As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
Mosque library. Islamic Foundation_মসজিদ পাঠাগার। ইসলামীক ফাউন্ডেশন।
মসজিদ পাঠাগার স্থাপন ও পরিচালনা
সেবা প্রাপ্তির সংক্ষিপ্ত বিবরণ
প্রতিবছর ডিসেম্বর মাসে মসজিদ পাঠাগার স্থাপন করার জন্য মসজিদ কমিটির কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হয়। প্রাপ্ত আবেদনপত্রসমূহ যাচাই-বাছাই সম্পন্ন হলে চূড়ান্ত তালিকা প্রস্তুত করে মার্চ মাসের মধ্যে সংশ্লিষ্ট পরিচালকের দপ্তরে প্রেরণ করা হয়। এখানে মসজিদ পাঠাগারসমূহের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হয় এবং এই পাঠাগারসমূহের জন্য পুস্তক অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত পাঠাগারের তালিকা ও অনুমোদিত পুস্তকসমূহ প্রধান কার্যালয় থেকে জেলা অফিসে প্রেরণ করা হয়। অতঃপর জেলা অফিস থেকে সংশ্লিষ্ট মসজিদ গ্রহণ করার জন্য পাঠাগার কমিটির নিকট পত্র প্রেরণ করা হয়। নির্ধারিত তারিখে এসে মসজিদ কমিটি পুস্তক গ্রহণ করে থাকেন। কোনো কমিটি নির্ধারিত সময়ে পুস্তক গ্রহণ না করলে জেলা অফিস থেকে পুনরায় পত্র প্রেরণ করা হয়। তারপরেও মসজিদ কমিটি পুস্তক গ্রহণ না করলে তাঁদের আবেদন বাতিল করা হয়ে থাকে।
সেবা প্রাপ্তির সময়
৪ মাস (পাঠাগার স্থাপন কার্যক্রম শুরু হয় প্রতি বছর ডিসেম্বর মাসে)
প্রয়োজনীয় ফি
বিনামূল্যে
সেবা প্রাপ্তির স্থান
জেলা কার্যালয়
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী
ডিডি, এডি, অফিস সহকারী জেলা কার্যালয়
প্রয়োজনীয় কাগজপত্র
১. আবেদনপত্রে ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়ন
২. মসজিদ কমিটির সভাপতি/ সেক্রেটারির স্বাক্ষর ও সিল
সেবা প্রাপ্তির শর্তাবলি
১. নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন
২. জামে মসজিদ হতে হবে
৩. মসজিদ কমিটি থাকতে হবে
সংশ্লিষ্ট আইন ও বিধি
১. নির্ধারিত ফরমে দরখাস্ত করতে হয়
২. প্রধান কার্যালয়ের অনুমোদনক্রমে পাঠাগার স্থাপন করা হয়
সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারকারী কর্মকর্তা
পরিচালক, মসজিদ পাঠাগার