As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
“আদম সন্তানের যদি স্বর্ণে পরিপূর্ণ একটি উপত্যকা থাকে, তবে সে (তাতেই সন্তুষ্ট হবে না; বরং) দুটি উপত্যকা কামনা করবে। তার মুখ তো (কবরের) মাটি ব্যতীত অন্য কিছু দ্বারা ভর্তি করা সম্ভব নয়।” [বুখারী]
কুরআনের তাফসীর পড়া, অর্থ পড়া, যা শিখলাম তা চরিত্রে, আমলে ধারণ করতে চেষ্টা করা, এসবই কুরআনের সাথে পথচলার অংশ। কুরআনে আল্লাহ সৎ হতে বলেছেন, সৎসঙ্গ রাখতে বলেছেন। রাখি কি? কুরআনে আল্লাহ হালাল-হারামের সীমা বলেছেন। মানি কি?
খালি তিলাওয়াত বা হিফজ এর জন্য কিন্তু কুরআন না। জীবনে কুরআনের শিক্ষা প্রয়োগ করবো, মুসলিম এর মত মুসলিম হবো, এজন্য কুরআন!
দুনিয়া নিয়ে যার আশা যত বড়, আখিরাত নিয়ে তার জ্ঞান তত কম। আখিরাতের বিশালত্ব, পুরস্কার, শাস্তির ব্যাপ্তি এসব যদি তারা জানতো তবে দুনিয়া নিয়ে তাদের আশা কখনো বড় হতে পারতো না। কিন্তু যেদিন তারা সত্যটা জানবে, সেদিন আফসোস করা ছাড়া কিছুই করার থাকবে না।
“ছেড়ে দাও ওদেরকে, ওরা খেতে থাক আর ভোগ করতে থাক, আর (মিথ্যে) আশা ওদেরকে উদাসীনতায় ডুবিয়ে রাখুক, শীঘ্রই ওরা (ওদের কাজের পরিণতি) জানতে পারবে।” (সূরাহ আল-হিজর ১৫:৩)
- শাইখ আব্দুল আযীয আল তারিফী ফাক্কাল্লাহু আসরহ.
গুণাহ হয়ে যায়, তাই বলে নেকির কাজ করা বন্ধ করা যাবে না;
বরং বেশি বেশি নেকির কাজ করতে হবে।
মহান আল্লাহ্ বলেছেন, “নেকীর কাজ অবশ্যই গুণাহ দূর করে দেয়।” —(সূরা, হুদ: ১১৪)
আপনি যদি শুধুই গুণাহ করেন, কোন ভালো কাজই করলেন না জীবনে, কি নিয়ে মহান রব এর সামনে উপস্থিত হবেন?
আপনার যদি গুণাহের পাশাপাশি ভালো কাজ নেকির কাজও থাকে, তাহলে অন্তত আল্লাহ্ তা'আলা কে বলতে তো পারবেন-
হে আল্লাহ, আপনি রহমানুর রাহিম, আমার এই অল্প ভালো কাজের বিনিময়ে আমাকে ক্ষমা করে দিন।
আল্লাহ্ তা'আলা বলেছেন,
▫️"তারা কখনও কোন অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোন মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে-শুনে তাই করতে থাকে না।
—(সূরা,আলে ইমরানঃ১৫৩)
▫️"বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর যুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ্ সমস্ত গুণাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।"
—(সূরা,আয যুমারঃ ৫৩)
▫️রাসূল (সাঃ) বলেছেন: “অন্যায় কাজ হয়ে গেলে পরক্ষণেই ভাল কাজ কর। তবে ভাল কাজ অন্যায়কে মুছে দিবে।” (তিরমিযী-সহীহ) আল্লাহ্ তা'আলা আমাদের সকল গুণাহ ক্ষমা করে দিন, আমীন!
সুখে থাকতে প্রচুর টাকা পয়সা,অর্থ,বিত্তের দরকার নেই।
সুখ আছে একনিষ্ঠ ভাবে আল্লাহর আনুগত্যে, নিজেকে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে সঁপে দেওয়াতে।
হারাম টাকায় গড়ে উঠা বিশাল অট্রালিকায় ও সুখ নেই। সুখ আছে হালালে, আত্মতৃপ্তিতে এক বেলা আহারে;নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকাতে।
হারাম চাকচিক্যেও সুখ নেই, সুখ আছে নিরবে, চুপিসারে আল্লাহর কাছে অশ্রু বিসর্জন দেওয়াতে; তাঁর কাছে নিজের গুনাহ সমূহ মার্জনা চাওয়ার মধ্যে।
#Dawah
দুনিয়াতে এমন কিছু করে যান; যাতে আপনার মৃত্যুর পর মানুষজন আপনার জন্য দোয়া করে। এমন কিছু করে যাবেন না, যাতে আপনার মৃত্যুর পর মানুষজন বলে — ‘আপদটা মারা গেছে, যাক বাঁচা গেল।’
Taiyabur Rahman's Posts: