As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
স্মার্ট লাইব্রেরীর সফটওয়্যার প্রেজেন্টেশন_Smart Library Software Presentation
নৈতিক শিক্ষার কাউন্সেলিং ও সৎ কাজ ছাড়া জীবনের সফলতার কোন সমাধান নেই। তথ্যপ্রযুক্তিতে আসক্তি নয়, হোক ইতিবাচক ব্যবহার
‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সফটওয়্যার’ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য স্মার্ট সমাধান।
SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সফটওয়্যার এর ভিতরের অংশের বিভিন্ন চিত্র
|
বর্তমান সমাজের বাস্তবতা এবং
‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সফটওয়্যার’ কেন প্রয়োজন?
নতুন কারিকুলামের লক্ষ্য-উদ্দেশ্য
‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সফটওয়্যার’ নতুন কারিকুলামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ণে সহায়ক ভূমিকা পালনে বদ্ধপরিকর। জাপানের শিক্ষাব্যবস্থা আমাদের নতুন শিক্ষাক্রমকে আরো অনুপ্রাণিত করবে। |
SQSF স্মার্ট শিক্ষক-অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র।
ইমাম-খতিব ও SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং সফটওয়্যার।
ইমাম প্রশিক্ষণ একাডেমি। ইসলামিক ফাউন্ডেশন।
বহির্বিশ্বে প্রায় দেড় কোটি বাংলাদেশের বাঙ্গালী প্রবাসী বসবাস করে, পাশাপাশি ভারতেরও বাঙ্গালী প্রবাসী ছড়িয়ে আছে সারা বিশ্বে। তারাও কুরআন শিখে। পাকিস্তান ভারত ও
মিশরের আলেমসমাজ তাদেরকে পড়ায়। বাঙ্গালী প্রবাসীগণ চায় তারা ও তাদের ছেলে মেয়েকে বাঙ্গালী আলেমগণ পড়াক।
ঠিক এই জায়গায় ‘SQSF-স্মার্ট শিক্ষক (ইমাম-খতিব) প্রশিক্ষণ কেন্দ্র’ কাজ করছে, আলহামদুলিল্লাহ। এতে করে দেশে বিদেশি মুদ্রা আসায় দেশের লাভ হবে। অন্যদিকে ইমাম-খতিব
সাহেবানগণ মসজিদ কর্তৃক সামান্য বেতনের পাশাপাশি অতিরিক্ত ইনকাম হওয়ায় তাদের পারিবারিক জীবন পরিচালনায় অনেকটা সহজ হবে, ইনশাআল্লাহ।
আমরা খুব সহজে ইমাম-খতিবদের কাছ আজীবন আন্তরিক দোয়া পেয়ে যাব, ইনশাআল্লাহ। আমাদের বাঙ্গালী আলেমসমাজের মাধ্যমে খুব সহজে বহির্বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে পড়বে, ইনশাআল্লাহ।
সুইডেন থেকে ইসমাঈল বাংলা শিখছে
SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং সফটওয়্যার কেন এত কাজ করার চেষ্টা করছে? কি লাভ? |
আল্লাহ তায়ালা বলেন, ‘তোমাদের মধ্যে একজন রাসুল প্রেরণ করেছেন, যিনি তাদেরকে তাঁর আয়াতগুলো পড়ে শোনান, তাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন। অথচ এর আগে তারা সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিল।’ |
আল্লাহ তায়ালা বলেন, ‘হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহকে সাহায্য কর তবে আল্লাহও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের অবস্থানকে সুদৃঢ় করে দেবেন’। আল্লাহকে সাহায্য করার অর্থ, আল্লাহর দ্বীনের সাহায্য করা। আর দ্বীনের সাহায্য হলো ক. নিজে দ্বীন শিক্ষা লাভ করা। খ. অন্যকে দ্বীন শিক্ষা দেওয়া। গ. দ্বীন শিখতে ও শিক্ষা দিতে যাবতীয় উপায়-উপকরণে নিজ জান-মাল খরচ করা। |
আল্লাহ তা’আলা বলেন, “তিনি যাকে চান, হিকমত দান করেন। আর যে ব্যক্তি হিকমত লাভ করে সে আসলে বিরাট সম্পদ লাভ করেছে। এই কথা থেকে তেবলমাত্র তারাই শিক্ষা লাভ করে যারা বুদ্ধিমান ও জ্ঞানী।” (সুরা বাকারা : ২৬৯)। |
আল্লাহ যাদের কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। যে জ্ঞানের আলোকে আল্লাহর সন্তুষ্টির পথ সুষ্পষ্ট দেখতে পায়। হালাল-হারাম, কল্যাণ-অকল্যাণ, আলো ও অন্ধকারের মধ্যে সুষ্পষ্ট পার্থক্য রেখা টানতে পারেন। |
মহানবী সা. বলেন ‘মানুষ যখন মারা যায়, তখন তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায়, কেবল তিনটি আমল ব্যতীত : (ক) সাদাক্বায়ে জারিয়া (খ) এমন ইলম যা থেকে কল্যাণ লাভ হয় এবং (গ) নেককার সন্তান, যে তার জন্য দো‘আ করে’। |
মহানবী সা. বলেন "লোকদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি হচ্ছে সেই যে লোকদের জন্য বেশী উপকারী।" |
পারিবারিক বন্ধন প্রাণবন্ত রাখবেন যেভাবে। শাইখ উমায়ের কোব্বাদী
SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং সফটওয়্যার কে বা কারা এবং কিভাবে বাস্তবায়ন করছে? |
১. মূল পরিকল্পনায় ও উদ্দ্যোক্তাঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র ধর্মীয় শিক্ষক-মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রশিক্ষক, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন। |
২. সফটওয়্যার ডেভোলপম্যান্ট ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও এডুটেক সফটওয়্যার ফার্ম। |
৩. সিলেবাস ও কন্টেন্ট ডেভোলপম্যান্ট ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও দক্ষ আলেম এবং শিক্ষক টিম। |
৪. অর্থায়নেঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও দ্বীনি ভাই-বোনগণ। |
৫. উপদেষ্টা পরিষদঃ দ্বীনি ও সামাজিক লাইনের দায়িত্বশীলগণ। স্কুল, কওমী ও আলিয়া মাদরাসার গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। ইমাম ও খতিব সাহেবানগণ। দানশীল ব্যক্তিবগ। প্রশাসনের দায়িত্বশীলগণ। |
৬. মার্কেটিং ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও দক্ষ মার্কেটিং টিম। ইমাম-খতিব, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ। |
৭. কাউন্সেলিং ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও উক্ত বিষয়ে দক্ষ ওলামায়ে কেরামগণসহ প্রশাসনের ও সামাজিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ। |