Sqsf দ্বীনিয়াত সেন্টার সম্পর্কে ধারণা As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
Sqsf দ্বীনিয়াত সেন্টার সম্পর্কে ধারণা

'SQSF-দ্বীনিয়াত সেন্টার' কি ও কেন? বিস্তারিত জানতে নিচের লিংক গুলোতে ক্লিক করুন।

ক. তাসহীহুল কুরআন শিক্ষা ফাউন্ডেশন কি ও কেন?
খ. 'SQSF-দ্বীনিয়াত সেন্টার' পরিচিতি
গ. 'SQSF-দ্বীনিয়াত সেন্টার' এর লিফলেট
ঘ. 'SQSF-স্বাস্থ্যসেবা প্রজেক্ট' কি ও কেন? পরিচিতি
ঙ. Sqsf Home Tutor Center_প্রাইভেট শিক্ষক ও শিক্ষিকা সেন্টার
চ.‘SQSF-দ্বীনিয়াত মুয়াল্লিম ও মুয়াল্লিমা প্রশিক্ষণ কেন্দ্র’ কি ও কেন? পরিচিতি
ছ. প্রাথমিকভাবে কার্যক্রম বুঝার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। দেখতে এখানে ক্লিক করুন
 

 

Sqsf-দ্বীনিয়াত সেন্টার পরিচিতি

জ্ঞান চর্চায় আধুনিক, দ্বীন চর্চায় আদর্শিক

স্কুলের ছাত্র-ছাত্রী এবং বয়স্ক পুরুষ ও বয়স্কা মা-বোনদের জন্য শুদ্ধ উচ্চারণে কুরআন ও জরুরী আক্বাইদ-মাসাইল শিক্ষার একটি আদর্শবান প্রতিষ্ঠান

‘Sqsf দ্বীনিয়াত সেন্টার’  সহীহ কুরআন শিক্ষা ফাউন্ডেশন এর একটি প্রতিষ্ঠান।

শিক্ষা ও সেবার উন্মুক্ত প্ল্যাটফর্ম

www.sqsf.org

www.annajatmadrasa.com

01764 444 731, 01685 253 531

লেপটপ ও প্রজেক্টরের মাধ্যমে পাঠদান

  • সবার জন্য উন্মুক্ত কুরআন শিক্ষা কোর্স
  • প্রাইভেট কোর্স
  • কোর্সের মেয়াদঃ ৩ মাস/ ৬ মাস/ ১০ মাস
  • মাস ভিত্তিক পাঠদান পরিকল্পনা।
  • স্কুলের শিক্ষার্থীদের জন্য ধারাবাহিক কোর্সঃ শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত।
  • বয়স্ক পুরুষদের কুরআন শিক্ষা
  • বয়স্কা মা-বোনদের কুরআন শিক্ষা

সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত হচ্ছে কুরআন মাজিদ শুদ্ধ উচ্চারণে তিলাওয়াত করা।

ইবাদত হিসেবে এই মহান পবিত্র কুরআন তিলাওয়াত এবং এর আলোকে নিজের জীবন গঠন ও কুরআন শেখায় আগ্রহী হতে হবে সকলকেই।

নামাজ ভঙ্গের কারণ ১৯টি, তার মধ্যে অন্যতম নামাজে সূরা-ক্বেরাত অশুদ্ধ পড়া।

মাসআলাঃ নামাজে অশুদ্ধ কিরাত পড়া। যতটুকু অশুদ্ধ পড়লে কুরআনের অর্থ ও উদ্দেশ্য সম্পূর্ণ পাল্টে যায়। এ ক্ষেত্রে অবশ্যই নামাজ আবার পড়তে হবে।

 (সূত্র-ফাতওয়ায়ে শামিঃ১/৬৩৩-৬৩৪, হিন্দিয়াঃ ১/১৮০, ফাতাওয়ায়ে ফক্বীহুল মিল্লাতঃ৩/৩৪৪।)

            সুতরাং কেউ যদি নামাজে কুরআন অশুদ্ধ পড়ে তবে তার নামাজ হবে না, তাই বলে আবার নামাজ ছেড়ে দেয়া যাবে না, বরং সূরা ক্বেরাত শুদ্ধ করে পড়ার চেষ্টা-ফিকির অব্যাহত রাখতে হবে। এর ধারাবাহিকতাই রক্ষা করার লক্ষ্যেই সহীহ কুরআন শিক্ষা ফাউন্ডেশনের অন্যতম প্রধান উদ্দেশ্য ও ক্ষুদ্র প্রচেষ্টা। আল্লাহ তায়ালা আমাদের সকলের খেদমতকে ইসলামের জন্য কবুল করুন।

সন্তান যখন সম্পদ

আপনার সন্তান ডাক্তার হলে ধার্মিক হোক।

ইঞ্জিনিয়ার হলে দ্বীনদার হোক

বিসিএস ক্যাডার হলেও ধর্মপরায়ণ হোক।

গবেষক বা বিজ্ঞানী হলেও তাকওয়াবান হোক

আপনার সন্তান বড় হয়ে যা-ই হোক তার ভিত্তিটা ইসলামের উপর গড়ে উঠুক। তবেই সেই সন্তান আপনার দুনিয়ার সম্পদ হবে, আবার পরকালেরও সম্পদ হবে।

নতুন প্রজন্মের অলরাউন্ডার

আমরা দোয়া করি, আপনার সন্তান হোক নতুন প্রজন্মের অলরাউন্ডার।

সম্ভাবনাময় আজকের শিশুদেরকে আগামী দিনের ডাক্তার/ইঞ্জিনিয়ার/ বিসিএস ক্যাডার/ দুনিয়াবী যেকোন বড় লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি স্মার্ট, প্র্যাক্টিসিং মুসলিম হিসেবে গড়ে তুলার প্রত্যয় নিয়ে Sqsf দ্বীনিয়াত সেন্টার এগিয়ে চলেছে।

আপনি জানেন কি?

মাত্র ৬ বছর বয়সের মধ্যেই একজন মানুষের মস্তিষ্কের প্রায় সার্বিক গঠন ও বিকাশ সম্পন্ন হয়।

এটাই সেই সময় যখন প্রতি সেকেন্ডে ১০ লক্ষ নিউরাল সংযোগ হয় এবং মস্তিষ্ক তার ভেতরের জটিল নেটওয়ার্ক সংযোগগুলিকে পূনর্বিন্যাস করে।

এই ৬ বছরের পরিচর্যার উপর নির্ভর করে বড় হয়ে একজন মানুষের উপলদ্ধি, আচরণ, সামাজিক দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা সর্বোপরি ব্যক্তিত্ব কেমন হবে।

স্বপ্ন হবে সত্যি!!!

প্রত্যেক মুসলিম পিতা মাতাই চায় তাদের সন্তান বড় হয়ে 

উচ্চশিক্ষিত হবে, স্মার্ট হবে, কর্মক্ষেত্রে সফল মানুষ হবে। আবার একই সাথে সে ধার্মিক হবে, এক কথায় আদর্শবান মানুষ হবে।

কিন্তু দুর্ভাগ্যবশত এরকম মানুষ গড়ে তোলার উদ্দ্যোগ খুব একটা চোখে পড়ে না। কারণ অধিকাংশ মানুষ এই দুই ধরনের গুণাবলীকে বিপরীতমূখী মনে করে যেকোন একটি ধরণকে বেছে  নেয়। কিন্তু প্রকৃত সত্য এটা নয়।

উচ্চশিক্ষিত, স্মার্ট, ডাক্তার/ ইঞ্জিনিয়ার হয়েও খাঁটি মুসলিম হওয়া যায়। যুগে যুগে তার যথেষ্ট উদাহরণ আছে। এ রকমই আদর্শবান মানুষ গড়ার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে চলে

সবার জন্য উন্মুক্ত কুরআন শিক্ষা কোর্সের রুটিনঃ

১) ‘এসকিউএসএফ দ্বীনিয়াত সেন্টার’ এ সপ্তাহে ১দিন সরাসরী ক্লাস করার ব্যবস্থা।

২) সপ্তাহে ৭ দিন অনলাইনে ক্লাস ও অনুশীলন করার সুযোগ।

৩) প্রতিদিন সকাল ০৮.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত অনলাইন গ্রুপে কুরআন চর্চার সুযোগ।

৪) প্রশিক্ষণ প্রাপ্ত হাফেজ মাওলানা মুফতি সাহেবানদের তত্বাবধানে পুরুষদের জন্য হোয়াটসঅ্যাপ/টেলিগ্রাম/কমচ্যাট এর এই নাম্বারে 01764 444731 ও  ম্যাসেঞ্জার গ্রুপে কুরআন শিক্ষা এবং জরুরী আক্বায়েদ ও মাসায়েল শিক্ষা ও চর্চার অপূর্ব সুযোগ রয়েছে।

৫) প্রশিক্ষণ প্রাপ্ত হাফেজা আলেমা শিক্ষিকাদের তত্বাবধানে মা-বোনদের জন্য পৃথকভাবে হোয়াটসঅ্যাপ/টেলিগ্রাম/কমচ্যাট এর এই নাম্বারে 01764 444731 ও  ম্যাসেঞ্জার গ্রুপে কুরআন শিক্ষা এবং জরুরী আক্বায়েদ ও মাসায়েল শিক্ষা ও চর্চার অপূর্ব সুযোগ রয়েছে।

৬) উক্ত গ্রুপে যোগদান করতে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে উক্ত নাম্বারে ম্যাসেজ প্রদান করুন। আমরা আপনাকে কুরআন শিক্ষার গ্রুপে এড করে দিব, ইনশাআল্লাহ। অথবা ওয়েবসাইটের যোগদান ফরম এর সাব মেনুতে সকল গ্রুপের লিংক দেয়া আছে, সেখান থেকে সরাসরী যোগদান করতে পারবেন। 

প্রাইভেট কোর্সের রুটিনঃ

১)‘এসকিউএসএফ দ্বীনিয়াত সেন্টার’ এ সপ্তাহে ৩দিন সরাসরী ক্লাস করার ব্যবস্থা।

২)সপ্তাহে ৭ দিন অনলাইনে ক্লাস ও অনুশীলন করার সুযোগ।

৩)প্রতিদিন সকাল ০৮.০০ টা থেকে রাত ১০.০০ টা পর্যন্ত অনলাইন গ্রুপে কুরআন চর্চার সুযোগ।

৪)প্রশিক্ষণ প্রাপ্ত হাফেজ মাওলানা মুফতি সাহেবানদের তত্বাবধানে পুরুষদের জন্য হোয়াটসঅ্যাপ/টেলিগ্রাম/কমচ্যাট এর এই নাম্বারে 01764 444731 ও  ম্যাসেঞ্জার গ্রুপে কুরআন শিক্ষা এবং জরুরী আক্বায়েদ ও মাসায়েল শিক্ষা ও চর্চার অপূর্ব সুযোগ রয়েছে।

৫) প্রশিক্ষণ প্রাপ্ত হাফেজা আলেমা শিক্ষিকাদের তত্বাবধানে মা-বোনদের জন্য পৃথকভাবে হোয়াটসঅ্যাপ/টেলিগ্রাম/কমচ্যাট এর এই নাম্বারে 01764 444731 ও  ম্যাসেঞ্জার গ্রুপে কুরআন শিক্ষা এবং জরুরী আক্বায়েদ ও মাসায়েল শিক্ষা ও চর্চার অপূর্ব সুযোগ রয়েছে।

৬) উক্ত গ্রুপে যোগদান করতে সংক্ষিপ্ত পরিচয় দিয়ে উক্ত নাম্বারে ম্যাসেজ প্রদান করুন। আমরা আপনাকে কুরআন শিক্ষার গ্রুপে এড করে দিব, ইনশাআল্লাহ। অথবা ওয়েবসাইটের যোগদান ফরম এর সাব মেনুতে সকল গ্রুপের লিংক দেয়া আছে, সেখান থেকে সরাসরী যোগদান করতে পারবেন। 

বয়স ও জেন্ডার অনুযায়ী কুরআন চর্চার ৪টি গ্রুপ।

ক) ১৫ বছরের নিচে ছোট ছেলেদের কুরআন শিক্ষার গ্রুপ।

খ) ১৫ বছরের নিচে ছোট মেয়েদের কুরআন শিক্ষার গ্রুপ।

গ) বয়স্ক পুরুষদের কুরআন শিক্ষার গ্রুপ।

ঘ) বয়স্কা মা-বোনদের কুরআন শিক্ষার গ্রুপ।

 

  • ১০ মাসের কোর্সের সংক্ষিপ্ত পাঠ্যসূচী।
  • বিস্তারিত জানতে দ্বীনিয়াত কোর্সের বই সংগ্রহ করুন।

১) ইসলামী শিষ্টাচারীতাঃ নীতি-নৈতিকতা ও আদর্শবান শিক্ষার্থী গড়ার লক্ষ্যে গবেষণালদ্ধ পরিপাটি সিলেবাসের মাধ্যমে পাঠদান।

২) কুরআনঃ

ক) নাযেরায়ে কুরআনঃ হরফ থেকে শুরু করে নাযেরার মাধ্যমে বিশুদ্ধভাবে পূর্ণ কুরআন পড়ার যোগ্যতা তৈরী।    

খ) হিফযে সূরাহঃ নামাজের প্রয়োজনীয় সূরা মূখস্ত করণ

৩) হাদিসঃ  ক) দু’আ সুন্নাহ খ) হিফযে হাদীস

৪) আকায়িদ ও মাসায়িলঃ ক) আকাইদ- অর্থসহ ৭টি কালিমা মুখস্ত করা খ) নামায শিক্ষা গ) আসমাউল হুসনা ঘ) মাসাইল

৫) ভাষা শিক্ষাঃ আরবী গণনা, ইসলামী দিন ও মাস সমূহ ইত্যাদি।

যে কোন শিফট/ব্যাচ বেছে নিন

প্রভাতীঃ

১ম ব্যাচ) ০৮.০০-০৯.০০

২য় ব্যাচ) ০৯.০০-১০.০০

৩য় ব্যাচ) ১০.০০-১১.০০

মধ্যাহ্নঃ

৪র্থ ব্যাচ) ১১.০০-১২.০০

বৈকালিকঃ

৫ম ব্যাচ) ০৩.০০-০৪.০০

৬ষ্ঠ ব্যাচ) ০৪.০০-০৫.০০

৭ম ব্যাচ) ০৫.৩০-০৬.৩০

সন্ধ্যাকালীন ব্যাচ সমূহঃ

৮ম ব্যাচ) ০৭.০০-০৮.০০

বয়স্কদের ক্লাসের সময় সূচীঃ

৯ম ব্যাচ) রাত ০৯.০০-১০.০০

বয়স্কা মা-বোনদের সময় সূচীঃ

১০ম ব্যাচ) সন্ধ্যা ০৭.০০-০৮.০০

Sqsf দ্বীনিয়াত সেন্টার

হেড অফিস ও কেন্দ্রঃ আন-নাজাত মাদরাসা, ৪৪/৪, উত্তর পীরেরবাগ। ৬০ ফিট মাইকের দোকানের গলি হয়ে কামালের দোকানের পিছনে বা শেওড়াপাড়া বাসস্ট্যান্ড জামে মসজিদ নেমে উত্তর পীরেরবাগ কামালের দোকানের পিছনে আন-নাজাত মাদরাসা।

স্থায়ী শাখা অফিস ও কেন্দ্রঃ

১) হোসনেয়ারা মাদরাসা, উত্তর সানাড়পাড়, ডেমরা,ঢাকা।

২) হুসাইনিয়া ইসলামীয়া মাদরাসা, মোমেনশাহী।

অস্থায়ী শাখা অফিস ও কেন্দ্রঃ

১) গনিত শিক্ষা কেন্দ্র, মনিপুর স্কুল মুল বালক শাখা সংলগ্ন।

২) ম্যাসেঞ্জার একাডেমী, মনিপুর স্কুল মুল বালিকা শাখা সংলগ্ন।

৩) যোবায়ের‘স একাডেমী, মনিপুর স্কুল এর ব্রাঞ্চ-২ সংলগ্ন।

Follow us @Facebook
Visitor Info
100
as on 14 Dec, 2024 03:23 AM
©EduTech-SoftwarePlanet