SQSF বিবাহের তথ্য সেন্টার। বিবাহ দ্বীনের অর্ধেক। SQSF Marriage Information Centre. Marriage is half of religion. As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
SQSF বিবাহের তথ্য সেন্টার। বিবাহ দ্বীনের অর্ধেক।

SQSF বিবাহের তথ্য সেন্টার। বিবাহ দ্বীনের অর্ধেক। SQSF Marriage Information Centre. Marriage is half of religion.

প্রতি বছর শুধুমাত্র কওমী মাদরাসা থেকে প্রায় ৫০ হাজার আলেম ও আলেমা দাওরা শেষ করছে। পাশাপাশি অন্যান্য জেনারেল প্রতিষ্ঠান থেকে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা শেষ করছে। অসংখ্য মানুষ পাত্র-পাত্রী খুজে বেড়াচ্ছে, তাদের সহায়তা করাই আমাদের উদ্দেশ্য। বিবাহ দ্বীনের অর্ধেক। বিবাহ সহজ হলে সমাজে পাপাচার কমে যাবে, অন্যায় কমে যাবে, ইনশাআল্লাহ। 

 

তাই আজই আপনি রেজিষ্ট্রেশন করে আপনার জীবন সঙ্গী খুজে নিন।
 

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ SQSF বিবাহের তথ্য সেন্টার। বিবাহ দ্বীনের অর্ধেক। 

গ্রুপে যুক্ত হতে এখানে ক্লিক করুন।

ম্যাসেজ করুন #01764444731
 


দেশে অনেক বিধবা, ডিভোর্সী ও অসহায় বোনরা আছেন, যারা অনেক কষ্টে আছেন। 

বিবাহের খুব প্রয়োজন কিন্তু হচ্ছে না, SQSF বিবাহের তথ্য সেন্টারের সফটওয়্যারে আপনার একাউন্ট খুলে আপনার বায়োডাটা জমা দিয়ে আপনার কাঙ্ক্ষিত পাত্র বা পাত্রী খুজে নিতে পারবেন, ইনশাআল্লাহ। 

আমরা ৮৭১৯১টি গ্রামের পাত্র-পাত্রীদের তথ্য দিয়ে সহায়তা করতে বদ্ধপরিকর। 

মাত্র ১০০ টাকা একবার দিয়ে রেজিষ্ট্রেশন করতে পারবেন। এর বাইরে আর কোন চার্জ নেই।

শর্তাবলী-নিয়মাবলী
১. প্রথমে হোয়াটসঅ্যাপের নির্ধারিত গ্রুপে জয়েন করতে হবে। 
২. সকল তথ্য সঠিকভাবে দিতে হবে। 
৩. 
ইসলামের বিধান ই চূড়ান্ত বিধান। মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আল্লাহর বিধান মাসনা সুলাছায় রাজি থাকতে হবে।
৪. নির্ধারিত ফরমেটে বায়োডাটা লিখে দিতে হবে।
৫. SQSF বিবাহের তথ্য সেন্টার এ আপনার রেজিষ্ট্রেশন কনফার্ম করতে হবে। 
৬. পাত্র-পাত্রীদের গ্রুপ লিংক। জয়েন করতে এখানে ক্লিক করুন।

*এই সামাজিক খেদমত আঞ্জাম দিতে আমাদের ৮৭১৯১টি গ্রামে পুরুষ ও মহিলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যারা, যারা যুক্ত হতে আগ্রহী তারা নিজ পরিচয় দিয়ে হোয়াটস্যাপে ম্যাসেজ করুন। whatsapp নাম্বার: #01764444731

বায়োডাটা লিখার ফরমেট। উক্ত ফরমেটে বায়োডাটা লিখে এই লিংকে সেন্ড করতে হবে। whatsapp নাম্বার: #01764444731

১। পাত্র/পাত্রীর নামঃ 

২। বয়স (জন্ম-সাল মাস তারিখ)ঃ

৩। বর্তমান ঠিকানাঃ

৪। দেশের বাড়ি ও স্থায়ী -পূর্ণ ঠিকানাঃ

৫। ওজনঃ

৬। গায়ের রঙঃ

৭। পড়াশোনাঃ

৮। উচ্চতা কতঃ

৯। বাবা কি করেনঃ

১০। উচ্চ-মধ্য-নিম্ন বিত্তঃ

১১। ভাই বোন কয়জন ও পাত্র কয় নাম্বারঃ

১৩। পাত্রপক্ষের whatsapp নাম্বারঃ 

১৪। পারিবারিক তাবলীগ ও ধর্ম পালনের বিস্তারিতঃ

১৫। বিবাহিত (সন্তান থাকলে বিস্তারিত) না-অবিবাহিতঃ

১৬। ভবিষ্যৎ পরিকল্পনা কি / কেমন পাত্রী/পাত্রী চানঃ

১৭। পাত্রী/পাত্রী সম্পর্কে বিশেষ মন্তব্যঃ

রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক ‍করুন

 

বাংলাদেশে অনেক আলেমা, হাফেজা বোন আছেন, যারা বিধবা অথবা ডিভোর্স প্রাপ্ত হয়েছেন, এখন মাদরাসায় চাকরি করে নিজের খরচ চালাচ্ছেন। আবার অনেক আলেমা বোনের পিতার গরীবতার কারণে বিবাহ হচ্ছে না, বা একটু কালো বা শর্ট হওয়ার কারণে বিবাহ হচ্ছে না। আপাতত বাসায় আছেন বা কোনো মাদরাসায় খেদমত করছেন। আপনার কষ্টটা কেবল আপনি একাই বুঝেন। স্বামীহিন কষ্টটা কত নিষ্ঠুর হয় তা আপনি ছাড়া কেউ বুঝবে না।

মুহতারামা!
আপনি যেহেতু আলেমা, হাফেজা। আল্লাহর বিধানের একাধিক বিবাহের ব্যাপারে নাস্তিক, সেকুলার মেয়েদের আপত্তি থাকলেও আপনার তো আপত্তি থাকার কথা না। 

মুহতারামা! আপনি যদি শুধু এই বিধানটি মন থেকে মেনে নেন এবং কারো মাসনা, সুলাছা বা রুবাআ হতে তৈরি থাকেন, এতে সম্মানবোধ ফিল করেন, তাহলে অনেক যোগ্য যোগ্য আলেম, লেখক, গবেষক, ব্যবসায়ী ও প্রতিষ্ঠিত দীনদার আদেল ভাইয়ের স্ত্রী হয়ে সম্মান ও সচ্ছলতার সাথে জীবন যাপন করতে পারবেন। স্বামীহারা, ছায়াহীন বিষাক্ত জীবন থেকে মুক্তি পাবেন।

আম্মা জান আয়েশা রাজি. ২য় স্ত্রী মাসনা ছিলেন। 
বিবি হাজেরা আলা: ২য় স্ত্রী মাসনা ছিলেন।
ইউসুফ আ: এর আম্মা ৩য় স্ত্রী সুলাছা ছিলেন।
আমাদের দেশের বড় বড় ব্যক্তির আম্মাজানরাও মাসনা, সুলাছা ছিলেন। যেমন: 
চরমোনাই পীর সাহেব হাফি: এর আম্মা  ২য় স্ত্রী ছিলেন 
আল্লামা মামুনুল হক হাফি: আম্মাজান ২য় স্ত্রী ছিলেন।

তাহলে বোন! আপনার মাসনা, সুলাছা হতে সমস্যা কোথায়? হতে পারে কোনো দীনদার ভাইয়ের মাসনা হলে আপনার গর্ভেও এমন মহামানুষের জন্ম হবে, ইনশাআল্লাহ। কারণ দীনের জন্য নফসকে কুরবান দেওয়া নারীর গর্ভেই যুগের আবু উবায়দা আর সিদ্দিকাদের জন্ম হয়।

SQSF MIC- তে প্রায় প্রতিদিন যোগ্য যোগ্য দীনদার ও আলেম ভাইয়েরা আবেদন করেন যে, হযরত আমার প্রথম স্ত্রী জেনারেল শিক্ষিত। আমার ইচ্ছা একজন আলেমাকেও জীবন চলার সাথী বানাবো। অনেকের ইচ্ছা, কোনো আলেমাকে পেলে তার দ্বারা এলাকায় দীনের ফেজা চালু করবে। কিন্তু এটা তো মাসনা ছাড়া সম্ভব না। তারা এমন অসহায় আলেমাদেরকে জীবনসঙ্গী হিসেবে পেলে পূর্ণ মুহাব্বত ও সম্মানের সাথে রাখবে। তাদের চোখে আমি আলেমা, হাফেজাদের জন্য অনেক শ্রদ্ধাবোধ দেখতে পাই। আমাদের SQSF MIC এর 
মেহনত করার জন্যেও কিছু দীনদার যোগ্য আলেমা তৈরি হওয়া দরকার, যার দীনের জন্য নফসকে কুরবান করে আল্লাহর এই বিধানকে জিন্দা করার জন্য নারীদের মাঝেও মেহনত করতে পারবেন।

তাই বোন আমি বলবো: আপনারা নষ্ট সমাজের রোষানলে পড়ে পিষ্ঠ হচ্ছেন, আর এদিকে আপনার জন্য সম্মানের সাথে পূর্ণ শ্রদ্ধা রেখে অপেক্ষা করছে হাজারো যোগ্য পাত্র।

বোন, আমি একজন আলেম ভাই হিসেবে পূর্ণ দায়িত্বের জায়গা থেকে অনুরোধ করে বলছি: আল্লাহর বিধানকে মেনে নিজেই সিদ্ধান্ত নিন, পরিবারকে বুঝান। 

এখন আপনি সমাজের বেড়াজাল থেকে বের হয়ে, আল্লাহর বিধানকে মুহাব্বত করে সুন্দর জীবন যাপন করবেন না এমনি কষ্টের জীবন কাটাবেন? সিদ্ধান্ত আপনার....
লেখক-.....IBM সেন্টার। 

SQSF বিবাহের তথ্য সেন্টার।  
যোগাযোগ করতে নক দিন:
হোয়াটস অ্যাপ:
wa.me/+8801764444731

Follow us @Facebook
Visitor Info
100
as on 05 Mar, 2025 07:06 AM
©EduTech-SoftwarePlanet