বাংলাদেশ মুসলিম কাউন্সিল Bangladesh Muslim Council - BMC আস-সালামু আলাইকুম। SQSF-কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরী (আত্নশুদ্ধির সফটওয়্যার)।
বাংলাদেশ মুসলিম কাউন্সিল

Bangladesh Muslim Council - BMC  (বাংলাদেশ মুসলিম কাউন্সিল)

প্রতিষ্ঠাতা সভাপতিঃ খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবী দা.বা.


ইসলাম দেশ ও মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত আত্মশুদ্ধি মূলক সংগঠন বাংলাদেশ মুসলিম কাউন্সিল এর মৌলিক কার্য পদ্ধতি হলো,

1. ইসলাম দেশ ও মানবতার কল্যাণে বুদ্ধিবৃত্তিক পদ্ধতিতে কাজ করা। সভা, সেমিনার, সিম্পোজিয়াম, গোলটেবিল বৈঠক, স্মারকলিপি প্রদান এবং প্রয়োজনে বিভিন্ন সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দ্বীপাক্ষিক আলোচনার মাধ্যমে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে নিজেদের অবস্থান তুলে ধরা।

2. উম্মাহের আত্মশুদ্ধির নিমিত্তে দেশব্যাপী ইসলাহী মজলিস, বিষয়ভিত্তিক কর্মশালা ও ইসলাম ও দেশবিরোধী বিভিন্ন ফিরক্বা বিষয়ে উম্মতকে সতর্ক করতে রিজাল তৈরির প্রশিক্ষণ প্রদান করা।

3. দেশব্যাপী আলেম-ওলামা এবং ধর্মপ্রাণ নানা পেশা ও নানা মতের মানুষকে ধর্মীয় ও রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্বের বিষয়ে একীভূত করার ও ঐক্যবদ্ধ থাকার প্রচেষ্টা চালিয়ে যাওয়া।

4. যোগ্য ও মেধাবী নেতৃত্বকে সামনে এগিয়ে দেওয়া ও নেতৃত্ব তৈরির মেহনত করা।

এমন সব ইতিবাচক ও কল্যাণী বিষয়কে সামনে রেখে রব্বে কারীমের দ্বীন সর্বস্তরে বিজয়ী করার মানসে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এ আত্মশুদ্ধিমূলক সংগঠন।

দেশের এক ঝাঁক তরুণ, মেধাবী উদ্যমি ব্যক্তিদের নিরলস প্রচেষ্টায়, দেশের শীর্ষ বুজুর্গ আলেমদের দোয়া ও পরামর্শ নিয়ে আমাদের সংগঠন আত্মপ্রকাশ করেছে।

সংগঠন সুশৃংখলভাবে পরিচালিত হবার জন্য তৈরি করা হয়েছে একটি সুচিন্তিত ও গ্রহণযোগ্য গঠনতন্ত্র। যার আলোকে পরিচালিত হবে দেশব্যাপী সংগঠনের কার্যক্রম ইনশাআল্লাহ।

এ সংগঠন কোন রাজনৈতিক দলের সহযোগী বা অঙ্গ সংগঠন নয়। এটি সম্পূর্ণ একটি স্বতন্ত্র সংগঠন।

আগের প্রতিষ্ঠিত কোনো হক দলের সাথে এ সংগঠনের কোন বিরোধ নেই। প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতার প্রশ্নই উঠে না।

আমরা প্রতিটি হক দলের সহযোগী। কারো প্রতিদ্বন্দ্বী বা বিরোধী পক্ষ নই।

বাংলাদেশ মুসলিম কাউন্সিল এর কাজের মূল প্রায়োরিটি হলো, বুদ্ধিবৃত্তিকভাবে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করা।

সংগঠনের স্থিতিশীলতা আগামী দিনে তাঁদের কার্যক্রম ও এখলাস এর উপর নির্ভরশীল।

আগেই হতাশ কিংবা মন্দ ধারণা না করা উচিত।

আত্মপ্রকাশ উপলক্ষে তড়িঘড়ি প্রয়াত ৩ শতাধিক আলেমের জীবনী প্রকাশ করা হয়েছে।

সংগঠন কি বিষয় নিয়ে এবং কিভাবে কাজ করবে এটি এর একটি প্রাথমিক উদাহরণ মাত্র।

যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল বেখেয়ালে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবনী তারা সন্নিবিষ্ট করতে পারেননি।

ইনশাআল্লাহ আগামী সংস্করণে সেসব মনীষীদের জীবনী অবশ্যই সংযোজন করা হবে।

কাজ যারা করে তাদেরই ভুল হয়। যারা ভুল ধরিয়ে দেন তারা অবশ্যই প্রকৃত বন্ধু।

যারা ভুলগুলো ধরিয়ে দিয়েছেন তাদের জন্য আন্তরিক দুআ। জাযাকুমুল্লাহু খাইরান।

দেশের সকল ধর্মপ্রাণ মানুষকে আমাদের এ স্বপ্নযাত্রায় সারথী হবার উদাত্ত আহবান করছি।

লুৎফুর রহমান ফরায়েজী

বাংলাদেশ মুসলিম কাউন্সিল


মাওলানা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবী ভাইয়ের বাংলাদেশ মুসলিম কাউন্সিলের প্রোগ্রামে গিয়েছিলাম গতকাল। বাদ জুহর পর্যন্ত ছিলাম। সবাইকে দেখে ভালো লেগেছে।
আমার জানামতে মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী ভাই দীর্ঘদিন যাবত ইয়াং আলেমদেরকে একই প্লাটফরমে নিয়ে আসার জন্য চেষ্টা করছেন । এজন্য প্রচুর ইনডোর প্রোগ্রাম করেছেন। এইসব প্রোগ্রামের একটা সংঘবদ্ধ ও সুশৃঙ্খল প্রদর্শনী ছিলো এই ইসলামী কনফারেন্স।
যখন আলেমরা ক্রমাগত বিচ্ছিন্ন হচ্ছি, ছিড়ে যাওয়া তসবিহর দানার মতো দুরত্বে চলে যাচ্ছি তখন সবাইকে কাছাকাছি নিয়ে আসার এই উদ্যোগকে স্বাগত জানাই।
এখানকার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, মুসলিম কাউন্সিল কোনো রাজনৈতিক দলের অংগ সংগঠন নয়। তারা নবীন আলেমদের ইসলাহ নিয়ে কাজ করবে৷ যেকোনো দলের সমর্থক যে কেউ এখানে যুক্ত হতে পারবেন৷
মুসলিম কাউন্সিল এগিয়ে যাক । আল্লাহ কামিয়াব করুন। Ruhul Amin Sadi

বাংলাদেশ মুসলিম কাউন্সিল নয়া পল্টন চমৎকার বক্তব্য দিলেন–মাননীয় ধর্ম উপদেষ্টা মুহতারাম ড. আ ফ ম খালিদ হুসাইন হাফি.। ৩১৩ জাতীয় কনফারেন্স অনুষ্ঠান থেকে


যাদের মেহনতে আমাদের কনফারেন্স ধন্য...
আমাদের সংগঠনের জন্য দিনরাত একাকার করে মেহনত করা এক কর্মঠ মানুষের নাম মাওলানা আফজাল আইয়ুবী হাফি.। কনফারেন্সের আগে অনলাইনের সকল পোস্টার, কার্ডসহ যাবতীয় ইন্তেজাম তার হাত দিয়েই হয়েছে। গত দু'বছরে আমরা যতবার মারকযুত তারবিয়াতে বৈঠক করেছি, ততবারই পুরো রাত আমাদের সেবা দিয়েছেন। অথচ সকালে না ঘুমিয়েই আবার মাদরাসার কাজের আঞ্জাম দিয়েছেন। তার সবচে বড় অবদান ছিলো গতকালকের পুরো আয়োজনটা স্বেচ্ছাসেবক দ্বারা নিয়ন্ত্রণ করা। এত বিশাল কনফারেন্সকে এতো সুচারুরূপে নিয়ন্ত্রণ করতে পারাটা নিঃসন্দেহে তার যোগ্যতা ও অভিজ্ঞতার বহিঃপ্রকাশ। তাছাড়া মুফতি শফিকুল ইসলাম কাসেমী, মুফতি মাহমুদুল হাসান কাসেমী ভাই তো স্টেজ ও ভিআইপি অতিথিদের সেবা করে সবাইকে খোশ করে দিয়েছেন। মাশাআল্লাহ। আর মুফতী উবায়দুর রহমান হুজাইফী, মাওলানা এনামুল হক আইয়ূবী এবং মাওলানা গাজী সিদ্দিকুর রহমান ভাই ফরম ও হল এন্ট্রি করার মতো কঠিন কাজটি অত্যান্ত চমৎকারভাবে এবং সবার প্রতি সহমর্মিতার মাধ্যমে আঞ্জাম দিয়ে আমাদের প্রোগ্রামকে প্রানবন্ত করে তুলেছেন। কনফারেন্স হলের প্রধান গেটের যিম্মাদারি পালন করেছেন মুনাব্বি ভাই। সবার প্রতি ভালোবাসা ও হ্নদয় জুড়ানো ভালোবাসা দিয়ে বরণ করে সবার কাছে প্রশংসিত হয়েছেন। স্টেজ এবং তার আশপাশের পাখির গতিতে দৌড়াদৌড়ি করতে দেখেছি আটপাড়ার হুমায়ুন ভাইকে। তাদের মেহনতের কারণেই আল্লাহপাক আমাদের একটা সফল অনুষ্ঠান দান করেছেন। নিঃস্বার্থ এই মানুষগুলোর কদর করতে না পারা আমাদের ব্যর্থতা। তাদেরকে আমাদের সংগঠনে পেয়ে আমরা ধন্য। আরও যারা আমাদের ধন্য করেছেন, পর্যায়ক্রমে তাদের চেহারা সামনে আনার প্রয়াস চালাবো। ইনশাআল্লাহ। আল্লাহপাক তাদেরকে ভরপুর কবুল করেন। আমীন!
রিজওয়ান রফিকীকেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক–বাংলাদেশ মুসলিম কাউন্সিল।

Follow us @Facebook
Visitor Info
100
as on 13 Aug, 2025 11:42 PM
©EduTech-SoftwarePlanet