As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
নিয়োগ বিজ্ঞপ্তিঃ কর্মসংস্থান ও সমাজসেবা মূলক প্রোগ্রাম-২০২৫ |
কতজন আবশ্যকঃ ৬৫২ টি থানার ৮৭১৯১টি গ্রামে অন্তত একজন শিক্ষক ও একজন শিক্ষিকা আবশ্যক। |
পেশার ধরণঃ উকিল, ইঞ্জিনিয়ার ও ডাক্তারদের চেম্বারদের মত চেম্বার প্রতিষ্ঠা করে সমাজে অবদান রাখা। ইনকামের ধরণঃ কম-বেশি তাদের মত ইনকামের ব্যবস্থা, পাশাপাশি সেবামূলক কার্যক্রম পরিচালনা করা। উক্ত চেম্বার প্রতিষ্ঠা করতে যা যা করণীয়ঃ ক) কম্পক্ষে ১ বছর পর্যন্ত প্রতিদিন কম্পক্ষে ১ ঘন্টা সময় দিয়ে অনলাইন-অফলাইনে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। খ) অথবা একমাস ব্যাপী অফলাইনে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। গ) অথবা নিয়মিত শুক্রবার বা শনিবার একদিন নিয়মিত প্রশিক্ষণ গ্রহন করতে হবে। কাজের ধরণঃ আদর্শ নৈতিক সন্তান তৈরি ও অবাধ্য, নেশাগ্রস্ত, কিশোর গ্যাং সহ বিভিন্ন অপরাধে যুক্ত তাদেরকে কাউন্সেলিং করে আলোর পথে ফিরিয়ে আনার স্মার্ট প্রচেষ্টা। ব্যবসায়ীক প্ল্যাটফর্ম এর মাধ্যমে কর্মসনংস্থান মূলক প্রশিক্ষণ প্রদান করে যুবক-যবতীদেরকে ৮৭১৯১টি গ্রামে কর্মসন্থানের ব্যবস্থা করার অবিরাম চেষ্টা। কাদের জন্য প্রযোজ্যঃ ইমাম, খতিব, মুহতামিম, শিক্ষক-শিক্ষিকাদের জন্য প্রযোজ্য। বিস্তারিত জানতে বায়োডাটা নিচের হোয়াটসঅ্যাপে সেন্ড করুন। আল্লাহ সহায় হোন, আমিন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। বাস্তবায়ণেঃ দেশ ও জাতির ধর্মীয় ও সামাজিক দায়িত্বশীল ব্যক্তি বর্গ।
নিয়োগ বিজ্ঞপ্তি কম্পিউটার এর কাজ জানা থাকতে হবে, নিয়মিত সিলেবাস সংক্রান্ত বিষয় ইত্যাদি টাইপ করতে হবে। বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করুন |