আস-সালামু আলাইকুম। SQSF-কাউন্সেলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরী (আত্নশুদ্ধির সফটওয়্যার)।
ওলামায়ে কেরামগণের কাছে আবেদন
বিষয়ঃ নুরানি মক্তব বিভাগে ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করে পাঠদান ও পাশাপাশি মক্তবসহ হিফজুল কুরআন বিভাগের শিক্ষার্থীদের মাঝে স্মার্টভাবে কাউন্সেলিং তথা গল্পের মাধ্যমে চরিত্র গঠন ও মনোযোগ আকর্ষণ করার মাধ্যমে সহায়তা করার নুন্যতম চেষ্টা। স্মার্ট মক্তব প্রকল্প বাস্তবায়ণ প্রসঙ্গে আবেদন।
.png)
১. যেভাবে ইলিয়াস রহ. তাবলীগের কাজ নিয়ে ওলামায়ে কেরামদের দরবারে গিয়েছিলেন, ঠিক সেভাবেই সেই নিয়তে আমরা আপনাদের দরবারে এসেছি কিছু বিষয় নিয়ে। আমাদেরকে পরামর্শসহ সকল ধরনের সহায়তা দিয়ে সঠিক পথে পরিচালিত করতে আমাদেরকে অনুপ্রাণিত করার আবেদন।
আস-সালামু আলাইকুম। হে অতিথী আপনাকে ৬৫২টি থানার ৮৭১৯১টি গ্রামসহ বিশ্বব্যাপী নৈতিক ও সামাজিক মূল্যবোধ (তথা নিজের মধ্যে ন্যায়পরায়ণতা-সততা, ভালোবাসা ইত্যাদি ধারণ করা এবং জুলুম, অবিচার, দলীয়করণ, হিংসা, অহংকার ইত্যাদি পরিহার করা) শিক্ষার প্রতিষ্ঠান ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার এবং স্মার্ট শিক্ষক-অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্রে’ স্বাগতম।
স্কুল ও আলিয়া এবং কওমী সিলেবাসসহ ইসলামের পূর্ণাঙ্গ সিলেবাসের অপূর্ব সমন্বয়ে আগামী প্রজন্মকে ধর্ম ও কর্মে নৈতিক ও সামাজিক মূল্যবোধ তৈরীর মাধ্যমে সুস্থ ও নিরাপদ সমাজ এবং বৈষম্যহীন ও বেকারত্বমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলার অবিরাম চেষ্টা...আল্লাহ সহায় হোন, আমিন। ভিডিও লেকচার দেখতে ক্লিক করুন।
উক্ত স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সফটওয়্যারে কি কি বিষয় আছে?
ক) আদর্শ সন্তান ও শিক্ষার্থী তৈরী করা বিষয়ক সকল কন্টেন্ট।
খ) বাংলাদেশ সরকারের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল, আলিয়া ও কওমী মাদরাসাসহ বিভিন্ন কিন্ডারগার্টেন এর একাডেমিক পড়াশোনা।
গ) অবাধ্য ও নেশাগ্রস্ত এবং কিশোরগ্যাং সন্তান-শিক্ষার্থীদের কাউন্সেলিং সংক্রান্ত সকল বিষয়।
ঘ) সুনাগরিক ও আদর্শবান মানুষ হওয়ার সকল বিষয়।
ঙ) স্মার্ট শিক্ষক-শিক্ষিকা, স্মার্ট অভিভাবক-অভিভাবিকা, স্মার্ট ইমাম-খতিব সাহেবানদের প্রশিক্ষণের সকল বিষয়।
চ) বৈষম্যহীন ও বেকারত্বমুক্ত স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে অগ্রগামী ভূমিকা পালন করা যাবে যেভাবে? উক্ত বিষয়াবলী।
২. নুরানি মক্তব ও হিফজ খানার শিক্ষকদেরকে কাউন্সেলিং-আত্নশুদ্ধির প্রোগ্রামটিতে আমরা সহায়তা করতে চাই
৩. মাদরাসায় আনুমানিক সমাজের ২% শিক্ষার্থী পড়ে। বাকি শিক্ষার্থীদেরকে ইসলামের মৌলিক জ্ঞান শিক্ষা দেওয়ার চেষ্টা করা বিষয়ে কিছু চেষ্টা....
৪. সমাজের অবাধ্য নেশাগ্রস্ত ও কিশোর গ্যাং এর যুক্ত সন্তান শিক্ষার্থীদেরকে কাউন্সেলিং এর মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনার স্মার্ট চেষ্টা
৫. আমরা সার্ভিসটি দৈনিক মাত্র ২ কাপ চায়ের মূল্যে দিতে চাই। আমরা এই প্রোগ্রাম বা প্রশিক্ষণটি একদিন শুক্রবার বা শনিবার অথবা বিস্তারিত এক সপ্তাহ বা এক মাসে একজন দায়িত্বশীল শিক্ষককে প্রস্তুত করে দিতে পারবো ইনশাআল্লাহ।
৬.কি কি বিষয়ে SQSF প্রশিক্ষণ প্রদান করছে?
ক. নৈতিক ও সামাজিক মূল্যবোধ তৈরীর স্মার্ট কাউন্সেলিং পদ্ধতি বিষয়ক। এক সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
খ. স্মার্ট শিক্ষক ও মুহতামীম এবং অভিভাবক বিষয়ক বিষয়াবলী। এক সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
গ. কর্মসংস্থান ও কর্মদক্ষতামূলক প্ল্যাটফর্ম ইত্যাদি বিষয়ক বিষয়াবলী। এক সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
ঘ. আদর্শ ও নৈতিক সমাজ ও গ্রাম বাস্তবায়ণ প্রকল্প বিষয়ক বিষয়াবলী। এক সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।


কওমী মাদরাসা এবং SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং সফটওয়্যার


৭. এডমিন পরিচিতি
মুফতি মোঃ আরিফুল ইসলাম
পড়াশোনা
★দাওরা হাদিস, হাটহাজারী বড় মাদরাসা, ২০০৭-৮
★ইফতা, জামিয়া বিন্নুরিয়া, মিরপুর-১০, ২০১৩
★কম্পিউটার বিষয়ে দক্ষতামূলক প্রশিক্ষণ গ্রহণ।
★ মার্কেটিং বিষয়ে দক্ষতামূলক প্রশিক্ষণ গ্রহণ।
কর্ম
★প্রধান এডমিন, SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার। তাসহীহুল (সহীহ) কুরআন শিক্ষা ফাউন্ডেশন। sqsf.org
★প্রধান প্রশিক্ষক, SQSF স্মার্ট শিক্ষক-অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র।
★প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান এডমিন, দক্ষতা মূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থান মূলক প্ল্যাটফর্মঃ ফ্যামিলি শপ লিমিটেড.কম Familyshopltd.com
★প্রধান এডমিন, আদর্শ ও নৈতিক সমাজ ও গ্রাম বাস্তবায়ণ প্রকল্প।
★অতিথি প্রশিক্ষক, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন।




.jpg)


.png)
Notice Board
Follow us @Facebook
Downloads
Useful Links
Visitor Info