As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
সর্বশেষঃ |
ذٰلِكَ الۡكِتٰبُ لَا رَیۡبَ ۚۖۛ فِیۡهِ ۚۛ هُدًی لِّلۡمُتَّقِیۡنَ এই সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হিদায়াত। আল-কুরআন
আস-সালামু আলাইকুম। হে অতিথী আপনাকে ৬৫২টি থানার ৮৭১৯১টি গ্রামসহ বিশ্বব্যাপী নৈতিক ও সামাজিক মূল্যবোধ (তথা নিজের মধ্যে ন্যায়পরায়ণতা-সততা, ভালোবাসা ইত্যাদি ধারণ করা এবং জুলুম, অবিচার, দলীয়করণ, হিংসা, অহংকার ইত্যাদি পরিহার করা) শিক্ষার প্রতিষ্ঠান ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার এবং স্মার্ট শিক্ষক-অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্রে’ স্বাগতম। স্কুল ও আলিয়া এবং কওমী সিলেবাসসহ ইসলামের পূর্ণাঙ্গ সিলেবাসের অপূর্ব সমন্বয়ে আগামী প্রজন্মকে ধর্ম ও কর্মে নৈতিক ও সামাজিক মূল্যবোধ তৈরীর মাধ্যমে সুস্থ ও নিরাপদ সমাজ এবং বৈষম্যহীন ও বেকারত্বমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলার অবিরাম চেষ্টা...আল্লাহ সহায় হোন, আমিন। ভিডিও লেকচার দেখতে ক্লিক করুন। যে শিক্ষা জীবনের জড়ত্ব ঘুচিয়ে আত্মাকে মার্জিত করে না তা প্রকৃত শিক্ষা নয়। শিক্ষার উদ্দেশ্য আত্মশক্তির উদ্বোধন। আমাদের শিক্ষা ব্যবস্থায় তা সম্ভব হচ্ছে না-বিশিষ্ট কবি মোঃ মুস্তাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। সন্তানকে খেলনা না দিলে এক ঘন্টা কাঁদবে, কিন্তু ধর্মীয় জ্ঞান ও নৈতিক মূল্যবোধ শিক্ষা না দিলে সারা জীবন কাঁদবে। আর কিয়ামতের দিনেও কাঁদবে, আপনিও কাঁদবেন। আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ দান করুন, আমিন।
আল্লাহ তায়ালা যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য নবী-রাসূল ও কিতাব প্রেরণ করেছেন, যারা উক্ত রাসূল ও কিতাবের অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ সফল করেছেন। আর যারা অনুসরণ করেন নাই, তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। হে সন্তান-শিক্ষার্থী! যদি তোমার এক হাতে কিতাব ও অন্য হাতে শিক্ষক থাকে তবে কেউ তোমাকে পরাজিত করতে পারবে না, ইনশাআল্লাহ্। আগে ভালো মানুষ হতে হবে। আমি যদি শত্রুর ভালো কাজের প্রশংসা ও বন্ধুর মন্দ কাজের গঠন মূলক সমালোচনা করতে ব্যর্থ হই, তাহলে আমি এখনো ভালো মানুষ হয়ে উঠতে পারিনি। «أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَ، الَّذِيْنَ آمَنُوْا وَكَانُوْا يَتَّقُـوْنَ، لَـهُمُ الْبُشْرَى فِيْ الْـحَيَاةِ الدُّنْيَا وَفِيْ الْآخِرَةِ، لَا تَبْدِيْلَ لِكَلِمَاتِ اللهِ، ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ» জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ্’র ওলীদের কোন ভয় থাকবে না। না থাকবে তাঁদের কোন চিন্তা ও আশঙ্কা। তাঁরা হচ্ছেন খাঁটি ঈমানদার এবং সত্যিকার আল্লাহ্ভীরু। তাঁদের জন্য রয়েছে বিশেষ সুসংবাদ দুনিয়া এবং আখিরাতেও। আল্লাহ্ তা‘আলার কথায় কোন হেরফের নেই। এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা’। (ইউনুস : ৬২-৬৪) উক্ত স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সফটওয়্যারে কি কি বিষয় আছে? ক) আদর্শ সন্তান ও শিক্ষার্থী তৈরী করা বিষয়ক সকল কন্টেন্ট। খ) বাংলাদেশ সরকারের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল, আলিয়া ও কওমী মাদরাসাসহ বিভিন্ন কিন্ডারগার্টেন এর একাডেমিক পড়াশোনা। গ) অবাধ্য ও নেশাগ্রস্ত এবং কিশোরগ্যাং সন্তান-শিক্ষার্থীদের কাউন্সেলিং সংক্রান্ত সকল বিষয়। ঘ) সুনাগরিক ও আদর্শবান মানুষ হওয়ার সকল বিষয়। ঙ) স্মার্ট শিক্ষক-শিক্ষিকা, স্মার্ট অভিভাবক-অভিভাবিকা, স্মার্ট ইমাম-খতিব সাহেবানদের প্রশিক্ষণের সকল বিষয়। চ) বৈষম্যহীন ও বেকারত্বমুক্ত স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে অগ্রগামী ভূমিকা পালন করা যাবে যেভাবে? উক্ত বিষয়াবলী। SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সেন্টার কি ও কেন?
আবূ যার (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেন, “কোন ভাল কাজকে তুচ্ছ ভেবো না, যদিও তা তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করার কাজ হয়।” (মুসলিম ২৬২৬)
তুমি কখনো মনে করো না যে, জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ গাফিল। তবে তিনি তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দেন, যেদিন চক্ষু হবে স্থির। (সূরা ইবরাহীম, আয়াত ৪২)
আমাদের মনে রাখা দরকার, জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন এমন এক অপরাধ যা সাধারণত আল্লাহ মাফ করেন না, যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি (যার প্রতি অত্যাচার করা হয়েছে) জালিমকে (অত্যাচারী ব্যক্তিকে) মাফ না করেন। কুরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়বে না, জালেমদের সহযোগী হবে না, তাহলে আগুন (জাহান্নামের) তোমাদেরও স্পর্শ করবে (সূরা হুদ, আয়াত : ১১৩)। রাসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহতায়ালা জালিমকে দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। অবশেষে যখন পাকড়াও করেন তখন তাকে আর রেহাই দেন না। অতঃপর তিনি এ আয়াত পাঠ করেন, তোমার প্রভুর পাকড়াও এ রকমই হয়ে থাকে, যখন তিনি জুলুমরত জনপদগুলোকে পাকড়াও করেন। তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক, অপ্রতিরোধ্য। (সহিহ বুখারি ও মুসলিম)। আপনার আশপাশে কি চাঁদাবাজি ও জোর জবরদস্তি করে কোনো ক্ষতি সাধন করছে কেউ? পুরো বিস্তারিত প্রমান সহকারে আমাদেরকে ইমেইল করুন এবং পেজের ইনবক্সে পাঠান। আমরা প্রকাশ করবো জনগণের সামনে। ইমেইল এড্রেসঃ newsfacethepeople@gmail.com
*প্রযুক্তি আগুনের মত। হয়ত আপনাকে সেবা দিবে নতুবা ধ্বংস করবে। সচেতন ভাবে সেবা নেওয়াই বুদ্ধিমানের কাজ।
সফলতা কখনো একদিনে আসে না। দিনের পর দিন শ্রম দিতে হয়। আর ধৈর্য্য ধরে অপেক্ষা করতে হয়। সাফল্যের পিছনে ছুটলে তুমি কোনদিন ও সফলতা পাবে না, কর্মের পিছনে ছুটো সাফল্য এমনিতেই তোমার কাছে এসে ধরা দেবে ইনশাআল্লাহ। SQSF যে সকল সামাজিক প্রেক্ষাপট নিয়ে কাজ করছে, যা সম্পূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান। ১. SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ২. SQSF-স্মার্ট শিক্ষক ও অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ৩. SQSF-কর্মসংস্থান ও দক্ষতামূলক প্রশিক্ষণ কেন্দ্র (ফ্যামিলি শপ লিমিটেড.কম)। বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন। *কর্মসংস্থান সৃষ্টি বেশি সওয়াবের কাজ *কর্মসংস্থান বাই `ফ্যামিলি শপ লিমিটেড। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيراً لَّعَلَّكُمْ تُفْلِحُونَ ধর্মহীন কর্ম শিক্ষা ও কর্মহীন ধর্ম শিক্ষা উভয়ই জাতির জন্য অভিশাপ-হযরত শামসুল হক ফরিদপুরী রহ. নিজের জন্য টাকা কামানো হয়তো হ্যাপিনেস, অন্যের উপকার হচ্ছে সুপার হ্যাপিনেস-ডক্টর মোহাম্মদ ইউনুস ৪. ফ্রি বা কমমূল্যে স্বাস্থ্যসেবায় সহায়তায় করার চেষ্টা। এসকিউএসএফ স্বাস্থ্যসেবা প্রজেক্ট কি ও কেন? ৫. ফ্রি বা কমমূল্যে আইনি সেবায় সহায়তা করার চেষ্টা। এডভোকেট সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট ৬. SQSF-বিবাহের তথ্য সেন্টার। বিবাহ দ্বীনের অর্ধেক। বিবাহকে সমাজে সহজ করা। সুস্থ্য আগামী প্রজন্ম বিনির্মানে সহায়তা। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
নৈতিক শিক্ষার কাউন্সেলিং ও সৎ কাজ ছাড়া জীবনের সফলতার কোন সমাধান নেই।
তথ্যপ্রযুক্তিতে আসক্তি নয়, হোক ইতিবাচক ব্যবহার
|
এলাকার কর্মজীবি শিক্ষার্থীরা সমাজ সেবায় ভূমিকা রাখছে, আলহামদুলিল্লাহ।
SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সফটওয়্যার এর বাহির ও ভিতরের অংশের বিভিন্ন চিত্র
|
||||||||||||||||
বর্তমান সমাজের বাস্তবতা এবং ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সফটওয়্যার’ কেন প্রয়োজন?
|
SQSF স্মার্ট শিক্ষক-অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র।
ইমাম-খতিব ও SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং সফটওয়্যার। ইমাম প্রশিক্ষণ একাডেমি। ইসলামিক ফাউন্ডেশন।
বহির্বিশ্বে প্রায় দেড় কোটি বাংলাদেশের বাঙ্গালী প্রবাসী বসবাস করে, পাশাপাশি ভারতেরও বাঙ্গালী প্রবাসী ছড়িয়ে আছে সারা বিশ্বে। তারাও কুরআন শিখে। পাকিস্তান ভারত ও মিশরের আলেমসমাজ তাদেরকে পড়ায়। বাঙ্গালী প্রবাসীগণ চায় তারা ও তাদের ছেলে মেয়েকে বাঙ্গালী আলেমগণ পড়াক। ঠিক এই জায়গায় ‘SQSF-স্মার্ট শিক্ষক (ইমাম-খতিব) প্রশিক্ষণ কেন্দ্র’ কাজ করছে, আলহামদুলিল্লাহ। এতে করে দেশে বিদেশি মুদ্রা আসায় দেশের লাভ হবে। অন্যদিকে ইমাম-খতিব সাহেবানগণ মসজিদ কর্তৃক সামান্য বেতনের পাশাপাশি অতিরিক্ত ইনকাম হওয়ায় তাদের পারিবারিক জীবন পরিচালনায় অনেকটা সহজ হবে, ইনশাআল্লাহ।
আমরা খুব সহজে ইমাম-খতিবদের কাছ আজীবন আন্তরিক দোয়া পেয়ে যাব, ইনশাআল্লাহ। আমাদের বাঙ্গালী আলেমসমাজের মাধ্যমে খুব সহজে বহির্বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে পড়বে, ইনশাআল্লাহ।
SQSF স্মার্ট প্রশিক্ষণ সম্পর্কে ৬৪ জেলা থেকে শতাধিক আলেমের অভিমত
কি কি বিষয়ে SQSF প্রশিক্ষণ প্রদান করছে?
১. নৈতিক ও সামাজিক মূল্যবোধ তৈরীর স্মার্ট কাউন্সেলিং পদ্ধতি বিষয়ক। এক সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
২. স্মার্ট শিক্ষক ও মুহতামীম এবং অভিভাবক বিষয়ক বিষয়াবলী। এক সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
৩. কর্মসংস্থান ও কর্মদক্ষতামূলক প্ল্যাটফর্ম ইত্যাদি বিষয়ক বিষয়াবলী। এক সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
৪. আদর্শ ও নৈতিক সমাজ ও গ্রাম বাস্তবায়ণ প্রকল্প বিষয়ক বিষয়াবলী। এক সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
সুইডেন থেকে ইসমাঈল বাংলা শিখছে
ব্যবসায়ীক সিন্ডিকেট ভাঙ্গতে আমাদেরকে ৭৮১৯১ টি গ্রামে ব্যবসায়ীক নেটওয়ার্ক গড়ে তুলতে হবে, ইনশাআল্লাহ।
কর্মসংস্থান সৃষ্টি বেশি সওয়াবের কাজ। কর্মসংস্থান বাই ‘ফ্যামিলি শপ লিমিটেড-Family Shop ltd’ একটি স্মার্ট ব্যবসায়ীক প্ল্যাটফর্মSQSF এর উদ্যোক্তা তৈরীর ভিশন ও মিশনের ধারাবাহিকতায় আলেম ওলামা ও দ্বীনি ভাই-বোন এবং এলাকার বেকারদের জন্য খুব সহজে কর্মের জীবন সাজানোর স্মার্ট সমাধান। পাশাপাশি কিশোরগ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধে যুক্তদেরকে আলোর পথে ফিরিয়ে এনে কর্মদক্ষতা মূলক প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের স্মার্ট সমাধানের ব্যবস্থা। ব্যবস্থাপনায়-ফ্যামিলি শপ লিমিটেড.কম।
আপনার আশপাশে কি চাঁদাবাজি ও জোর জবরদস্তি করে কোনো ক্ষতি সাধন করছে কেউ? পুরো বিস্তারিত প্রমান সহকারে আমাদেরকে ইমেইল করুন এবং পেজের ইনবক্সে পাঠান। আমরা প্রকাশ করবো জনগণের সামনে। ইমেইল এড্রেসঃ newsfacethepeople@gmail.com
নৈতিক মূল্যবোধ শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান। SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সেন্টার। হিলফুল ফুযুল সংঘটনের স্মার্ট ভার্সন। Sqsf.org
★আমরা দীর্ঘ গবেষণায় সমাজের সকল সমস্যার মূলে মোট তিনটি কারণ খুঁজে পেয়েছি, উক্ত সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যেই আমাদের এই উদ্দ্যোগ।
১. কাউন্সেলিং হীনতা তথা শুদ্ধ বুঝ ব্যবস্থা গঠন না হওয়া। অহংকার, হিংসা ইত্যাদি।
২. বেকারত্ব। ব্যবসায়ীক সিন্ডিকেট। খাবারে ভেজাল। অতিরিক্ত লোভ-লালসা।
৩. বিবাহ - শাদি কঠিন, জেনা ব্যভিচার সহজ, বিবাহ বহির্ভূত প্রেম-পরকিয়া, ইত্যাদি। এই সমস্যাগুলোর স্মার্ট সমাধান ই হলো SQSF আলহামদুলিল্লাহ। আসুন সবাই মিলে এই পরিবর্তনে সহায়তা করি।
★আমরা চার শ্রেণীর লোকদের মধ্যে আলাদা করে কাজ করছি। ★একজনকে চার প্রেক্ষিতে কাজ করা জরুরী নয়, তবে একজন চাইলে সকল সেক্টরের প্রশিক্ষণ গ্রহণ করে সামাজিক খেদমত আঞ্জাম দিতে পারবে, ইনশাআল্লাহ।
★আমাদেরকে আগে ভালো মানুষ হতে হবে। আমি যদি শত্রুর ভালো কাজের প্রশংসা ও বন্ধুর মন্দ কাজের গঠন মূলক সমালোচনা করতে ব্যর্থ হই, তাহলে আমি এখনো ভালো মানুষ হয়ে উঠতে পারিনি।
★আগামী প্রজন্মের সুস্থ সমাজ গঠনের জন্য এই চারটি বিষয়ে একই সাথে কাজ করা জরুরী মনে করি। প্রতিটি বিষয় একে অপরের সাথে যুক্ত।
১. আদর্শ সন্তান-শিক্ষার্থীদের জন্য -SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সেন্টার।
গ্রুপ লিংক
২. আদর্শ শিক্ষক-অভিভাভকের অন্য- SQSF স্মার্ট শিক্ষক-অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র।
গ্রুপ লিংক
৩. বেকার যুবক-যুবতীদের জন্য- SQSF এর কর্মদক্ষতা মূলক প্রশিক্ষণ এবং ফ্যামিলি শপ লিমিটেড.কম ব্যবসায়ীক প্ল্যাটফর্ম।
গ্রুপ লিংক
৪.নৈতিক মূল্যবোধের পরিবার গঠন করতে সুস্থ আগামী প্রজন্মের সন্তান ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণ করতে-
SQSF পাত্র-পাত্রীদের বিবাহের তথ্য সেন্টার। বিবাহ দ্বীনের অর্ধেক।
★বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন
sqsf.org
Familyshopltd.com
বিস্তারিত ভিডিও আলোচনা শুনতে
https://youtu.be/Qu2_fHKSjXk?t=2&feature=shared
★ মোহনা টিভিতে প্রতিবেদন, অবাধ্য, নেশাগ্রস্ত, কিশোর গ্যাং এ যুক্ত সন্তান-শিক্ষার্থীদেরকে আলোর পথে ফিরিয়ে আনতে স্মার্ট লাইব্রেরী
https://youtu.be/sTuEybrRLio
★ চ্যানেল আই তে প্রতিবেদন, সামাজিক মূল্যবোধ শিক্ষা দেবে স্মার্ট লাইব্রেরী।
https://www.youtube.com/watch?v=Sr8q8Lzj_Xc
★আপনি জান, মাল ও সময় ব্যয় করে এই মহৎ খেদমত আঞ্জাম দিয়ে সুস্থ সমাজ বিনির্মাণে অংশ গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ
★প্রতিদিন কম্পক্ষে ২ কাপ চায়ের মূল্য ২০/-, মাসে মাত্র ৬০০/- দিয়ে যে একটি খেদমতে শরিক হতে বা একটি প্রশিক্ষণ গ্রহণ করে সমাজে অবদান রাখতে পারবেন, ইনশাআল্লাহ।
★বিস্তারিত আলোচনা করতে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে এই নাম্বারে যোগাযোগ করুন
#01764444731
নিয়োগ বিজ্ঞপ্তিঃ কর্মসংস্থান ও সমাজসেবা মূলক প্রোগ্রাম-২০২৫ |
কতজন আবশ্যকঃ ৬৫২ টি থানার ৮৭১৯১টি গ্রামে অন্তত একজন শিক্ষক ও একজন শিক্ষিকা আবশ্যক। |
পেশার ধরণঃ উকিল, ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের চেম্বারদের মত চেম্বার প্রতিষ্ঠা করে সমাজে অবদান রাখা। ইনকামের ধরণঃ কম-বেশি তাদের মত ইনকামের ব্যবস্থা, পাশাপাশি সেবামূলক কার্যক্রম পরিচালনা করা। উক্ত চেম্বার প্রতিষ্ঠা করতে যা যা করণীয়ঃ ক) কম্পক্ষে ১ বছর পর্যন্ত প্রতিদিন কম্পক্ষে ১ ঘন্টা সময় দিয়ে অনলাইন-অফলাইনে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। খ) অথবা একমাস ব্যাপী অফলাইনে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। গ) অথবা নিয়মিত শুক্রবার বা শনিবার একদিন নিয়মিত প্রশিক্ষণ গ্রহন করতে হবে। কাজের ধরণঃ আদর্শ নৈতিক সন্তান তৈরি ও অবাধ্য, নেশাগ্রস্ত, কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধে যুক্ত তাদেরকে কাউন্সেলিং করে আলোর পথে ফিরিয়ে আনার স্মার্ট প্রচেষ্টা। ব্যবসায়ীক প্ল্যাটফর্ম এর মাধ্যমে কর্মসনংস্থান মূলক প্রশিক্ষণ প্রদান করে যুবক-যবতীদেরকে ৮৭১৯১টি গ্রামে কর্মসন্থানের ব্যবস্থা করার অবিরাম চেষ্টা। কাদের জন্য প্রযোজ্যঃ ইমাম, খতিব, মুহতামিম, শিক্ষক-শিক্ষিকাদের জন্য প্রযোজ্য। বিস্তারিত জানতে বায়োডাটা নিচের হোয়াটসঅ্যাপে সেন্ড করুন। আল্লাহ সহায় হোন, আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বাস্তবায়ণেঃ দেশ ও জাতির ধর্মীয় ও সামাজিক দায়িত্বশীল ব্যক্তি বর্গ। |
SQSF এর পক্ষ থেকে রাষ্ট্রের ও সমাজের দায়িত্বশীলদের প্রতি খোলা চিঠি প্রদান।
মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়/মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়/রাজনৈতিক দলের দায়িত্বশীল মহোদয়/মন্ত্রী মহোদয় /প্রতিমন্ত্রী মহোদয়/এমপি মহোদয়/প্রশাসনের দায়িত্বশীল মহোদয়/কমিশনার মহোদয়/চেয়ারম্যান মহোদয়/থানার ওসি মহোদয়/বাড়ীর মালিক সভাপতি মহোদয়/ইমাম ও খতিব মহোদয়/সংবাদ কর্মী মহোদয় /সামাজিক সংগঠণের দায়িত্বশীল মহোদয় / স্কুল ও কলেজের প্রিন্সিপাল মহোদয় /কওমী মাদরাসার প্রিন্সিপাল মহোদয়/ কওমী মাদরাসার প্রিন্সিপাল মহোদয়/অভিভাবক-অভিভাবিকা প্রতিনিধি/বিশিষ্ট দানবীর মহোদয়/সমাজ সেবক মহোদয়।
*মাননীয় ড.মুহাম্মদ ইউনূস সমীপে, প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকার। *মাননীয় ড. আ ফ ম খালিদ হোসেন সমীপে, উপদেষ্টা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। *মাননীয় জেনারেল ওয়াকার উজজামান সমিপে *মাননীয় হযরত মাওলানা মুফতি খলিল আহমাদ কাসেমী দা.বা. সমিপে *মাননীয় আল্লামা মাহমুদুল হাসান দা.বা. সমীপে *রাজনৈতিক দলের দায়িত্বশীলদের প্রতি খোলা চিঠি। *মাননীয় নাহিদ ইসলাম সমীপে, উপদেষ্টা, আইসিটি বিষয়ক মন্ত্রণালয়। *ড. মহাঃ বশিরুল আলম মহাপরিচালক ( অতিরিক্ত সচিব) ইসলামিক ফাউন্ডেশন *মাননীয় মাওলানা মুহাম্মাদ সালমান দা.বা. সমিপে।
বিপদ থেকে বাচতে মেয়েদেরকে স্মার্টভাবে তথা খুব সহজ ও সুন্দর ভাষায় কাউন্সেলিং করছেন-Mohammad Mohsin PPM
কথায় কথায় রেগে যায় রজনী। হুটহাট করে রেগে যায়। দরজা বন্ধ করে দেয়। এভাবে একদিন রেগে গিয়ে আত্ন হত্যা করে। এটা রাগ নয়। এটা মানসিক রোগ। এর জন্য প্রয়োজন মানসিক কাউন্সেলিং। বিস্তারিত যে বইয়ে পাওয়া যাবে...আত্মহত্যার আত্মকথা। বইটি ঘরে বসে পেতে এখানে ক্লিক করুন।
আমার স্বপ্ন হচ্ছে আপনাদেরকে নিয়ে সু্স্থ সমাজ গঠন করা। মাদক থাকবে না। কিশোরগ্যাং থাকবে না। আপনাদের কাজ হলো শুধু আমাকে ফোন দিবেন। আমি হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। জনাব মোহাম্মাদ মহসিন স্যার, ওসি মিরপুর থানা।
`SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সেন্টার' আপনার মত স্বপ্ন দেখছে। বাংলাদেশের ৬৫২টি থানার সামাজিকভাবে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদেরকে সচেতন-স্মার্ট প্রশিক্ষণ প্রদান করে প্রস্তুত করতে স্মার্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ।