিরিক্ত ইনকামের
ব্যবস্থা করে দিব, ইনশাআল্লাহ।
ইতি
একান্তই আপনার সুপরিচিত
(মুফতি মোঃ আরিফুল ইসলাম)
★সিনিয়র ধর্মীয় শিক্ষক, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। মিরপুর, ঢাকা।
★অতিথি প্রশিক্ষক, ইমাম প্রশিক্ষণ একাডেমি। ইসলামীক ফাউন্ডেশন।
★প্রধান প্রশিক্ষক, SQSF স্মার্ট শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র।
★প্রধান এডমিন, ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার’।
সকল বিষয়ের শিক্ষক-শিক্ষার্থীর জন্য সহায়িকা। শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তি বাস্তবায়নে সহায়তা করার অবিরাম চেষ্টা।
★প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তাসহীহুল কুরআন শিক্ষা ফাউন্ডেশন। রেজিষ্ট্রেশন নং S-13909/2022
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.sqsf.org / www.sqsfsmartlibrary.org
★অফলাইনে যোগাযোগের সময় সূচীঃ ফজরের নামাজের পর থেকে দুপুর ১১.৩০ পর্যন্ত। বিকাল ৫.৩০ রাত ১০.৩০ পর্যন্ত।
অনলাইনে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে পরিচয় দিয়ে ম্যাসেজ করা যাবে। 01764 444 731
★হেড অফিসের ঠিকানা। ২৬ পূর্ব শেওড়াপাড়া, ৩য় তলা। কাফরুল, ঢাকা। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ব্রাঞ্চ-৩ সংলগ্ন। হাতিল ফানির্চার গলি। মেট্রোরেল এর ২৯৫ নং পিলারের পূর্ব পাশে। কমিশনার মনি ম্যাডামের বাড়ী। ফোন 01764 444 731
সংযু্ক্তিঃ ১.সরকারী রেজিষ্ট্রেশন এর ফটোকপি। ২.আমার আইডি কার্ডের ফটোকপি। ৩.ছবি। 4. পিতার পরিচয়।
১. ভূমিকা।
২. শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের বাস্তবতা।
৩. কেন আমাদের সন্তান-শিক্ষার্থীদেরকে শুরু থেকেই কাউন্সেলিং করতে হবে? আমাদের সন্তান-শিক্ষার্থীদের বিভিন্ন
বয়সে বিভিন্ন অবস্থা তৈরী হয়ে থাকে কেন?
৪. কিভাবে আমরা কাজ করার চেষ্টা করছি?
৫. SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং সফটওয়্যার কে বা কারা এবং কিভাবে বাস্তবায়ন করছে?
৬. আমরা কিভাবে কাজ শুরু করতে পারি?
৭. SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং সফটওয়্যার এ কি কি বিষয় আছে?
৮. অবাধ্য, নেশাগ্রস্ত ও কিশোরগ্যাংদের কাউন্সেলিং এর থানা ভিত্তিক SQSF এর সামাজিক কার্যক্রম বাস্তবায়নের
টিম মেম্বারগণদের কাজের তালিকার ফরমেট কেমন?
৯. আমরা কিভাবে কাজ শুরু করতে পারি?
১০. SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার এর লক্ষ্য উদ্দেশ্য কি কি?
১১. SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার কি কি কাজে সহায়তা করতে পারবে?
১২. ইমামগণ নিয়মিত আমাদের সাথে যুক্ত থেকে কেন সমাজে কাজ করবে?
১৩. উদ্যোক্তা। মুফতি মোঃ আরিফুল ইসলাম। 01764 444 731