ইমাম প্রশিক্ষণ একাডেমী। ইসলামীক ফাউন্ডেশন_Imam Training Academy. Islamic Foundation As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
ইমাম প্রশিক্ষণ একাডেমী। ইসলামীক ফাউন্ডেশন।

পরীক্ষামূলক কার্যক্রম চলমান......

ইমাম প্রশিক্ষণ একাডেমী। ইসলামীক ফাউন্ডেশন_Imam Training Academy. Islamic Foundation

*ইমাম প্রশিক্ষণ একাডেমীর সকল খেদমত জাতির সামনে তুলে ধরার স্মার্ট প্রচেষ্টা। সহযোগীতায়ঃ SQSF-দ্বীনিয়াত সেন্টার ও স্মার্ট লাইব্রেরী। 

*ইমাম প্রশিক্ষণ একাডেমীর সেবার পাশাপাশি SQSF স্মার্ট লাইব্রেরী ও ফ্রী স্বাস্থ্যসেবা ইত্যাদি সেবা প্রদান করার অবিরাম চেষ্টা।

*ইমাম প্রশিক্ষণ একাডেমীর প্রশিক্ষণের সকল কন্টেন্ট/বিষয়বস্তু সফটওয়্যার ব্যাইজ করা, যাতে করে আজীবন ইমামগণ সহজে জ্ঞান অর্জন করতে পারে, ইনশা আল্লাহ।

ইমাম প্রশিক্ষণ একাডেমী সম্পর্কে তথ্য

কর্মকর্তাবৃন্দের তালিকা (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয় ) বিস্তারিত দেখতে লিংকে ক্লিক করুন।

ইসলামীক ফাউন্ডেশনের মহাপরিচালক স্যারের কাছে SQSF এর আবেদন। দেখতে এখানে ক্লিক করুন।

দেশব্যাপী ইমাম ও খতিবদের জন্য যে সকল খেদমত আঞ্জাম দেওয়া হয়েছে বা হচ্ছে  এবং ভবিষ্যতে যে সকল খেদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা চলছে তার তালিকা

দেশব্যাপী ইমাম ও খতিবদের জন্য যে সকল খেদমত আঞ্জাম দেওয়া হয়েছে বা হচ্ছে তার তালিকা দেশব্যাপী ইমাম ও খতিবদের জন্য যে সকল খেদমত ভবিষ্যতে আঞ্জাম দেওয়ার চেষ্টা চলছে তার তালিকা
ইমাম প্রশিক্ষণ একাডেমীর মাধ্যমে দেশব্যাপী ৭ বিভাগে পরিচালিত হচ্ছে ইমাম-খতিবদের প্রশিক্ষণ। ইমাম ওলামা কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করার পরিকল্পনা ও বাস্তবায়নের চেষ্টা চলছে। ইমাম প্রশিক্ষণ একাডেমী। ইসলামীক ফাউন্ডেশন।
জুন-২০২৩ পর্যন্ত ইমাম প্রশিক্ষণ একাডেমীতে ৪৫ দিনের মোট ১,১০,৫৬৮ ( এক লক্ষ ১০ হাজার পাঁচশত আটষট্টি) জন ইমাম ও খতিব প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আমরা তাদের নাম, ঠিকানা ও ফোন নাম্বারের ডাটা অনলাইন বেইজ করে দিব, ইনশা আল্লাহ। যাতে করে সকল ইমাম পরস্পর যোগাযোগ করে নিজেদের খেতমত ও উদ্যোগ অন্যন্যদের মাঝে ছড়িয়ে দিতে পারে। এতে করে সকল কার্যক্রম ও খেদমত আরও প্রচার-প্রসার লাভ করবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামদেরকে প্রশিক্ষণের মাধ্যমে স্মাট মাদরাসা প্রতিষ্ঠায় সহযোগিতা করার চেষ্টা শুরু করেছেন, মোঃ আনিসুজ্জামান সিকদার স্যার। পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমী। ইসলামীক ফাউন্ডেশন।
   
   

কমচ্যাট গ্রুপের লিংকঃ ইমাম প্রশিক্ষণ একাডেমী থেকে যে সকল ওলামায়ে কেরামগণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের জন্য। জয়েন করতে এখানে ক্লিক করুন।

হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকঃ ইমাম প্রশিক্ষণ একাডেমী থেকে যে সকল ওলামায়ে কেরামগণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের জন্য। জয়েন করতে এখানে ক্লিক করুন।

ম্যাসেঞ্জার গ্রুপের লিংকঃ ইমাম প্রশিক্ষণ একাডেমী থেকে যে সকল ওলামায়ে কেরামগণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের জন্য। জয়েন করতে এখানে ক্লিক করুন।

ফেসবুক পেইজ লিংকঃ ইমাম প্রশিক্ষণ একাডেমী থেকে যে সকল ওলামায়ে কেরামগণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন তাদের জন্য। জয়েন করতে এখানে ক্লিক করুন।

এক নযরে আমাদের কার্যক্রম। 

১.  ইমাম প্রশিক্ষণ একাডেমির অনলাইন ভার্সনে স্মার্ট যোগাযোগ ব্যবস্থা প্রস্তুত করা। প্রতিমাসে কমপক্ষে ১ বার  পরিচালক স্যার কর্তৃক অনলাইন মতবিনিময় সভা নিচশিত করা। 

২. ফ্রি ডক্টর সার্ভিস কার্ড প্রদান করা ও প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ ইত্যাদির স্মার্ট সার্ভিস প্রদান করা। আজীবন ফ্রিতে ও কমমূল্যে ডাক্তার সার্ভিস পাওয়া প্রসঙ্গে। ইনশাআল্লাহ। 

৩. SQSF স্মার্ট লাইব্রেরী ও দ্বীনিয়াত সেন্টার এর সার্ভিস প্রদান করা। শিক্ষায় স্মার্ট ভার্সন ব্যবহার নিজেকে ও এই যুগের ছেলে মেয়েদেরকে উন্নতির চূড়ায় নিয়ে যাওয়া প্রসঙ্গে। ইনশাআল্লাহ 

৪. SQSF শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ কেন্দ্র। অনলাইনে বিশ্বব্যাপী কুরআন শিক্ষা দেওয়া ও আলেমদের অনলাইনে বিদেশি মুদ্রা ইনকামে সহায়তা করা। ৬ মাসের মধ্যে কমপক্ষে ৫-২০ হাজার টাকা ইনকামের ব্যবস্থা করা প্রসঙ্গে কার্যক্রম শিক্ষা প্রদান করা। ইনশাআল্লাহ। 

৫. স্মার্ট মাদরাসা ও স্কুল বোর্ড। প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি জেলায় ও থানায় স্মার্ট মাদরাসা ও স্কুল প্রতিষ্ঠায় সহায়তা করা ও বাস্তবায়ন করা প্রসঙ্গে। ইনশাআল্লাহ। 

৬. ফ্যামিলি শপ লিমিটেড এর মাধ্যমে ব্যবসা বানিজ্য এর স্মার্ট প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা প্রসঙ্গে। কর্মের জীবন সাজানোর স্মার্ট ভার্সন, ইনশাআল্লাহ।

বিস্তারিত জানতে ভিজিট করুন ও ম্যাসেজ করুনঃ   01764444731   *এপস লিংক (কমচ্যাট- CommChat) 

www.sqsf.org  

*এপস লিংক Sahih Quran Shikkha          

www.smartmadrasaoschool.org *এপস লিংক Coming Soon           

www.Familyshopltd.com *এপস লিংক Coming Soon

ইমাম প্রশিক্ষণ একাডেমির ইমামদেরকে সংক্ষেপে অনলাইনে কুরআন শিক্ষার পদ্ধতির প্রশিক্ষণের যাবতীয় লিংক।

*SQSF শিক্ষক প্রশিক্ষণের লিফলেট।     

*SQSF শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণের সংক্ষিপ্ত প্রেজেন্টেশন।   

*স্মার্ট লাইব্রেরীর সফটওয়্যার প্রেজেন্টেশন 

*SQSF ইউটিউব চ্যানেল প্রেজেন্টেশন   

*SQSF শিক্ষক প্রশিক্ষণ সম্পর্কে আলেমদের অভিমত

*SQSF শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণ কেন্দ্র এর ক্নাসের অন্যন্য সকল ভিডিও দেখতে এখানে ক্লিক করুন।

বাংলাদেশের বিভাগগুলো হলো:
১. ঢাকা বিভাগ  ২. চট্টগ্রাম বিভাগ  ৩.রাজশাহী বিভাগ  ৪.খুলনা বিভাগ  ৫.সিলেট বিভাগ  ৬.বরিশাল বিভাগ  ৭.রংপুর বিভাগ   ৮.ময়মনসিংহ বিভাগ

বিভাগ অনুযায়ী ইমাম প্রশিক্ষণ একাডেমীর সকল ব্যাচ সমূহের কমচ্যাট গ্রুপ লিংক সমূহঃ

১.ঢাকা বিভাগ

১.ইমাম প্রশিক্ষণ একাডেমী, ঢাকা বিভাগ। ব্যাচ নং ১১০৫।   
২.কমচ্যাট গ্রুপ- ইমাম প্রশিক্ষণ একাডেমী, ঢাকা বিভাগ। ব্যাচ নং ১১১২। SQSF শিক্ষক প্রশিক্ষণ সম্পর্কে আলেমদের অভিমত ২. হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক। ইমাম প্রশিক্ষণ একাডেমী, ঢাকা বিভাগ। ব্যাচ নং ১১১২।
   
   

২.সিলেট বিভাগ

১.হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক- ইমাম প্রশিক্ষণ একাডেমী, সিলেট বিভাগ। ব্যাচ নং ১১১৮।              কমচ্যাট গ্রুপ-ইমাম প্রশিক্ষণ একাডেমী, সিলেট বিভাগ। ব্যাচ নং ১১১৮
   
   
 

২.খুলনা বিভাগ

১. হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক- ইমাম প্রশিক্ষণ একাডেমী, খুলনা বিভাগ। ব্যাচ নং ১১১৩।              ১. কমচ্যাট গ্রুপ-ইমাম প্রশিক্ষণ একাডেমী, বরিশাল বিভাগ। ব্যাচ নং ১১১৩
   
   

২.বরিশাল বিভাগ

১. হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক- ইমাম প্রশিক্ষণ একাডেমী, বরিশাল বিভাগ। ব্যাচ নং ......।              ১. কমচ্যাট গ্রুপ-ইমাম প্রশিক্ষণ একাডেমী, বরিশাল বিভাগ। ব্যাচ নং ........
   
   

ইমাম প্রশিক্ষণ একাডেমী_Imam Training Academy. ইলামিক ফাউন্ডেশন

 

ইমাম প্রশিক্ষণ

একনজরে ইমাম প্রশিক্ষণ একাডেমীর আওতায় বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম

ক্রমিক নং

কোর্সের নাম ও মেয়াদ

প্রশিক্ষণপ্রাপ্তদের সংখ্যা

সেবা পদ্ধতি/মন্তব্য

সুযোগ-সুবিধাসমূহ

০১

নিয়মিত ইমাম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স-৪৫ দিন

১০৯১৬৮ জন

বুনিয়াদি প্রশিক্ষণঃ মসজিদের ইমাম-মুয়াজ্জিন, হাফেজ-ক্বারীগণকে উচ্চতর দ্বীনি শিক্ষার পাশা-পাশি আর্থ-সামাজিক উন্নয়নমূলক বিষয়ে যুগোপযোগী প্রশিক্ষণ (যমন- ইসলামিয়াত, প্রাথমিক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও গণশিক্ষা, কৃষি ও বনায়ন, প্রাণী সম্পদ পালন ও মৎস্য চাষ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, পরিবেশ ও সামজিক উন্নয়ন, বাংলাদেশ ও বিশ্বপরিচিতি, ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম ও পরিচিতি, ব্যবহারিক ও মৌখিক। এছাড়া, উক্ত বিষয়াদির মধ্যে রয়েছে, আদর্শ পরিবার গঠন, প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, নারী অধিকার, নারী-পুরষের সামাজিক বৈষম্য দূরীকরণ, নারী ও শিশু পাচাররোধ, এইচআইভি এইডস প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কার্যক্রমে অংশগ্রহণ এবং দেশের দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন, বাল্য বিবাহ প্রতিরোধ, মদ-জুয়া ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং আর্থ-সামাজিক উন্নয়নে অপ্রতিরোধ্য ভূমিকা রাখার মত সচেতন ও যোগ্য করে তোলার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়।

১. পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে।

২. স্ব-হস্তে লিখিত আবেদন ও নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র সাথে সংযুক্ত করতে হবে।

(ক) বয়সসীমা ২০-৫০ বছর এবং সুস্থ ও সবল দেহের অধিকারী হতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

(খ) শিক্ষাগত যোগ্যতা: ন্যুনতম দাখিল বা সমমান মাদ্রাসা পরীক্ষায় পাশ (হাফেজ ও ক্বারীদের ক্ষেত্রে বাংলা ভাষায় ভাল জ্ঞান থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য)।

(গ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। তবে চূড়ান্ত বাছাইয়ের সময় সকল শিক্ষাগত সনদের মূলকপি, সনদ না পেয়ে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত মূল প্রশংসাপত্র কমিটির নিকট উপস্থাপন করতে হবে।

(ঘ) স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক ইমামতির স্বপক্ষে প্রদত্ত প্রমাণপত্র।

(ঙ) জেলা কার্যালয় কর্তৃক ইমামতিতে নিয়োজিত আছেন তা নিশ্চিত হয়ে প্রাথমিকভাবে মনোনীত হওয়ার পর চূড়ান্ত বাছাই হওয়া সাপেক্ষে জেলা কার্যালয় থেকে সরবরাহকৃত নির্ধারিত ফরমে মসজিদ কমিটির সভাপতি/সেক্রেটারীর নিকট থেকে ৪৫ দিনের ছুটির অনুমোদনপত্র দাখিল করতে হবে এবং প্রশিক্ষণ চলাকালে হোস্টেলে অবস্থান করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ইমামদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র জমা দিতে হবে। 

(চ) এক কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি দরখাস্তের সাথে জমা দিতে হবে, এক কপি পাসপোর্ট সাইজ ও দুই কপি ষ্ট্যাম্প সাইজ ছবি সংশ্লিষ্ট ইমাম প্রশিক্ষণ কেন্দ্রে চূড়ান্ত ভর্তির সময় দিতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিলযোগ্য।

(ছ) বিনামূল্যে ভর্তির ফরম সরবরাহ করা হয় এবং ভর্তি হওয়ার জন্য কোন ফি বা বিনিময় দিতে হয় না। তবে ইমামদের কল্যাণে গঠিত ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টে মাসিক ১৫/- টাকা ফি দিয়ে ট্রাস্টের সদস্য পদ লাভ করতে পারেন।

(জ) একাডেমীর সংশিস্নষ্ট কেন্দ্রে বা বিভাগীয়/জেলা কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য কোন প্রকার টি.এ/ডি.এ  প্রদান করা হবে না।

 

১। প্রতি ইমামকে ৪৫০/- টাকা হারে দৈনিক ভাতা ও দূরত্ব অনুযায়ী যাতায়াত ভাতা প্রদান করা হয়।

২। বিনামূল্যে আবাসিক ব্যবস্থা।

৩। বিনামূল্যে ইফা. কর্তৃক প্রকাশিত তরজমাসহ পবিত্র কুরআন, পাঠ্যপুস্তক, প্রাথমিক চিকিৎসার ঔষধ ও সরঞ্জামাদি, পাঠ্য সিলেবাস, ব্যাগ ও সনদপত্র দেয়া হয়।

৪। প্রশিক্ষণ পরবর্তী সময়ে শ্রেষ্ঠ ইমাম ও খামারীদের উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে পুরষ্কৃত করা হয়।

০২

রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স-৫ দিন

৪২৩৬৫ জন

রিফ্রেসার্স  প্রশিক্ষণ কোর্স-০৫দিনঃ ৪৫ দিনব্যাপি নিয়মিত ইমাম প্রশিক্ষণ প্রদান করার পর পুনরায় ফলোআপ কর্মসূচীর আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামগণ প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আর্থ-সামাজিক উন্নয়নে কি ধরনের ভূমিকা রাখছে তার মূল্যায়নকরণ ও আরো দক্ষতা বৃদ্ধিকল্পে পরামর্শ প্রদান করা। এ যাবৎ ৪২,৩৬৫ জন ইমামকে এই প্রশিক্ষণপ্রদান করা হয়েছে। পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে নিমণলিখিত কাগজ পত্রাদি সংযুক্ত করে দিতে হয়ঃ

(ক) পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে এবং জাতীয় পরিচয়পত্রে ফটোকপি জমা দিতে হবে।

(খ) স্ব-হস্তে লিখিত আবেদনপত্রসহ ইমাম প্রশিক্ষণগ্রহণ করেছে তার সনদপত্র ও মসজিদ কমিটি কর্তৃক ছুটির ছাড়পত্র জমা দিতে হবে।

(গ) নিয়মিত ইমাম প্রশিক্ষণের সনদ ও পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

(ঘ) পাসপোর্ট সাইজের ছবি ১ (এক) কপি সত্যায়িত ও ষ্ট্যাম্প সাইজের ১ (এক) কপি ছবি (সত্যায়িত করার প্রয়োজন নাই) জমা দিতে হবে।

(ঙ) মসজিদ কমিটি কর্তৃক প্রদত্ত ছুটির অনুমোদন পত্র জমা দিতে হবে।

(চ) প্রশিক্ষণ পরবর্তী কার্যক্রমের উপর ১নং ছকে সর্বশেষ প্রতিবেদন।

(ছ) প্রশিক্ষণার্থী ইমামগণকে অবশ্যই মওসুম উপযোগী প্রয়োজনীয় বিছানাপত্র (মশারীসহ) ইমাম প্রশিক্ষণ একাডেমীর কেন্দ্রে উপস্থিত হতে হবে।

(চ) প্রশিক্ষণার্থীদেরকে প্রশিক্ষণ চলাকালীন সময়ে অবশ্যই হোষ্টেলে অবস্থান করতে হবে।

 

বিনামূল্যে প্রয়োজনীয় খাতা-কলম, বই ও অন্যান্য মালামাল প্রদান করা হয়।

 

মোটঃ

১,৫১,৫৩৩ জন

 

 

 

সহায়তায়: SQSF  স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সফটওয়্যার

www.sqsf.org 
 

ফেসবুক পেইজ 

মুফতি মোঃ আরিফুল ইসলাম

SQSF Team: 01764 444 731

 

Follow us @Facebook
Visitor Info
100
as on 14 Dec, 2024 03:27 AM
©EduTech-SoftwarePlanet