As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সেন্টার সমাজের কোন কোন বিষয় নিয়ে কাজ করছে?
★নৈতিক মূল্যবোধ শিক্ষার আদর্শ প্রতিষ্ঠান। SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সেন্টার। হিলফুল ফুযুল সংঘটনের স্মার্ট ভার্সন।
★৬৫২ থানার ৮৭১৯১টি গ্রামসহ বিশ্বব্যাপী SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টারে স্বাগতম।
★সমাজের প্রতিটি পর্যায়ে নৈতিক মূল্যবোধ শিক্ষা দেওয়ার পাশাপাশি অবাধ্য, নেশাগ্রস্ত ও কিশোর গ্যাং এর সাথে যুক্ত সন্তান শিক্ষার্থীদেরকে আলোর পথে ফিরিয়ে আনার স্মার্ট ব্যবস্থাপনা ও প্রচেষ্টা, আলহামদুলিল্লাহ।
Sqsf.org
★আমরা দীর্ঘ গবেষণায় সমাজের সকল সমস্যার মূলে মোট তিনটি কারণ খুঁজে পেয়েছি, উক্ত সমস্যাগুলোর সমাধানের লক্ষ্যেই আমাদের এই উদ্দ্যোগ।
১. কাউন্সেলিং হীনতা তথা শুদ্ধ বুঝ ব্যবস্থা গঠন না হওয়া। অহংকার, হিংসা ইত্যাদি।
২. বেকারত্ব। ব্যবসায়ীক সিন্ডিকেট। খাবারে ভেজাল। অতিরিক্ত লোভ-লালসা।
৩. বিবাহ - শাদি কঠিন, জেনা ব্যভিচার সহজ, বিবাহ বহির্ভূত প্রেম-পরকিয়া, ইত্যাদি। এই সমস্যাগুলোর স্মার্ট সমাধান ই হলো SQSF আলহামদুলিল্লাহ। আসুন সবাই মিলে এই পরিবর্তনে সহায়তা করি।
★আমরা ৫ শ্রেণীর লোকদের মধ্যে আলাদা করে কাজ করছি।
★একজনকে উক্ত পাঁচ প্রেক্ষিতে কাজ করা জরুরী নয়, তবে একজন চাইলে সকল সেক্টরের প্রশিক্ষণ গ্রহণ করে সামাজিক খেদমত আঞ্জাম দিতে পারবে, ইনশাআল্লাহ।
★আমাদেরকে আগে ভালো মানুষ হতে হবে। আমি যদি শত্রুর ভালো কাজের প্রশংসা ও বন্ধুর মন্দ কাজের গঠন মূলক সমালোচনা করতে ব্যর্থ হই, তাহলে আমি এখনো ভালো মানুষ হয়ে উঠতে পারিনি।
★আগামী প্রজন্মের সুস্থ সমাজ গঠনের জন্য এই চারটি বিষয়ে একই সাথে কাজ করা জরুরী মনে করি। প্রতিটি বিষয় একে অপরের সাথে যুক্ত।
১. আদর্শ সন্তান-শিক্ষার্থীদের জন্য -SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সেন্টার।
গ্রুপ লিংক
https://chat.whatsapp.com/CQJ6G1iOGfG3HxdHvPXf4j
ওয়েব পেইজ
https://sqsf.org/SQSF_Smart_Library_and_Counseling_Center_to_save_future_generations.html
২. আদর্শ শিক্ষক-অভিভাভকের জন্য- SQSF স্মার্ট শিক্ষক-অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র।
গ্রুপ লিংক
https://chat.whatsapp.com/I1e1u60PcNb90qM5PWByuP
ওয়েব পেইজ
https://sqsf.org/Brief_Presentation_of_SQSF_Smart_Teacher_Training_Center
৩. বেকার যুবক-যুবতীদের জন্য- SQSF এর কর্মদক্ষতা মূলক প্রশিক্ষণ প্রদান এবং ফ্যামিলি শপ লিমিটেড.কম এর ব্যবসায়ীক প্ল্যাটফর্ম এর মাধ্যমে সহায়তা প্রদান।
গ্রুপ লিংক
https://chat.whatsapp.com/Cr05P7btFCJDBTBt0L7UqJ
ওয়েব পেইজ
https://sqsf.org/Family_Shop_ltd.html
৪.নৈতিক মূল্যবোধের পরিবার গঠন করতে সুস্থ আগামী প্রজন্মের সন্তান ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণ করতে-
SQSF পাত্র-পাত্রীদের বিবাহের তথ্য সেন্টার। বিবাহ দ্বীনের অর্ধেক।
গ্রুপ লিংক
https://chat.whatsapp.com/EX59Cjs9ums8mS4Abp0j8P
ওয়েব পেইজ
https://sqsf.org/SQSF_Marriage_Information_Centre_Marriage_is_half_of_religion.html
পাত্র-পাত্রীদের জন্য গ্রুপ
https://chat.whatsapp.com/EX59Cjs9ums8mS4Abp0j8P
৫. স্বাস্থ্যসেবায় অবদান ও সহায়তা করার চেষ্টা
এসকিউএসএফ স্বাস্থ্যসেবা প্রজেক্ট কি ও কেন?
https://sqsf.org/What_and_why_is_the_SQSF_Healthcare_Project.html
ক) কুরআন ও হাদিসের চিকিৎসা মূলক সেবা
https://sqsf.org/Quranictreatmentandpractice.html
খ) এলোপ্যাথিক মূলক চিকিৎসা সেবা
ফ্রিতে ডাক্তারের সাথে কথা বলুন
★ফ্রি ডক্টর দেখান-১, প্যানাসিয়া হেলথ এপ
https://sqsf.org/Panacea_Heath_App.html
কমমূল্যে
★নোবেল কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিঃ, মিরপুর ৬০ ফিট, ভাঙ্গা ব্রীজ।
https://sqsf.org/NobleCareHospital.html
★রেমিকন হেল্থ সার্ভিসেস লিমিটেড, মিরপুর-১৪
https://sqsf.org/Sqsf_Remicon_Health_Services_Ltd.html
গ) হোমিওপ্যাথিক মূলক চিকিৎসা সেবা
★আফতাব হোমিওপ্যাথিক হেল্থ কেয়ার, মোল্লাপাড়া, মিরপুর
https://sqsf.org/Doctor2_.html
★বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন
sqsf.org
Familyshopltd.com
বিস্তারিত ভিডিও আলোচনা শুনতে
https://youtu.be/Qu2_fHKSjXk?t=2&feature=shared
★ মোহনা টিভিতে প্রতিবেদন, অবাধ্য, নেশাগ্রস্ত, কিশোর গ্যাং এ যুক্ত সন্তান-শিক্ষার্থীদেরকে আলোর পথে ফিরিয়ে আনতে স্মার্ট লাইব্রেরী
https://youtu.be/sTuEybrRLio
★ চ্যানেল আই তে প্রতিবেদন, সামাজিক মূল্যবোধ শিক্ষা দেবে স্মার্ট লাইব্রেরী।
https://www.youtube.com/watch?v=MuSjrEC9-JY
★নৈতিক ও সামাজিক মূল্যবোধ জরুরী কেন?
এর বিপরীত হলো জুলুম ও অসততা ইত্যাদি
আমাদের মনে রাখা দরকার, জুলুম, অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন এমন এক অপরাধ যা সাধারণত আল্লাহ মাফ করেন না, যতক্ষণ পর্যন্ত ওই মজলুম ব্যক্তি (যার প্রতি অত্যাচার করা হয়েছে) জালিমকে (অত্যাচারী ব্যক্তিকে) মাফ না করেন। কুরআনে ইরশাদ হয়েছে, আর তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়বে না, জালেমদের সহযোগী হবে না, তাহলে আগুন (জাহান্নামের) তোমাদেরও স্পর্শ করবে (সূরা হুদ, আয়াত : ১১৩)।
রাসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহতায়ালা জালিমকে দীর্ঘ সময় পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন। অবশেষে যখন পাকড়াও করেন তখন তাকে আর রেহাই দেন না। অতঃপর তিনি এ আয়াত পাঠ করেন, তোমার প্রভুর পাকড়াও এ রকমই হয়ে থাকে, যখন তিনি জুলুমরত জনপদগুলোকে পাকড়াও করেন। তার পাকড়াও অত্যন্ত যন্ত্রণাদায়ক, অপ্রতিরোধ্য। (সহিহ বুখারি ও মুসলিম)।
আল্লাহ যেন আমাদেরকে জালেম না বানান এবং সর্বদা যেন ন্যায় ও সত্যের পথে থাকতে পারি, এই দোয়া করি। আল্লাহ তায়ালা আমাদেরকে তাওফিক দান করুন এবং হিফাজত করুন, আমিন।
★আপনার পরিবারে কি এই সমদ্যা
★আপনি জান, মাল ও সময় ব্যয় করে এই মহৎ খেদমত আঞ্জাম দিয়ে সুস্থ সমাজ বিনির্মাণে অংশ গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ
★প্রতিদিন কম্পক্ষে ২ কাপ চায়ের মূল্য ২০/-করে মাসে মাত্র ৬০০/- দিয়ে যে কোন একটি খেদমতে শরিক হতে বা উক্ত চারটি খেদমত বাবদ মাসে ২৪০০/- দিয়ে এই সামাজিক খেদমতকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ।
★একটি প্রশিক্ষণ বা ৪টি প্রশিক্ষণ গ্রহণ করে সমাজে অবদান রাখতে পারবেন, ইনশাআল্লাহ।
★আমাদের সাথে যুক্ত হতে নিজ পরিচয় প্রদান বাধ্যতামূলক। প্রথমে এখানে নিজ পরিচয় দিয়ে তারপর উক্ত যে কোন গ্রুপে যুক্ত হতে চাইলে পারবেন, ইনশাআল্লাহ।
★ অফলাইনের প্রশিক্ষণ শিডিউল প্রতি শুক্রবার সকাল ০৮.০০- বিকাল ০৫.০০ পর্যন্ত।
★বিস্তারিত আলোচনা করতে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করতে এই নাম্বারে যোগাযোগ করুন
#01764444731