কিভাবে আপনি ‘সহীহ কুরআন শিক্ষা’ প্রজেক্ট থেকে কুরআন শিখবেন?শিক্ষার্থী নির্দেশিকা_Student Guidelines_دليل الطالب As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
শিক্ষার্থী নির্দেশিকা_Student Guidelines_دليل الطالب

 SQSF শিক্ষক প্রশিক্ষণ সেন্টারে ভর্তির শর্তাবলীঃ

১. ভর্তি ফি ও মাসিক চার্জ পরিশোধ করা। 

ভর্তি ফি ২০০০ টাকা যা মাসিক চার্জের সাথে সমন্বয় হবে। সে হিসেবে কোন ভর্তি ফি নেই।

মাসিক সার্ভিস চার্জ প্রতিটি প্যাকেজে মোট ৬০০/- বাৎসরিক হিসেবে মোট ৭২০০/- এখানে সফটওয়্যার মেইনটেইন, প্রশিক্ষক, ইন্জিনিয়ারসহ যাবতীয় খরচ অন্তর্ভূক্ত আছে।    

২. সফটওয়্যার ব্যবহার করে যেন আপনি ভালো করে শিক্ষার্থীরদেকে পড়াতে পারেন সে জন্য কম্পক্ষে  দুইমাস প্রতিদিন বা সপ্তাহে ৩দিন অবশ্যই ৪০ মিনিট করে প্রশিক্ষণ গ্রহণ করবেন। SQSF প্রতিটি ক্ষেত্রে একটা ডেমো তৈরী করার চেষ্টা করছে, আপনি ঠিক উক্ত ডেমোটি দেখে নিজ শিক্ষার্থীর মাঝে বাস্তবায়ন করার চেষ্টা করবেন।

৩. প্রতিষ্ঠানের ক্ষতি হয় এমন সকল কর্মকান্ড থেকে বিরত থাকা। আমরা একে অপরকে সহযোগীতা করার চেষ্টা করবো, ইনশা আল্লাহ। আমার দ্বারা যে কোন মুসলমানের বা প্রতিষ্ঠানের কোন ক্ষতি না হয় সে বিষয়ে সবাত্নক খেয়াল রাখবো,ইনশা আল্লাহ। 

৪. আজীবন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহণ করা যাবে, ইনশা আল্লাহ। পরবর্তীতে আপনি চাইলে অন্যান্যদেরকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রশিক্ষণ প্রদান করতে পারবেন, ইনশা আল্লাহ। ইসলামের প্রচারের স্বার্থে যে কোন কন্টেন্ট প্রচার-প্রসার করতে পারবেন, কিন্তু প্রতিষ্ঠানকে ঠকানোর উদ্দেশ্যে সকল ধরণের কন্টেন্ট কপি পেস্ট করা বা একাউন্ট  আইডি ও পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করা আমানতের খেয়ানত হিসেবে গণ্য হবে। প্রতিষ্ঠানের সফটওয়্যারের নিরাপত্তার স্বার্থ রক্ষা করা।

৫. যথা সময়ে তথা মাসের ১-১০ তারিখের মধ্যে সার্ভিস চার্জ পরিশোধ করা। 

৬. ভর্তি ফি অফেরৎযোগ্য। সাধারণত একজন মানুষ নিজ পেশার সাথে আজীবন লেগে থাকে। আমরা ইসলামের ধারক-বাহক সেহেতু আমাদের কাজ হলো ধারাবাহিকভাবে আমৃত্যু দ্বীনের কাজ করে যাওয়া। আমরা মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করছি যেন আল্লাহ আমাদেরকে বিশ্ব মানব কল্যাণে এক সাথে কাজ করার তাওফিক দান করেন। আমিন।

৭. আমরা যেহেতু শিক্ষার্থীদেরকে ভালো ও আদর্শবান শিক্ষার্থী ও মানুষ বানাতে চাই সে জন্য আগে আমাদের ভালো মানুষ হওয়ার চর্চা ও অনুশীলণ অব্যাহত রাখতে হবে। হয়ত আপনি শিখবেন বা আপনি শিখাবেন।  

৮. প্রতিষ্ঠানের ভিশন মিশনের বহির্ভূত যে কোন কার্যক্রমের জন্য ছাত্রত্ব বাতিল বলে গণ্য হবে।

৯. প্রতিষ্ঠানের সকল বিষয় আপনার কাছে আমানত। আপনার একাউন্ট পাসওয়ার্ড ও আইডি ইত্যাদি কারোর সাথে শেয়ার করতে পারবেন না ।

১০. প্রতিষ্ঠানের সকল ধরণের নিয়ম-কানুন মানতে বাধ্য থাকবো।

১১. এই ভর্তি এক বছরের জন্য প্রযোজ্য হবে, তবে আপনার সদস্য পদটি আজীবন মেয়াদ থাকবে, ইনশা আল্লাহ। 

১২. প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে সার্টিফিকেট দেওয়া হবে, ইনশা আল্লাহ। সার্টিফিকেটের মান অনুযায়ী আপনি SQSF থেকে সকল ধরণের সুবিধাদি পেয়ে থাকবেন, ইনশা আল্লাহ।

১৩. সার্টিফিকেট/প্রশিক্ষণ প্রাপ্তির পর আপনি SQSF এ শিক্ষক/প্রতিষ্ঠাতা সদস্য/পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে সকল ফর্মালিটি পূরণ সাপেক্ষে যোগদান করতে পারবেন, ইনশা আল্লাহ।

১৪. প্রতিষ্ঠানের বৃহৎ স্বার্থে যে কোন নিয়ম পরিবর্তন, সংযোজন করার অধিকার সংরক্ষণ করে।

১৫. দেশ বিরুধী সকল কার্যক্রম থেকে বিরত থাকবো। 


SQSF এর শিক্ষকদের শপথ বাক্য পাঠঃ

বিসমিল্লাহির রহমানির রহিম।  আমি আল্লাহকে স্বাক্ষি রেখে নিজের সাথে শপথ করছি যে,

১.আমি মানুষকে মহান আল্লাহর সাথে আনুগত্যের সম্পর্ক জুড়ে দেওয়ার চেষ্টা করবো,  ইনশা আল্লাহ।

২.আমি নিজেকে একজন আদর্শবান-ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সকল ধরণের পদক্ষেপ গ্রহণ  করবো এবং প্রতিদিন ভালো মানুষ হওয়ার অনুশীলন অব্যাহত রাখবো। ইনশা আল্লাহ।

৩.আমি কোনো দিন কাউকে ধোঁকা দেব না এবং নিজেকে ধোঁকা খাওয়া থেকে সতর্ক রাখবো। সত্য-মিত্যার পার্থক্য বোঝার জন্য যাবতীয় জ্ঞান অর্জন করার প্রতি নিজেকে আগ্রহী করে তুলবো, ইনশা আল্লাহ।

৪. দেশ ও জাতির কল্যাণে সর্বদা কাজ করে যাবো, আমানত রক্ষা করবো এবং ওয়াদা রক্ষা করবো, ইনশা আল্লাহ।

৫. পিতা-মাতা এবং নিজ পরিবার ও আত্নিয়-স্বজনদের হক আদায় করার চেষ্টা করবো, ইনশা আল্লাহ।

৬. প্রতিদিন পাঁচওয়াক্ত নামাজ ও কমপক্ষে ২ রাকাত সালাতুত তাহাজ্জুদ ও হাজতের নামাজ এবং সূরা ইয়াসিন ও সূরা ওয়াকিয়াহ পাঠ করা এবং একমাত্র আল্লাহর কাছইে চাওয়ায় নিজেকে অভ্যস্ত করে তোলার চেষ্টা করবো, ইনশা আল্লাহ।

৭. প্রতিদিন কমপক্ষে একজন মুসলিমের নামাজের সূরাগুলোর উচ্চারণ শুদ্ধ করা এবং একজন রোগীর সেবা করার পাশাপাশি একজন মানুষের যে কোন উপকার করার চেষ্টা করবো, ইনশা আল্লাহ।

৮.তাসহীহুল কুরআন (সহীহ কুরআন) শিক্ষা ফাউন্ডেশন এর সকল খেদমতকে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এখান থেকে যা শিখবো তা জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাবো, ইনশা আল্লাহ।

৯.ইসলামী বিধি-নিষেধ সর্বদা মেনে চলার চেষ্টা অব্যাহত রাখবো, ইনশা আল্লাহ।

১০. সর্বোপরি হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান প্রার্থনা করছি, উত্তম-পবিত্র রিজিক কামনা করছি এবং কবুল হওয়ার মতো কর্ম তৎপরতা কামনা করছি পাশাপাশি হিংসুক, নিন্দুক, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক, ষড়যন্ত্রকারী ও মুনাফিক থেকে আমাদরেকে হিফাযত করুন, আমিন।

SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যারে একাউন্ট করার নিয়ম জানতে নিচের লিংকে ক্লিক করুন

SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যারে একাউন্ট করার পর ব্যবহার করার নিয়ম জানতে নিচের লিংকে ক্লিক করুন

কিভাবে ক্লাস ও প্রশিক্ষণ গ্রহণ করবেন তার নিয়ম সরাসরি অনলাইনে জানতে নিচের লিংকে ক্লিক করুন।

বেশি পেতে চাইলে ও ভালো থাকতে চাইলে সব সময় শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ।

 

SQSF-দ্বীনিয়াত সেন্টারে এ ভর্তি হতে একজন শিক্ষার্থীর যে সকল তথ্য লাগবেঃ

ভর্তির নিয়মাবলী
আসসালামু আলাইকুম।
SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সেন্টার এ আপনাকে স্বাগতম।

সন্তানকে নিয়ে আপনি যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করতে আজই তাকে উক্ত সেন্টারের ইসলামী শিষ্টাচার গল্পের ক্লাসে ভর্তি করিয়ে দিন।

💠ক্লাসের সময়
💠 বালক শাখাঃ রাত ০৮.০০-০৮.৪০ পর্যন্ত।
💠 বালিকা শাখাঃ সন্ধ্যা ০৭.০০-০৭.৪০ পর্যন্ত।
💠 বারঃ সপ্তাহে ৭দিন।

💠Step 1.
🟨 Registration Process_ভর্তির নিয়মঃ
মাসিক বেতন-১০০০/-
ভর্তি ফি-১০০০/-
01764 444 731 (নগদ/বিকাশ পার্সোনাল) ভর্তি ফি ১০০০/- সেন্ড করে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। (Contact on WhatsApp here plz: +8801764 444 731)

💠Step 2.
আপনার হোয়াটসঅ্যাপে একটি ফরম লিংক দেয়া হবে তা পূরণ করে জমা দিতে হবে। বিকাশ/নগদ লেনদেন আইডি লিখে দিতে হবে।
SQSF-দ্বীনিয়াত সেন্টারে এ ভর্তি হতে একজন শিক্ষার্থীর যে সকল তথ্য লাগবেঃ
১. শিক্ষার্থীর নাম (বাংলা ও ইংরেজীতে)ঃ
২. এক কপি ছবিঃ
৩. পিতার নাম ও মোবাইল নংঃ (ইংরেজীতে)
৪. মাতার নাম নাম ও মোবাইল নংঃ (ইংরেজীতে)
৫. জন্ম তারিখঃ
৬. কোন ক্লাসে পড়ে?
৭. কোন প্রতিষ্ঠানে পড়ে?
৮. বর্তমান ঠিকানাঃ
৯. স্থায়ী ঠিকানাঃ
১০. নিজ নাম্বার থাকলে
১১. SQSF এ কোন কোর্সে পড়তে ইচ্ছুক?
১২. জন্ম নিবন্ধন/ভোটার আইডি নং
১৩. নিজ মোবাইল/লেপটপ/কম্পিউটার আছে কি না?
১৪. SQSF সম্পর্কে বিস্তারিত জেনেছেন কিনা?
১৫. SQSF এর যে কোন শিক্ষার্থী বা শিক্ষকের নাম ও মোবাইল নং?

💠Step 3:
আপনার সন্তানের শিক্ষা ফাউন্ডেশন এর একাউন্ট তোইরি করে আপনার মোবাইলের সিমে রেজিষ্ট্রেশন নং ও পাসওয়ার্ড জানিয়ে দেয়া হবে, ইনশাআল্লাহ।

SQSF এর ক্লাসের জুম আইডি 513 120 9960 পাসওয়ার্ডঃ 1234

💠Thank you.
Best Regards
SQSF Deeniyat Center Team.
💠 Address:
হেড অফিসঃ ৪৪/৪, উত্তর পীরেরবাগ, মিরপুর।

শিক্ষার্থী গাইডলাইনঃ

www.sqsf.org

কিভাবে আপনি ‘সহীহ কুরআন শিক্ষা’ প্রজেক্ট থেকে কুরআন শিখবেন?

 

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী!

আপনাকে ‘সহীহ কুরআন শিক্ষা ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

আপনি জেনে খুশি হবেন যে, সহীহ কুরআন শিক্ষার প্রজেক্ট সকল মুসলিম ভাই-বোনদের জন্য উন্মুক্ত। ক্লাসটি অনলাইন-জুম/কমচ্যাটে হবে।

প্রাথমিকভাবে ‘সহীহ কুরআন শিক্ষা’ প্রজেক্টে বয়স ও জেন্ডার হিসেবে ৪টি গ্রুপ রয়েছে। উক্ত গ্রুপটি হোয়াটসঅ্যাপ/কমচ্যাটের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।

‘সহীহ কুরআন শিক্ষা’ প্রজেক্টের ক্লাসের ধরণ ও পদ্ধতি মোট ৬টি।

১. অফলাইনে সরাসরি ক্লাসের মাধ্যমে কুরআন শিক্ষার ব্যবস্থা। এক্ষেত্রে দু‘টি পর্যায় রয়েছে-

          ক. সকল বয়সের পুরুষগণ ‘আন-নাজাত মাদরাসা, কেন্দ্র-১,’ ও ‘হোসনেয়ারা মাদরাসা,কেন্দ্র-২’ এর বালক শাখায় প্রতি শুক্রবার বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত ‘সহীহ কুরআন  শিক্ষা’ এর ক্লাসে অংশ গ্রহন করতে পারবেন।

           খ. সকল বয়সের মহিলাগণ ‘আন-নাজাত মাদরাসা’ ও ‘হোসনেয়ারা মাদরাসা’ এর বালিকা শাখায় প্রতি শুক্রবার বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত ‘সহীহ কুরআন শিক্ষা’ এর ক্লাসে অংশ গ্রহন করতে পারবেন।

২. অনলাইনে ‘সহীহ কুরআন শিক্ষা’ কোর্সের ব্যবস্থাঃ

এখানে যে সকল শিক্ষার্থী নির্দিষ্ট সময় ব্যয় করে অনলাইনে হোয়াটসঅ্যাপ/জুম/কমচ্যাটে ব্যাচ ভিত্তিক পড়াশোনা করতে চায়, তাদের জন্য রুটিন মাফিক ক্লাসের ব্যবস্থা থাকবে।

যোগদান করতে www.sqsf.org ওয়েবসাইট থেকে ‘কোর্স শুরু করুন’ অপশন থেকে ফরম পূরণ করে হোয়াটসঅ্যাপ/কমচ্যাটের এই নাম্বারে 01764444731 আপনার নাম উল্লেখ করে ম্যাসেজ দিতে হবে।

উক্ত চার গ্রুপের বিস্তারিত বিবরণঃ

ক. ছোট ছেলেদের সহীহ কুরআন শিক্ষা। (৬ থেকে ১৫ বছর পর্যন্ত বয়সের বালক শিক্ষার্থীদের গ্রুপ)।

খ. বড়দের সহীহ কুরআন শিক্ষা। (১৬ বছর থেকে শুরু করে যে কোন বয়সের পুরুষদের জন্য একটি গ্রুপ)।

গ. ছোট মেয়েদের সহীহ কুরআন শিক্ষার গ্রুপ। (৬ থেকে ১৫ বছরসপর্যন্ত সকল মেয়েদের জন্য একটি গ্রুপ)।

ঘ. মা-বোনদের সহীহ কুরআন শিক্ষা। (১৬ বছর থেকে শুরু করে যে কোন বয়সের মা-বোনদের জন্য একটি গ্রুপ)।

 

হোয়াটসঅ্যাপ/কমচ্যাটের উক্ত চারটি গ্রুপের মাধ্যমে সহীহ কুরআন শিক্ষার সকল কার্যক্রম পরিচালিত হবে। ওয়েবসাইটের নোটিশ বোর্ডে ক্লাসের ‍রুটিন ও ব্যাচ নং ইত্যাদির সকল তথ্য পেয়ে থাকবেন, ইনশা আল্লাহ।

উক্ত গ্রুপ থেকে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী নিয়ে ব্যাচ তৈরী করে জুম/কমচ্যাটের মাধ্যমে সহীহ কুরআন শিক্ষার শিক্ষক-শিক্ষিকাগণ পড়াবেন। মা-বোনদের ক্ষেত্রে শিক্ষিকা-শিক্ষার্থীদের ভিডিও অপশন বাধ্যতামূলকভাবে বন্ধ থাকবে।

এক্ষেত্রে প্রজেক্টের সকল শিক্ষার্থীগণ ক্লাস পরবর্তী সময়ে ওয়েবসাইট থেকে ক্লাসের শীট ও ভিডিও দেখে মশক-প্রাক্টিস করবেন।

এবং নিয়মিত শিক্ষার্থী নিজ নিজ তেলাওয়াত হোয়াটসঅ্যাপ/কমচ্যাটের নিজ ব্যাচের গ্রুপে পাঠাবেন। প্রজেক্টের শিক্ষক-শিক্ষিকাগণ তাদের তেলাওয়াত শুনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

৩. অনলাইনে যারা নিদির্ষ্ট সময় জুমে/হোয়াটসঅ্যাপ/কমচ্যাটে ক্লাস করতে পারবেন না, তারা শুধু ইউটিউব ভিত্তিক ভিডিও ক্লাস বা জুম/কমচ্যাটের ভিডিও ক্লাস দেখে মশক-প্রাক্টিস করবেন। প্রজেক্টের শিক্ষক-শিক্ষিকাগণ তাদের তেলাওয়াত শুনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন এরং তেলাওয়াতের মশক রেকর্ড করে গ্রুপে পাঠাবেন।

৪. যে কোন বাসা বা অফিসে আলোচনা সাপেক্ষে আমাদের শিক্ষক-শিক্ষিকাগণের মাধ্যমে সরাসরি সহীহ কুরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে। শর্ত প্রযোজ্য।

৫. অনলাইনে বিশেষভাবে এককভাবে/ব্যাচে কুরআন শিখতে চান, তাদের জন্য পৃথকভাবে একক্সট্রা কেয়ারীং মাধ্যমে কুরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে। পর্দা ঠিক রেখে পৃথক ক্লাস রুমের ব্যবস্থা করা সাপেক্ষে এই ক্লাস চলবে। শর্ত প্রযোজ্য।

৬. এলাকা ভিত্তিক বিভিন্ন মসজিদ ও মাদরাসায় সহীহ কুরআন শিক্ষার কার্যক্রম পরিচালনা করা।

আপনি যে কোন কোর্সের জন্য আবেদন করতে পারেন। আমরা নির্দিষ্ট ব্যাচ তৈরী করে আপনার ক্লাসের রুটিন জানিয়ে ‍দিব, ইনশাআল্লাহ।

আমাদের ‘সহীহ কুরআন শিক্ষা’ প্রজেক্টের অধিনে যে কোর্সগুলো রয়েছে।

১.শুদ্ধ উচ্চারণ শিক্ষা কোর্স। ২.কুরআন রিডিং শিক্ষা কোর্স।  ৩. তাজবীদ শিক্ষা কোর্স।  ৪.ত্রিশ পারা নাজেরার কোর্স। ৫.ইসলামী শিষ্টাচারীতার গল্পের ক্লাস। ৬.আক্বায়েদ-মাসায়েল শিক্ষা কোর্স। ৭.ছোটদের মৌলিক ইসলাম শিক্ষা কোর্স।

৮.বড়দের মৌলিক ইসলাম শিক্ষা কোর্স  ৯. ইসলাম ও নৈতিক শিক্ষা কোর্স   ১০.মহানবী (সা.) এর জীবনী।   ১১. হিফজুল কুরআন কোর্স  ১২. কুরআনের ভাষা শিক্ষা কোর্স।  ১৩. ইসলামের দৃষ্টিতে ভ্রান্ত মতবাদ কোর্স

১৪.ইংলিশ ভার্সনে যে কোন কোর্স    ১৫. বিশেষভাবে যে কোন কোর্স করবেন। তথা কেউ যদি আলাদাভাবে উপরোক্ত যে কোন কোর্স করতে চান, তাদের জন্য এ কোর্সের ব্যবস্থা করা হয়েছে। শর্ত প্রযোজ্য

ক. একজন শিক্ষক/শিক্ষিকা ও একজন শিক্ষার্থীর পৃথক কোর্স ।     খ. একজন শিক্ষক/শিক্ষিকা ও একাধিক শিক্ষার্থীর পৃথক কোর্স ।

বিস্তারিত 

১. কুরআন রীডিং শিক্ষা কোর্স।  এখানে শিক্ষার্থীরা মাত্র ২৫-৩০ টি ক্লাসের মধ্যেই কুরআন দেখে পড়ার যোগ্যতা অর্জন করতে পারবে, ইনশাআল্লাহ।

২. শুদ্ধ উচ্চারণ শিক্ষার কোর্স। এখানে শিক্ষার্থীরা শুদ্ধ উচ্চারণ শিখবে। এখানেও ২৫-৩০ প্রাথমিক ক্লাস থাকবে, শিক্ষার্থীরা উক্ত ক্লাসের নিয়ম অনুযায়ী চর্চা চলমান রাখবে। শুদ্ধ উচ্চারণের অনুশীলনের কোন শেষ নেই। এই চর্চাটি শিক্ষার্থীরা ক্লাসের ফরমেট অনুযায়ী চলমান রাখবে।

৩. তেলাওয়াত সুন্দর করা ও ৩০ পারা নাজেরার (দেখে দেখে পড়া) কোর্স। ৩০ পারা নাজেরা শেষ না হওয়া পর্যন্ত শিডিউল অনুযায়ী প্রতিদিন বা সপ্তহে ৩/৪ দিন ক্লাস থাকবে।

৪. ৩০ পারা কুরআন হিফজ করার কোর্স। হিফজ শেষ না হওয়া পর্যন্ত শিডিউল অনুযায়ী প্রতিদিন ক্লাস থাকবে। এই ক্লাসের শিক্ষার্থীর অবশ্যই উপরোক্ত সকল কোর্সের পড়াশোনার যোগ্যতা থাকতে হবে।

৫. কুরানের তরজমা তথা কুরানের ভাষা শিক্ষার কোর্স। প্রাথমিকভাবে সপ্তহে ৩/৪ দিন করে ১/২ বছরের শিডিউল থাকবে। এই কোর্সে পড়ার জন্য উপরোক্ত ৩ টি কোর্সের যোগ্যতা থাকতে হবে।

৬. ছোটদের ইসলাম শিক্ষা কোর্স। ইসলামের প্রাথমিক ফরজ বিষয়গুলো সংক্ষেপে শিক্ষাদানের ব্যবস্থা থাকবে। কুরআন শিক্ষা কোর্স এর অন্তর্ভূক্ত থাকবে না। শিক্ষার্থীরা কুরআনের ২টি (রিডিং ও শুদ্ধ উচ্চারণ) কোর্স আলাদাভাবে শিখবে।

৭. বড়দের ব্যসিক ইসলাম শিক্ষা কোর্স। ইসলামের প্রাথমিক ফরজ বিষয়গুলো সংক্ষেপে শিক্ষাদানের ব্যবস্থা থাকবে। কুরআন শিক্ষা এই  কোর্সের অন্তর্ভূক্ত থাকবে না। শিক্ষার্থীরা কুরআনের ২টি (রিডিং ও শুদ্ধ উচ্চারণ) কোর্স আলাদাভাবে শিখবে। এই কোর্সটি যাদের জন্য প্রযোজ্যঃ যারা ছোটকালে তেমন ইসলাম শিক্ষা অর্জন করার সুযোগ পায় নাই বা মাত্র ইসলামধর্ম গ্রহণ করেছেন এমন ব্যক্তিবর্গ।

৮. ইসলামী তারবিয়াতের (ইসলামী শিষ্টাচারীতা, আদব-কায়দা) কোর্স। এখানে সকল আখলাকে হামিদা তথা প্রশংসিত চরিত্র  অর্জন করা ও আখলাকে ‍সাইয়্যিআহ তথা খারাপ ও নিন্দনীয় আচরণ/ স্বভাব বর্জন করার বিষয় নিয়ে আলোচনা থাকবে। যাতে করে আমরা সকলেই একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে তৈরী করতে পারি। আখলাকে হামিদা ও সাইয়্যিআহ এর সুফল ও কুফল এর আলোচনা থাকবে।

৯. মাসালা-মাসায়েল ও আক্বিদা কোর্স। ইসলামে মোট ৭৩ টি দল হবে, তার মধ্যে একটি দল জান্নাতে যাবে। সেই দলকে আহলে সুন্নাত ওয়াল জাতায়াত বলা হয়। উক্ত দলের অন্তর্ভূক্ত হতে হলে কি কি শর্ত ও আমল আমাদের মধ্যে থাকতে হবে, তার বিস্তর আলোচনা থাকবে। কি কি কারণে উক্ত ৭২ টি দল জাহান্নামে যাবে, তার বিস্তর আলোচনাও থাকবে। সহীহ আক্বিদাহ ও ভ্রান্ত আকিদাহ নিয়ে আলোচনা থাকবে।

১০. ইসলামের ইতিহাস কোর্স। এখানে শিক্ষার্থী ইসলামের ইতিহাস ও বিশ্ব ইতিহাস নিয়ে পড়া শোনা করবে।

১১. বিশেষ কোর্স তথা কেউ যদি আলাদাভাবে উপরোক্ত যে কোন কোর্স করতে চান, তাদের জন্য এ কোর্সের ব্যবস্থা করা হয়েছে।  ক. একজন শিক্ষক-শিক্ষিকা ও একজন শিক্ষার্থীর পৃথক কোর্স । খ. একজন শিক্ষক-শিক্ষিকা ও একাধিক শিক্ষার্থীর পৃথক কোর্স । শর্ত প্রযোজ্য

বিঃদ্রঃ আমাদের কোর্সগুলো সকল মুসলিম নর-নারীর জন্য উন্মুক্ত। যে কোন মাযহাব বা মতাদর্শের হোক না কেন, যিনি এক আল্লাহ ও আমাদের প্রিয় নবী (সা.) কে আল্লাহর শেষ নবী হিসেবে মানেন,

এমন সকলের জন্য উন্মুক্ত।

 

Follow us @Facebook
Visitor Info
100
as on 14 Dec, 2024 03:36 AM
©EduTech-SoftwarePlanet