আস-সালামু আলাইকুম। SQSF-কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরী (আত্নশুদ্ধির সফটওয়্যার)।
Bangladesh Muslim Council - BMC (বাংলাদেশ মুসলিম কাউন্সিল)
ইসলাম দেশ ও মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত আত্মশুদ্ধি মূলক সংগঠন বাংলাদেশ মুসলিম কাউন্সিল এর মৌলিক কার্য পদ্ধতি হলো,
1. ইসলাম দেশ ও মানবতার কল্যাণে বুদ্ধিবৃত্তিক পদ্ধতিতে কাজ করা। সভা, সেমিনার, সিম্পোজিয়াম, গোলটেবিল বৈঠক, স্মারকলিপি প্রদান এবং প্রয়োজনে বিভিন্ন সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দ্বীপাক্ষিক আলোচনার মাধ্যমে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে নিজেদের অবস্থান তুলে ধরা।
2. উম্মাহের আত্মশুদ্ধির নিমিত্তে দেশব্যাপী ইসলাহী মজলিস, বিষয়ভিত্তিক কর্মশালা ও ইসলাম ও দেশবিরোধী বিভিন্ন ফিরক্বা বিষয়ে উম্মতকে সতর্ক করতে রিজাল তৈরির প্রশিক্ষণ প্রদান করা।
3. দেশব্যাপী আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ নানা পেশা ও নানা মতের মানুষকে ধর্মীয় ও রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্বের বিষয়ে একীভূত করার ও ঐক্যবদ্ধ থাকার প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
4. যোগ্য ও মেধাবী নেতৃত্বকে সামনে এগিয়ে দেওয়া ও নেতৃত্ব তৈরির মেহনত করা।
এমন সব ইতিবাচক ও কল্যাণী বিষয়কে সামনে রেখে রব্বে কারীমের দ্বীন সর্বস্তরে বিজয়ী করার মানসে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এ আত্মশুদ্ধিমূলক সংগঠন।
দেশের এক ঝাঁক তরুণ, মেধাবী উদ্যমি ব্যক্তিদের নিরলস প্রচেষ্টায়, দেশের শীর্ষ বুজুর্গ আলেমদের দোয়া ও পরামর্শ নিয়ে আমাদের সংগঠন আত্মপ্রকাশ করেছে।
সংগঠন সুশৃংখলভাবে পরিচালিত হবার জন্য তৈরি করা হয়েছে একটি সুচিন্তিত ও গ্রহণযোগ্য গঠনতন্ত্র। যার আলোকে পরিচালিত হবে দেশব্যাপী সংগঠনের কার্যক্রম ইনশাআল্লাহ।
এ সংগঠন কোন রাজনৈতিক দলের সহযোগী বা অঙ্গ সংগঠন নয়। এটি সম্পূর্ণ একটি স্বতন্ত্র সংগঠন।
আগের প্রতিষ্ঠিত কোনো হক দলের সাথে এ সংগঠনের কোন বিরোধ নেই। প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার প্রশ্নই উঠে না।
আমরা প্রতিটি হক দলের সহযোগী। কারো প্রতিদ্বন্দ্বী বা বিরোধী পক্ষ নই।
বাংলাদেশ মুসলিম কাউন্সিল এর কাজের মূল প্রায়োরিটি হলো, বুদ্ধিবৃত্তিকভাবে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করা।
সংগঠনের স্থিতিশীলতা আগামী দিনে তাঁদের কার্যক্রম ও এখলাস এর উপর নির্ভরশীল।
আগেই হতাশ কিংবা মন্দ ধারণা না করা উচিত।
আত্মপ্রকাশ উপলক্ষে তড়িঘড়ি প্রয়াত ৩ শতাধিক আলেমের জীবনী প্রকাশ করা হয়েছে।
সংগঠন কি বিষয় নিয়ে এবং কিভাবে কাজ করবে এটি এর একটি প্রাথমিক উদাহরণ মাত্র।
যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল বেখেয়ালে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনী তারা সন্নিবিষ্ট করতে পারেননি।
ইনশাআল্লাহ আগামী সংস্করণে সেসব মনীষীদের জীবনী অবশ্যই সংযোজন করা হবে।
কাজ যারা করে তাদেরই ভুল হয়। যারা ভুল ধরিয়ে দেন তারা অবশ্যই প্রকৃত বন্ধু।
যারা ভুলগুলো ধরিয়ে দিয়েছেন তাদের জন্য আন্তরিক দুআ। জাযাকুমুল্লাহু খাইরান।
দেশের সকল ধর্মপ্রাণ মানুষকে আমাদের এ স্বপ্নযাত্রায় সারথী হবার উদাত্ত আহবান করছি।
লুৎফুর রহমান ফরায়েজী
বাংলাদেশ মুসলিম কাউন্সিল