As-Salamu Alaikum. Welcome to Our SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির) সফটওয়্যার_SQSF-Smart Library and Counseling Software. Reg No: S-13909 www.sqsf.org ফোনঃ 01764 444 731
SQSF এর পক্ষ থেকে সমাজের দায়িত্বশীলদের প্রতি খোলা চিঠি।
An open letter from SQSF to society leaders.
‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার’
WWW.SQSF.ORG / WWW.SQSFSMARTLIBRARY.ORG
স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আমরাও (আলেমসমাজ, শিক্ষক সমাজ) শিক্ষার খাত ও সু্স্থ সমাজ বিনির্মাণে উল্লেখযোগ্য অবদান রাখতে চাই।
তারিখঃ ২৫.০৫.২০২৪ইং
বরাবর,
মাননীয় হযরত মাওলানা মুফতি খলিল আহমাদ কাসেমী দা.বা. সমিপে,
মহাপরিচালক, আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম
হাটহাজারী, চট্টগ্রাম।
……………………………………………………………………………………………
{রাষ্ট্রের ও সমাজের দায়িত্বশীলদের প্রতি খোলা চিঠি প্রদান।
(মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়/মন্ত্রী মহোদয় /প্রতিমন্ত্রী মহোদয়/এমপি মহোদয়/কমিশনার মহোদয়/চেয়ারম্যান মহোদয়/থানার ওসি মহোদয়/বাড়ীর মালিক সভাপতি মহোদয়/ইমাম ও খতিব মহোদয়/সংবাদ কর্মী মহোদয় /সামাজিক সংগঠণের দায়িত্বশীল মহোদয় / স্কুল ও কলেজের প্রিন্সিপাল মহোদয় /কওমী মাদরাসার প্রিন্সিপাল মহোদয়/ কওমী মাদরাসার প্রিন্সিপাল মহোদয়/অভিভাবক-অভিভাবিকা প্রতিনিধি/বিশিষ্ট দানবীর মহোদয়/সমাজ সেবক মহোদয়)}
বিষয়ঃ
ক) ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার’ এর প্রেজেন্টেশন করার অনুমতি পাওয়া প্রসঙ্গে।
খ) স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আমরাও (আলেমসমাজ, শিক্ষক সমাজ) শিক্ষার খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে চাই এ প্রসঙ্গে।
গ) ইমাম ও খতিব সাহেবানগণ সমাজের অবাধ্য, নেশাগ্রস্ত, কিশোরগ্যাং এর সাথে যুক্ত শিক্ষার্থী-সন্তানদেরকে আলোর পথে ফিরিয়ে আনার স্মার্ট কাউন্সেলিং এর মাধ্যমে সমাজে আরও একধাপ ভূমিকা পালন প্রসঙ্গে।
ঘ) স্কুল এবং কওমী ও আলিয়া মাদরাসাগুলোতে ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং-আত্নশুদ্ধির সফটওয়্যার সংযুক্ত করা এবং অফলাইনে স্মার্ট লাইব্রেরীর শাখা চালু করা প্রসঙ্গে।
হে প্রিয় মহোদয়! আস-সালামু আলাইকুম।
১. আপনি জেনে খুশি হবেন যে, আমরা সুস্থ্য পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠান বির্নিমাণে আপনার সাথে সমাজে অগ্রগামী ভূমিকা পালনে স্মার্টভাবে অংশ গ্রহণ করতে চাই। যে ভূমিকা পালনে আপনি অলরেডি আপনার জীবনের সামগ্রিক পরিশ্রম চালিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ।
আমরা আপনার এই পথের একজন স্মার্ট পথযাত্রী হতে চাই, এমন একটি স্বপ্ন নিয়ে ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার’ এর পথ চলা শুরু।
আমরা গত ২০২১ সন থেকে আনুষ্ঠানিকভাবে সকল কার্যক্রম শুরু করেছি। ২০২২ সালে সরকারীভাবে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছি, আলহামদুলিল্লাহ।
একটি বিষ ফোড়া যেমন পুরা শরীরকে বিষিয়ে তোলে, মনকে অশান্ত করে তোলে ঠিক তেমনি একজন অবাধ্য সন্তান-শিক্ষার্থী, নেশাগ্রস্ত সন্তান-শিক্ষার্থী, কিশোরগ্যাংয়ে যুক্ত একজন সন্তান-শিক্ষার্থী পুরা পরিবার,
সমাজ, শিক্ষা প্রতিষ্ঠানকে বিষিয়ে তোলে।
সমাজের বাস্তবতাঃ
শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি অনিহা ও ক্লাসে বিশৃঙ্খলা চরম অবনতিতে....।
আদব-কায়দা যেন সোনার হরিণ...।
শিক্ষার্থীদের পরস্পর মারামারি ইত্যাদি...।
বিভিন্ন নেশায় আসক্ত.........।
কিশোর গ্যাংসহ বিভিন্ন ভয়ংকর অপরাধে যুক্ত..........।
শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে শিক্ষকদের প্রতি চরম ক্ষোভ/বদনাম ইত্যাদি...।
একটি সুস্থ্য পরিবার, সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অতিব প্রয়োজন একজন আদর্শ-নৈতিক সন্তান-শিক্ষার্থী। পাশাপাশি যুগ সচেতন শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকা এবং ইমাম-খতিব, যারা আমাদের সমাজের মেইন চালিকা শক্তি। আমরা তাদেরকে স্মার্ট প্রশিক্ষণের মাধ্যমে সমাজের মধ্যে একটা নৈতিক-আদর্শিক পরিবর্তন আনতে চাই।
উক্ত প্রচেষ্টার ধারাবাহিকতায় আমরা ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার’ প্রজেক্টে প্রস্তুত করেছি। আপনার সহায়তা পেলে আমরা সুস্থ্য সমাজ বির্নিমাণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবো, ইনশাআল্লাহ।
২. আমরা খুব সহজে অনলাইনে প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের মুসল্লী ও মাদরাসার অভিভাবক-অভিভাবিকাদেরকে জরুরী দ্বীন শিক্ষার জন্য ব্যবস্থা করতে পারি। এ ছাড়াবহির্বিশ্বে প্রায় দেড় কোটি বাংলাদেশের বাঙ্গালী প্রবাসী বসবাস করে, পাশাপাশি ভারতেরও বাঙ্গালী প্রবাসী ছড়িয়ে আছে সারা বিশ্বে। তারাও কুরআন শিখে। পাকিস্তান ভারত ও মিশরের আলেমসমাজ তাদেরকে পড়ায়। বাঙ্গালী প্রবাসীগণ চায় তারা ও তাদের ছেলে মেয়েকে বাঙ্গালী আলেমগণ পড়াক।
ঠিক এই জায়গায় ‘SQSF-স্মার্ট শিক্ষক (ইমাম-খতিব) প্রশিক্ষণ কেন্দ্র’ কাজ করছে, আলহামদুলিল্লাহ।
আমাদের বাঙ্গালী আলেমসমাজের মাধ্যমে খুব সহজে বহির্বিশ্বে ইসলামের আলো ছড়িয়ে পড়বে, ইনশাআল্লাহ।
আমরা এই প্রজেক্টটি বাস্তবায়ন করতে চাই। এক্ষেত্রে আপনার সকল ধরনের পরামর্শ ও সহায়তা কামনা করছি। সুস্থ সমাজ বির্নিমাণে ইমামগণ যত শিক্ষার্থীদেরকে কাউন্সেলিং করে আলোর পথে ফিরিয়ে আনবেন এবং যত গুলো স্মার্ট মক্তব/ স্মার্ট কাউন্সেলিং সেন্টার/ স্মার্ট শিক্ষক-অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র চালু করবেন, আমরা সকল ক্ষেত্রেই সাদকায়ে জারিয়া হিসেবে সাওয়াব পাব, ইনশাআল্লাহ। মহান আল্লাহ তায়ালার দরবারে এই বিশ্বাস ও আশা রাখি, আলহামদুলিল্লাহ।
৩. পাশাপাশি হে প্রিয় মহোদয়, আপনাকে আমরা আমাদের সম্মানিত উপদেষ্টা পরিষদের উপদেষ্টা হিসেবে রাখতে চাই, যাতে করে আপনার তত্বাবধানে থেকে আমরা দুনিয়া ও আখিরাতের কল্যাণকর কাজ সঠিকভাবে করতে পারি, ইনশাআল্লাহ। হে আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ দান করুন, আমিন।
আমরা যেভাবে কাজ করার চেষ্টা করছিঃ
১. আমরা বর্তমানে ব্যক্তিগত উদ্দ্যোগে প্রশক্ষণ দিচ্ছি। আমরা আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই প্রজেক্ট নিয়ে যেতে চাই। ভবিষ্যতে ‘SQSF-স্মার্ট শিক্ষক (ইমাম-খতিব) প্রশিক্ষণ কেন্দ্র’ এর মাধ্যমে সরকারী/বেসরকারী সহায়তায় প্রশিক্ষণ দিতে চাচ্ছি।
২. আমরা অবাধ্য, নেশাগ্রস্ত ও কিশোরগ্যাং সহ বিভিন্ন সামাজিক অপরাধে যুক্ত এমন শিক্ষার্থী-সন্তানদেরকে শিক্ষক ও অভিভাবক-অভিভাবিকা এবং স্থানীয় ইমাম-খতিব সাহেবান এবং প্রসাশনের সহায়তায় সুন্দর ও আদর্শ জীবন গঠণে স্মার্ট কাউন্সেলিং এর চমৎকার আয়োজন করছি, আলহামদুলিল্লাহ।
আমরা যেভাবে কাজ করার চেষ্টা করছিঃ
আমরা অবাধ্য, নেশাগ্রস্ত ও কিশোরগ্যাং সহ বিভিন্ন সামাজিক অপরাধে যুক্ত এমন শিক্ষার্থী-সন্তানদেরকে শিক্ষক ও অভিভাবক-অভিভাবিকা এবং স্থানীয় ইমাম-খতিব সাহেবান এবং প্রসাশনের সহায়তায় সুন্দর ও আদর্শ জীবন গঠণে স্মার্ট কাউন্সেলিং এর চমৎকার আয়োজন করছি, আলহামদুলিল্লাহ।
উক্ত স্মার্ট লাইব্রেরীতে কি কি বিষয় আছে?
ক) বাংলাদেশ সরকারের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান তথা স্কুল, আলিয়া ও কওমী মাদরাসাসহ বিভিন্ন কিন্ডারগার্টেন এর একাডেমিক পড়াশোনা।
খ) অবাধ্য ও নেশাগ্রস্ত এবং কিশোরগ্যাং সন্তান-শিক্ষার্থীদের কাউন্সেলিং সংক্রান্ত সকল বিষয়।
গ) সুনাগরিক, আদর্শবান সন্তান-শিক্ষার্থী তৈরীর সকল বিষয়।
ঘ) স্মার্ট শিক্ষক-শিক্ষিকা, স্মার্ট অভিভাবক-অভিভাবিকা, স্মার্ট ইমাম-খতিব সাহেবানদের প্রশিক্ষণের সকল বিষয়।
ঙ) স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে অগ্রগামী ভূমিকা পালন করা যাবে যেভাবে? উক্ত বিষয়াবলী।
SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং সফটওয়্যার কে বা কারা এবং কিভাবে বাস্তবায়ন করছে? |
১. মূল পরিকল্পনায় ও উদ্দ্যোক্তাঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম, সিনিয়র ধর্মীয় শিক্ষক-মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। প্রশিক্ষক, ইমাম প্রশিক্ষণ একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন। |
২. সফটওয়্যার ডেভোলপম্যান্ট ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও এডুটেক সফটওয়্যার ফার্ম। |
৩. সিলেবাস ও কন্টেন্ট ডেভোলপম্যান্ট ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও দক্ষ আলেম এবং শিক্ষক টিম। |
৪. অর্থায়নেঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও দ্বীনি ভাই-বোনগণ। |
৫. উপদেষ্টা পরিষদঃ দ্বীনি ও সামাজিক লাইনের দায়িত্বশীলগণ। স্কুল, কওমী ও আলিয়া মাদরাসার গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। ইমাম ও খতিব সাহেবানগণ। দানশীল ব্যক্তিবগ। প্রশাসনের দায়িত্বশীলগণ। |
৬. মার্কেটিং ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও দক্ষ মার্কেটিং টিম। ইমাম-খতিব, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ। |
৭. কাউন্সেলিং ব্যবস্থাপনায়ঃ মুফতি মোঃ আরিফুল ইসলাম ও উক্ত বিষয়ে দক্ষ ওলামায়ে কেরামগণসহ প্রশাসনের ও সামাজিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ। |
৮. অবাধ্য, নেশাগ্রস্ত ও কিশোরগ্যাংদের কাউন্সেলিং এর মাঠ পর্যায়ে যেভাবে কাজ চলছেঃ থানা ভিত্তিক SQSF এর সামাজিক কার্যক্রম বাস্তবায়ন টিম মেম্বারগণ। |
অবাধ্য, নেশাগ্রস্ত ও কিশোরগ্যাংদের কাউন্সেলিং এর থানা ভিত্তিক SQSF এর সামাজিক কার্যক্রম বাস্তবায়ন টিম মেম্বারগণদের তালিকার ফরমেট |
১. স্থানীয় থানার ওসি মহোদয়, অপরাধ বিভাগের গোয়েন্দা শাখার দায়িত্বশীল। |
২. স্থানীয় থানার/এলাকার কমিশনার/চেয়ারম্যান মহোদয়। |
৩. স্থানীয় বাড়ীর মালিক সমিতির সভাপতি মহোদয়। |
৪. স্থানীয় মসজিদের ইমাম ও খতিব সাহেবানগণ। |
৫. স্থানীয় এলাকা/গ্রামের স্কুল-কলেজের প্রিন্সিপাল মহোদয়। |
৬. স্থানীয় এলাকা/গ্রামের আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মহোদয়। |
৭. স্থানীয় এলাকা/গ্রামের কওমী মাদরাসার প্রিন্সিপাল মহোদয়। |
৮. স্থানীয় এলাকা/গ্রামের বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বশীলগণ। |
৯. স্থানীয় এলাকা/গ্রামের আসনের এমপি মহোদয়। |
১০. স্থানীয় এলাকা/গ্রামের SQSF এর সচেতন অভিভাক-অভিভাবিকাবৃন্দ। |
১১. স্থানীয় এলাকা/গ্রামের সংবাদ কর্মি-কর্মকর্তা, দায়িত্বশীলগণ। মিডিয়া ব্যক্তিবর্গ। |
১২.স্থানীয় এলাকা/গ্রামের SQSF এর প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, ইমাম ও খতিব সাহেবানগণ। |
আমরা কিভাবে কাজ শুরু করতে পারি? SQSF-স্মার্ট লাইব্রেরী এবং কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার |
১. আমরা SQSF নিয়ে আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো। |
২. আমরা এলাকার অন্যন্য দায়িত্বশীলদেরকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করবো। |
৩. আমরা এলাকায় গণ সংযোগ স্থাপন করবো। ছোট ছোট পরিসরে শিক্ষা সেমিনার, গণ সচেতনতামূলক সেমিনারের আয়োজন করবো। |
৪. আমরা অভিভাবক-অভিভাবিকাসহ জন সাধারণদেরকে নিয়ে সচেতনতামূলক সভার মাধ্যমে আমাদের ম্যাসেজগুলো ছড়িয়ে দিব, ইনশাআল্লাহ। |
৫. অবাধ্য, নেশাগ্রস্ত ও কিশোরগ্যাং এর সাথে যুক্ত সন্তান-শিক্ষার্থীদের ফোন নাম্বার ও ঠিকানা সংগ্রহ করে তার অভিভাবক ও শিক্ষকদের সমন্বয়ে পরামর্শ করে নিয়মিত কাউন্সেলিং এর ব্যবস্থা করবো। আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ওলামায়ে কেরামগণ নিয়মিত যোগাযোগ রেখে তাদেরকে SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সেন্টারের নির্ধারিত সিলেবাসের মাধ্যমে আদর্শ ও নৈতিক মানুষ গড়ার চেষ্টা অব্যাহত রাখবেন, ইনশাআল্লাহ। |
SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার এর ৮টি লক্ষ্য উদ্দেশ্যঃ |
১. স্কুলের শিক্ষার্থীদেরকে আদর্শবান শিক্ষার্থী হিসেবে তৈরী করতে সহায়তা করা। বিভিন্ন পুরস্কার ইত্যাদি প্রদান করে সহায়তা করা ও উৎসাহ প্রদান করা। |
২. আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আদর্শবান শিক্ষার্থী হিসেবে তৈরী করতে সহায়তা করা। বিভিন্ন পুরস্কার ইত্যাদি প্রদান করে সহায়তা করা ও উৎসাহ প্রদান করা। |
৩. কওমী মাদরাসার শিক্ষার্থীদেরকে আদর্শবান শিক্ষার্থী হিসেবে তৈরী করতে সহায়তা করা। বিভিন্ন পুরস্কার ইত্যাদি প্রদান করে সহায়তা করা ও উৎসাহ প্রদান করা। |
৪. আদর্শবান ও সচেতন অভিভাবক-অভিভাবিকা তৈরীতে সহায়তা করা। বিভিন্ন পুরস্কার ইত্যাদি প্রদান করে সহায়তা করা ও উৎসাহ প্রদান করা। |
৫. সকল শ্রেণির শিক্ষক-শিক্ষিকাদেরকে আদর্শবান ও সচেতন এবং স্মার্টভাবে পাঠদান করার ব্যাপারে সহায়তা করার স্মার্ট চেষ্টা করা। বিভিন্ন পুরস্কার ইত্যাদি প্রদান করে সহায়তা করা ও উৎসাহ প্রদান করা। |
৬. শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক কর্তৃক আদর্শ কন্টেন্ট তৈরী করার মাধ্যমে তাদেরকে এককালীন ও মাসিক ভাতা-সম্মানী, পুরস্কার ইত্যাদি প্রদান করে সহায়তা করা। |
৭. ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সফটওয়্যার’ নতুন কারিকুলামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ণে সহায়ক ভূমিকা পালনে বদ্ধপরিকর। |
৮. জ্ঞানের চর্চায় অবদান রাখতে লেখক প্রকাশকদের বই বিক্রিতে সহায়তা করা এবং তাদেরকে উৎসাহ প্রদান ও প্রচার-প্রসার করা। পাশাপাশি যাদের বই ও কন্টেন্ট SQSF স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং সফটওয়্যার স্মার্ট লাইব্রেরীতে ব্যবহার করা হচ্ছে, তাদেরকে এককালীন ও মাসিক ভাতা সম্মানী, পুরস্কার ইত্যাদি প্রদান করে সহায়তা করা। |
ইতি
একান্তই আপনার সুপরিচিত
মুফতি মোঃ আরিফুল ইসলাম।
★সিনিয়র ধর্মীয় শিক্ষক, মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। মিরপুর, ঢাকা।
★অতিথি প্রশিক্ষক, ইমাম প্রশিক্ষণ একাডেমি। ইসলামীক ফাউন্ডেশন।
★প্রধান প্রশিক্ষক, SQSF স্মার্ট শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক প্রশিক্ষণ কেন্দ্র।
★প্রধান এডমিন, ‘SQSF-স্মার্ট লাইব্রেরী ও কাউন্সেলিং (আত্নশুদ্ধির সফটওয়্যার) সেন্টার’।
সকল বিষয়ের শিক্ষক-শিক্ষার্থীর জন্য সহায়িকা। শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তি বাস্তবায়নে সহায়তা করার অবিরাম চেষ্টা।
★প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, তাসহীহুল কুরআন শিক্ষা ফাউন্ডেশন। রেজিষ্ট্রেশন নং S-13909/2022
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.sqsf.org / www.sqsfsmartlibrary.org
★অফলাইনে যোগাযোগের সময় সূচীঃ ফজরের নামাজের পর থেকে দুপুর ১১.৩০ পর্যন্ত। বিকাল ৫.৩০ রাত ১০.৩০ পর্যন্ত।
অনলাইনে যোগাযোগ করতে হোয়াটসঅ্যাপে পরিচয় দিয়ে ম্যাসেজ করা যাবে। 01764 444 731
★হেড অফিসের ঠিকানা। ২৬ শেওড়াপাড়া, ৩য় তলা। পশ্চিম পাশ। কাফরুল, ঢাকা। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ব্রাঞ্চ-৩ সংলগ্ন। হাতিল ফানির্চার গলি। মেট্রোরেল এর ২৯৫ নং পিলারের পূর্ব পাশে। কমিশনার মনি ম্যাডামের বাড়ী।
ফোন 01764 444 731
সংযু্ক্তিঃ ১.সরকারী রেজিষ্ট্রেশন এর ফটোকপি। ২.আমার আইডি কার্ডের ফটোকপি। ৩.ছবি।